
24/07/2025
দৌড়াও, ভয় পেওনা, আমি আছি...
প্রয়াত শিক্ষিকা মাহরীন চৌধুরী।
নিজের দুই সন্তানের মায়া, নিজের ছাত্র ছাত্রীদের জন্যও অমোঘ মায়া !
হেরে গেলেন মা মাহরীন, জিতে গেলেন শিক্ষিকা মাহরীন ম্যাডাম। জিতিয়ে গেলেন শিক্ষকতার মত মহান পেশাকে।
অনিয়মের দেশে মাইলস্টোন ট্র্যাজেডীর চেয়ে আরো ভয়াবহ অনেক কিছুই চলে আসবে সামনে, আমাদের নিয়তি এমনই। ভবিষ্যতের আলো বাঁচিয়ে রাখার চেষ্টায় নিজেই পরপারে চলে গেলেন ম্যাডাম মাহরীন চৌধুরী।
নিয়তির নিষ্ঠুরতাকে ব্যতিক্রম প্রমান করে মা,বাবা,শিক্ষক- এই তিন এ কোন পার্থক্য রাখতে দেননি দ্য সিক্রেট সুপারস্টার ম্যাম মাহরীন।
বিনম্র শ্রদ্ধা।
শোক পরিণত হউক শক্তিতে।
আকষ্মিক ঝড়ে ঝরে যাওয়া সব ফুলগুলো প্রস্ফুটিত হউক জান্নাতের বাগানে।
আমিন...