19/06/2025
It’s a magic. 💜Trust me ❤️
দুরুদ শরীফের" ফজিলত নিয়ে কিছু বক্তব্য শুনেছিলাম।
তার মধ্যে কিছু বাক্য হৃদয়কে গভীরভাবে নাড়া দিয়েছে।
পুরো বক্তব্য যদিও মনে নেই, তবে যতটুকু মনে আছে সেটাই শেয়ার করছি—
🪺 আপনি যদি চান দুনিয়াতে সুখ ও শান্তি, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
🪺আপনি যদি চান আপনার জীবন থেকে সকল ধরনের দুশ্চিন্তা দূর হয়ে যাক, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
🪺আপনি যদি চান আপনার সম্মান বাড়ুক, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
🪺আপনি যদি চান মৃত্যুর সময় রাসূলুল্লাহ ﷺ-এর দিদার নসিব হোক, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
🪺আপনি যদি চান আপনার কবর নূরে ভরে যাক, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
🪺কেয়ামতের সময় নবী ﷺ-এর চেহারা মোবারক দেখতে চান, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
🪺কেয়ামতের দিন রাসূলুল্লাহ ﷺ-এর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চান, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
🪺রাসূলুল্লাহ ﷺ-এর সাথে জান্নাতে যেতে চান, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
🪺বার- বার মদিনা যেতে চান, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
🪺স্বপ্নে রাসূলুল্লাহ ﷺ-এর দিদার নসিব হোক, তাহলে দুরুদ শরীফ পড়ুন।
আর কী বাকি আছে জীবনে?
দুনিয়ার জীবনে যা চাই, মৃত্যুর সময় যা চাই, আর কেয়ামতের দিন যা চাই—সবই তো চেয়ে নিলাম।
এখনো কিছু বাকি আছে কি? 🤔
🔹আপনার রিজিকে বরকত চান? দুরুদ শরীফ পড়ুন।
🔹আপনার সম্মান বৃদ্ধি চান? দুরুদ শরীফ পড়ুন।
🔹 সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি চান? দুরুদ শরীফ পড়ুন।
🔹ঈমানের সাথে মৃত্যু চান? দুরুদ শরীফ পড়ুন।
🔹রাসূলুল্লাহ ﷺ-এর সঙ্গী হয়ে জান্নাতে যেতে চান? দুরুদ শরীফ পড়ুন।
🟩 দুরুদ শরীফ—সমস্ত সমস্যার সমাধান 🟩
🍁 আমাদের জীবনের সব রকমের সমস্যা সমাধান দুরূদ শরীফের মধ্যে মজুদ রয়েছে।
গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা দুরুদ শরীফের ফজিলত শুনে মাঝে-মাঝে জোসে অনেকবার পড়ি, কিন্তুু নিয়মিত করতে পারি না।
আমলের পরিমান অল্প হোক সমস্যা নাই, নিয়মিত করলে এই আমল জীবনে অনেক রহমত-বরকত বয়ে নিয়ে আসে।
ফজিলত লাভ করতে হলে অবশ্যই নিয়মিত আমল করতে হবে।
এটা নিয়মিত করার জন্য একটি পদ্ধতি বের করুন। প্রয়োজন হলে একটি নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে রাখুন, যেকোনো ভাবেই হোক এ সংখ্যাটা সারাদিন আমি পূরণ করবোই—এমন নিয়ত করুন।
১০০ বার, ২০০ বার, ৩০০ বার, হাজার বার—যত পারেন পড়ুন। মহব্বতের সহীত দুরুদ শরীফ পড়ুন আর দুরুদের বরকত আপনার চোখের সামনে দেখুন।"
আল্লাহ তাআলা
©