
20/06/2025
abandon 1 [আব্যান্ডান্] (verb transitive)
(১) আর ফিরে না-আসার মানসে চলে/ছেড়ে যাওয়া; পরিত্যাগ করা; বাসোপযোগী নয় বলে পরিত্যাগ করা: to abandon a house/flat.
(২) ছেড়ে দেওয়া; ক্ষান্তি দেওয়া: He will never abandon hope; to abandon a project.
(৩) abandon oneself to ইচ্ছা, আবেগ বা প্রবৃত্তির কাছে সম্পূর্ণভাবে নিজেকে ছেড়ে দেওয়া: She abandoned herself to grief.
abandoned (participial adjective) (১) নষ্টচরিত্র; হতচ্ছাড়া; বখে যাওয়া।
(২) পরিত্যক্ত।
abandonment [Uncountable noun] পরিত্যাগ।
abandon [আব্যান্ডান্]
(noun)
[Uncountable noun]
বেপরোয়া স্বাধীনতা, যেমন প্রবৃত্তির কাছে আত্মসমর্পণকারী ব্যক্তির ক্ষেত্রে দেখা যায়; উদ্দামতা: with abandon, উদ্দামভাবে।