DolPhin'S CreaTive

DolPhin'S CreaTive সকলের ভালোবাসা ও আশীর্বাদ প্রাপ্য ��

10/03/2024

পবিত্র মন থেকে মহাদেবের কাছে কিছু ইচ্ছা প্রকাশ করলে মহাদেব তা অবশ্যই পূরণ করে🥰🤗
Har har mahadev♥️🚩

09/01/2024

Dadi like a joss🥱🥵🥂

15/12/2023

সেকেন্ডে সেকেন্ডে মাথা গরম হয়,
অথচ রাতভর কম্বলের নিচে পা রেখেও পা গরম হয়না কেন 🤔🤔🤧

14/12/2023

ফটোগ্রাফার রাই ভালো, বিয়ে বাড়ি যায়, ছবি তোলে, খায়,টাকা পায়, বাড়ি চলে যায়🤧🤧

08/12/2023

Rs Fahim Chowdhury vai R manjiya vabi re dekhe
আমার বিয়া করতে মন চায়😬🥴🥱🙈

24/11/2023

আমি পড়তে বসবো। আমার বাবাই(বর) আদা দিয়ে চা বানায়ে টেবিলের পাশে রাখবে। পড়তে পড়তে আমার চুল সামনে এসে যাবে, সে কানের পাশে সড়িয়ে দিয়ে বলবে “মিষ্টি লাগছে।” সে টেবিলের পাশে একটা চেয়ার টেনে বসে আমাকে দেখবে, আর আমি পড়তে থাকবো। মাঝেমধ্যে সে আমার পড়া ধরবে। আমি ঘুমিয়ে পড়লে আদর দিয়ে আমার ঘুম ভাঙাবে। স্ট্রেসড হলে মাথা টিপে দিবে তারপর আবার পড়তে বসাবে।

তারপর MA পরীক্ষার দিয়ার সময় দেখবো তখন পড়াশোনা বোরিং কেমনে লাগে🥱😎🤣

15/11/2023

ভু'ল মানুষের জন্য মায়া পুষে রেখে কোনো লাভ হয় না জানতো? বরং তাদেরকে যতো তাড়াতাড়ি ভু'লে যাওয়া যায় কিংবা জীবন থেকে যত দ্রুত সরিয়ে ফেলা যায়, ততো তাড়াতাড়ি জীবনের ছন্দ ফিরে আসে। সুখ, হাসি, আনন্দেরা আবারও নিজের দিকে প্রত্যাবর্তন করে।

শুরুতে আসা মানে যে শুধু সেই মানুষটাই তোমার জন্য সঠিক তা কিন্তু নয়। সময়ের পরিক্রমায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বহু মানুষদের অনুপ্রবেশই ঘটতে পারে জীবনে। এমনকি তাদের সকলেই তোমার জন্য ভুলই প্রমাণিত হতে পারে। তাতেই কি তুমি শেষ? সুখেরা সব মাটি?

একদমই তা নয়, সম্পর্ক না টেকার দায় শুধু একজনার মাথায় না। কেউ তোমার ভালোবাসা না বুঝলে সেখানে তোমারই বা কি দায়ভার অবহেলার পেয়ে বারবার পড়ে থাকার?ভেঙে পড়ো না কারো ছেড়ে যাওয়ায়। নিজেকে
অবমূল্যায়ন করো না কোনো ভুল মানুষের কারণে।

তুমি দামী তোমার জন্য, তোমার গুরুত্ব তোমার কাছে। কারো তোমাকে না লাগলে তোমারও বা কি এমন দায় তাকে ছাড়া তোমার চলবেই না বলো? যদি না চলে তবু চালাতে শেখো নিজেকে। অপমান আর অবহেলিত হয়ে থাকতে নেই কারো কাছে, তাতে ভেতর যতই পুড়ুক🖤

10/11/2023

জীবনে প্রথমবার রং তুলির ছুঁয়া
Happy Diwali🪔🎇🧨🛕

06/11/2023

জানতেন কি?
প্রায় ৬০% মানুষ একা একা কথা বলতে এবং ওইসব ঘটনা কল্পনা করতে আসক্ত যা কখনোই হবে না আর একে " Maladaptive daydreaming বলা হয়🖤

04/11/2023

এইযে সারাক্ষণ খুনসুটিতে মেতে থাকা।
ফোন করে ঝগড়া করা।
আর কোনদিন ফোন দিবনা বলে রেখে দেওয়া!
পরক্ষনেই আবার ফিল করা তার সাথে কথা না বলে থাকাও যাচ্ছেনা!
এত সুন্দর গোছানো সম্পর্কটাও একদিন খুব বেশি অসহায় হয়ে পড়ে😅🖤

Address

Zero Point �
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when DolPhin'S CreaTive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DolPhin'S CreaTive:

Share