Pixel It Work

Pixel It Work Welcome to Pixel It Work! Your trustworthy go-to destination for digital services

Pixel It Work" is a leading digital marketing agency committed to elevating brands and driving results in the digital landscape. Our agency specializes in crafting innovative strategies and executing comprehensive campaigns tailored to meet our client's unique needs and goals. From strategic planning and creative content creation to targeted advertising and performance analysis, we offer a full sp

ectrum of services to maximize online visibility, engagement, and conversions. With a dedicated team of experts and a focus on data-driven solutions, Pixel It Works empowers businesses to thrive in the ever-evolving world of digital marketing.

Organic page growth service done  FOOD
19/05/2025

Organic page growth service done
FOOD

👉 𝐓𝐡𝐞 𝐩𝐨𝐰𝐞𝐫 𝐨𝐟 𝐌𝐨𝐝𝐚𝐥𝐬Modal auxiliary verb হলো এমন কিছু সাহায্যকারী verb যা মূল verb-এর আগে বসে কাজের ধরণ, সম্ভাবনা, অনুম...
19/05/2025

👉 𝐓𝐡𝐞 𝐩𝐨𝐰𝐞𝐫 𝐨𝐟 𝐌𝐨𝐝𝐚𝐥𝐬

Modal auxiliary verb হলো এমন কিছু সাহায্যকারী verb যা মূল verb-এর আগে বসে কাজের ধরণ, সম্ভাবনা, অনুমতি, কর্তব্য, প্রয়োজনীয়তা, ইচ্ছা, আদেশ ইত্যাদি বোঝায়। এগুলো মূল verb-এর অর্থে ভিন্নতা ও বিশেষতা যোগ করে।

উদাহরণস্বরূপ - Modal Auxiliary Verbs:
↔ Can – পারা
↔ Could – পারতো / পারতে পারে
↔ May – হতে পারে / অনুমতি
↔ Might – হতে পারতো
↔ Shall – হবো / হবে
↔ Should – উচিত
↔ Will – হবে / হবে নিশ্চয়ভাবে
↔ Would – হতো / করতো
↔ Must – অবশ্যই / করতেই হবে
↔ Ought to – উচিত

যেমন-
You should study regularly.
(তোমার নিয়মিত পড়া উচিত।)

He can speak English fluently.
(সে ইংরেজি সাবলীলভাবে বলতে পারে।)

You must wear a helmet.
(তোমাকে অবশ্যই হেলমেট পরতে হবে।)

👉 Modal auxiliary verb গুলো নিজেরা কোনো sentence-এ সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, এগুলো main verb বা মূল verb-এর সাথে ব্যবহার করতে হয়।
Modal auxiliary verb সমুহ ক্রিয়া সম্পাদনের Mood বা ধরণ বোঝানোর জন্য ব্যবহৃত হয়।

👉 Note- Modal auxiliary verb গুলোর পর verb এর Base বা মুল form বসে।

যেমন-

No man can live alone.
Everyone should speak the truth.

অর্থাৎ -
Modal auxiliary + Verb এর base form
Birds will chirp in the morning.

কাজের ধরনের উপর ভিত্তি করে Modal auxiliary verb সমূহের অর্থের পরিবর্তন -

Can – পারা ( বর্তমান সময়ের কাজের ক্ষমতা, সামর্থ্য ও যোগ্যতা)

Karim can speak English fluently.

করিম স্বচ্ছন্দে ইংরেজি বলতে পারে।

Could- পারা ( অতীত সময়ের স্হায়ী কাজের সামর্থ্য, যোগ্যতা ও ক্ষমতা।

He could do the work.

সে কাজটি করতে পারে।

Could + have = (অতীতে কোন কাজ করতে পারত কিন্তু করেনি)

I could have helped the poor.

আমি গরীবদের সাহায্য করতে পারতাম ( কাজটি কিন্তু করেননি)
Will – জিজ্ঞাসা / ভবিষ্যৎ কাজ করা বোঝাতে
Will you go to school?
তুমি কি স্কুলে যাবে?
I will go to school.
আমি স্কুলে যাব।
Would = বিনীত অনুরোধ / অতীতের অভ্যাস বোঝাতে
Would you give me a pen?
তুমি কি আমাকে একটি কলম দিবে?
I would walk in the morning everyday.
আমি প্রতিদিন সকালে হাটতাম।
Shall- জিজ্ঞাসা / ভবিষ্যৎ কাজ বোঝাতে
Shall I do the work?
আমি কি কাজটি করতে পারি।
I shall go to school.
আমি স্কুলে যাবই

👉 Should- প্রস্তাব বোঝাতে / বর্তমানে বা ভবিষ্যতে কোন কাজ করা উচিৎ অর্থে।

You should hard work.
তুমি অবশ্যই কঠোর পরিশ্রম করবে।
You should do the work.
তোমার কাজটি করা উচিৎ।
You should obey your parents.
তুমি অবশ্যই তোমার পিতা মাতাকে মান্য করবে।

May/ Might – সম্ভাবনা / অনুমতি / ইচ্ছা / প্রার্থনা / প্রস্তাব বোঝাতে।
He may come here today.
সে আজ আসতে পারে।
May I come in?
আমি কি আসতে পারি?
May you live long.
তুমি দীর্ঘজীবী হও।
His statement might be true.
তার বর্ণনা সত্য হতে পারে।
Must – নিশ্চয়তা / বাধ্যতা / দৃঢ় প্রতিজ্ঞা বোঝাতে
He must be a good boy.
সে অবশ্যই একটি ভালো ছেলে।
You must obey your teacher.
তুমি অবশ্যই তোমার শিক্ষককে মান্য করবে।

I must see him punished.
আমি অবশ্যই তাকে দেখামাত্রই শাস্তি দিব।

Mustn't – নিষেধ অর্থে।
You mustn't go there.
তুমি অবশ্যই সেখানে যাবে না।

👉 শীঘ্রই আমাদের পিক্সেল আইটি ওয়ার্ক এর নতুন যাত্রার সঙ্গী হতে শুরু হচ্ছে আমাদের English Language and Grammar কোর্স ।

"Jumma Mubarak"Wishing you a blessed and peaceful Friday. 💚
15/05/2025

"Jumma Mubarak"
Wishing you a blessed and peaceful Friday. 💚

ফ্রিল্যান্সিংয়ের সাথে "Boiling Frog Syndrome" এই ঘটনাটা কি  উত্পুতভাবে ভাবে জড়িত ? আসুন আগে জেনে নেই "Boiling Frog Synd...
13/05/2025

ফ্রিল্যান্সিংয়ের সাথে "Boiling Frog Syndrome" এই ঘটনাটা কি উত্পুতভাবে ভাবে জড়িত ?
আসুন আগে জেনে নেই "Boiling Frog Syndrome" এই ঘটনাটা কি ?
একটা ব্যাঙকে যদি আপনি ঠাণ্ডা পানির পাত্রে রাখেন, আর সেই পাত্রটিকে ধীরে ধীরে গরম করতে থাকেন—ব্যাঙটি কিন্তু তাড়াতাড়ি কোনো প্রতিক্রিয়া দেখায় না। সে চুপচাপ পানিতে বসে থাকে, আর নিজের শরীরের তাপমাত্রা পানির সঙ্গে সামঞ্জস্য করতে থাকে।
ধীরে ধীরে পানি গরম হতে থাকে, আর ব্যাঙও ধীরে ধীরে তার শরীরের ভেতর সেই উত্তাপ সহ্য করতে থাকে। সে ভাবে, "এটা তো এখনো সহ্য করা যাচ্ছে।"
কিন্তু সমস্যা তখনই শুরু হয়। পানির তাপ এক সময় এত বেশি হয়ে যায় যে, তখন আর সহ্য করা যায় না। ব্যাঙ তখন বুঝতে পারে, "এখন আমার লাফ দিয়ে বাঁচা দরকার!"
কিন্তু হায়! তখন আর তার শরীরে কোনো শক্তি অবশিষ্ট নেই। কারণ সে তার সমস্ত শক্তি খরচ করে ফেলেছে আগের তাপমাত্রাগুলো সহ্য করার জন্য! তাই সে চাইলেও আর লাফিয়ে বের হতে পারে না। ধীরে ধীরে সে পানিতে সেদ্ধ হয়ে মারা যায়…
আপনি কি জানেন—ব্যাঙটা আসলে মারা যায়নি পানির তাপে, বরং মারা গেছে সময়মতো সিদ্ধান্ত না নিতে পারায়!
এই ঘটনাটাকেই বলা হয় "Boiling Frog Syndrome"।
এখন আসি মূল বিষয়ে আমাদের মূলবিষয়বস্তু ছিল, ফ্রিল্যান্সিংয়ের সাথে "Boiling Frog Syndrome" এই ঘটনাটা কি ওতপ্রোতভাবে ভাবে জড়িত ?
হ্যা অবশ্যই জড়িত উপরের ঘটনা টি যদি আপনি পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এখানে এক্তা বিষয়ে মননিবেশ করা হয়েছে তেমনি আপনি যদি ফ্রিল্যান্সিং শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে সর্বনিম্ন ৬ মাস সময় দিতে হবে এখন মূল বিষয় টি হচ্ছে
* আপনি ফ্রিল্যান্সিং শিখতে কোন প্রতিষ্ঠানে সময় দিচ্ছেন ?
* কোন সেক্টরে সময় দিচ্ছেন আদও কি ভবিষ্যতে এই সেক্টরের চাহিদা আছে ?
* আপনি যে সেক্টরে সময় দিচ্ছেন সেই সেক্টরের কোর স্কিল কি আপনি শিখছেন ?
* মেন্টর আপনাকে কি শিখাচ্ছে এর কি আদও কোন ভ্যালু আছে কখনো রিসার্চ করেছেন ?
* সাপোর্ট কেমন পাচ্ছেন ?
* কমিউনিকেশন স্কিল বা নিজের ব্রান্ড ভ্যালু তৈরি করতে পেরেছেন ?
এরকম হাজার খানিক প্রশ্ন দার করানো যাবে যদি আপনার কাছে এই প্রশ্ন গুলোর উত্তর না থাকে তাহলে আপনি যদি এখানে ৬ মাস সময় ব্যায় করেন তাহলে পরবর্তী তে উঠে দাড়াতে পারবেন না যেমন টা আমরা "Boiling Frog Syndrome" ঘটনা তে পরেছিলাম । তাই আগে লক্ষ্য অর্জন করেন এবং কখন কি করতে হবে কতটুকু করতে হবে বা কতটুকু সময় ব্যায় করলে কাজ হবে এগুলো আপনি শেখার সময় ধরতে না পারলে আপনার অবস্থা এমন টাই হবে ,
মনে রাখবেন আপনি যতক্ষণ না অব্দি মেন্টর কে প্রশ্ন করে থামাতে না পারছেন মনে করবেন ততোক্ষণ অব্দি আপনি কিছুই শিখেন নি । তাই সময় কে কাজে লাগান এবং খুজে বের করুন কোথায় সময় ব্যায় করলে আপনার লাভ হবে আর কোথায় সময় ব্যায় করলে আপনার ক্ষতি হবে এইটুকু রিসার্চ করে বের না করতে পারলে আপনি ও পরে যেতে পারেন ফ্রিল্যান্সিং জগতের "Boiling Frog Syndrome" উক্তিটির যথার্থ এক উদাহরন ।

১৮৮৯ সালের এই দিনে, সমাজতান্ত্রিক সংগঠন এবং ট্রেড ইউনিয়নগুলির একটি আন্তর্জাতিক দল শ্রমিকদের সমর্থন করার জন্য ১ মে দিনটি...
01/05/2025

১৮৮৯ সালের এই দিনে, সমাজতান্ত্রিক সংগঠন এবং ট্রেড ইউনিয়নগুলির একটি আন্তর্জাতিক দল শ্রমিকদের সমর্থন করার জন্য ১ মে দিনটিকে বেছে নিয়েছিল । এটি ছিল শিকাগোর হেমার্কেট দাঙ্গার (১৮৮৬) স্মরণে, যেখানে একটি বোমা বিস্ফোরণে সাতজন পুলিশ কর্মকর্তা এবং কমপক্ষে চারজন বেসামরিক লোক নিহত হয়েছিল।

Business
23/04/2025

Business

Huge thanks to clients who let us peek behind the curtain of their vision. Let’s build something legendary! 🚀           ...
20/04/2025

Huge thanks to clients who let us peek behind the curtain of their vision. Let’s build something legendary! 🚀

𝐂𝐨𝐧𝐬𝐢𝐬𝐭𝐞𝐧𝐜𝐲 𝐁𝐞𝐚𝐭𝐬 𝐓𝐚𝐥𝐞𝐧𝐭,,, অর্থাৎ "ধারাবাহিকতা প্রতিভার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ" এই উক্তিটি জোর দেয় যে দীর্ঘমেয়াদী স...
20/04/2025

𝐂𝐨𝐧𝐬𝐢𝐬𝐭𝐞𝐧𝐜𝐲 𝐁𝐞𝐚𝐭𝐬 𝐓𝐚𝐥𝐞𝐧𝐭,,, অর্থাৎ "ধারাবাহিকতা প্রতিভার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ"

এই উক্তিটি জোর দেয় যে দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য কেবল সহজাত দক্ষতার চেয়ে টেকসই প্রচেষ্টা এবং নিষ্ঠা প্রায়শই বেশি গুরুত্বপূর্ণ। যদিও আমরা সবাই জানি প্রতিভা শুধু একটি প্রাথমিক সূচনা প্রদান করতে পারে, ধারাবাহিক অনুশীলন এবং অধ্যবসায় হল দক্ষতা, স্থিতিস্থাপকতা এবং পরিণামে যে কোন কাজের স্থায়ী ফলাফল অর্জনের জন্য অবশ্যই আপনাকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

আজ আপনি যে জায়গায় আছেন, সেখান থেকেই শুরু করুন । ধীরে ধীরে কিন্তু নিয়মিত কাজ শুরু করুন - এগিয়ে চলুন ।

আপনি কি আপনার পণ্য বা সার্ভিসের জন্য গ্রাহক খুঁজছেন? নাকি গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য বা সার্ভিস গ্রাহকের কাছে উপস্থাপন...
01/04/2025

আপনি কি আপনার পণ্য বা সার্ভিসের জন্য গ্রাহক খুঁজছেন? নাকি গ্রাহকের চাহিদা অনুযায়ী পণ্য বা সার্ভিস গ্রাহকের কাছে উপস্থাপন করছেন ? আধুনিক বিশ্বে এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করে দেয় আপনার ব্যাবসার সাফল্য বা ব্যর্থতা। "গ্রাহকের জন্য পণ্য খুঁজুন, পণ্যের জন্য গ্রাহক নয়"—এই সহজ বাক্যটিই আজকের প্রতিযোগিতাময় বাজারে টিকে থাকার গোপন চাবিকাঠি।

অনেক ব্যবসায়ীই আগে পণ্য বা সার্ভিস তৈরি করেন, তারপর সেটার মার্কেটিং করে গ্রাহক খোঁজার চেষ্টা করেন। কিন্তু এই পদ্ধতিতে সমস্যা হলো:
👉 গ্রাহকের প্রকৃত চাহিদা উপেক্ষিত হয়।
👉 পণ্য বিক্রি করতে অতিরিক্ত মার্কেটিং খরচ হয়।
👉 প্রতিযোগীদের সাথে টক্কর দিতে হিমশিম খেতে হয়।

উদাহরণস্বরূপ, ধরুন আপনি শীতকালে হিটার বানালেন, কিন্তু আপনার টার্গেট অঞ্চলের মানুষ যদি গরম জলবায়ুতে থাকেন, তাহলে আপনার পণ্য অপ্রাসঙ্গিক।

গ্রাহক-কেন্দ্রিক পদ্ধতির সুবিধা
👉 গ্রাহকের সমস্যা বুঝে পণ্য ডিজাইন করলে তা স্বয়ংক্রিয়ভাবে বিক্রি হয়।
👉 গ্রাহক দেখবে আপনি তার কথা শোনেন, ফলে তার বিশ্বাস বাড়বে জা আপনাকে লয়াল কাস্টমারে পরিনিত করবে ।
👉 Unique পণ্য তৈরি করলে মার্কেটে আপনার একচেটিয়া আধিপত্য থাকবে।

💯 গ্রাহকের জন্য পণ্য খুঁজুন"—এই দর্শন শুধু ব্যবসার কৌশল নয়, এটি একটি মানসিকতা। গ্রাহকই আপনার ব্র্যান্ডের হৃদয়। তাদের চাহিদা ও স্বপ্নকে প্রাধান্য দিন, সাফল্য নিজেই আপনার দরজায় কড়া নেবে।

🌟🌟Had an incredible session with Charlie today, mapping out their [website/app/platform] journey.🔍 Our team is dissectin...
01/04/2025

🌟🌟
Had an incredible session with Charlie today, mapping out their [website/app/platform] journey.

🔍 Our team is dissecting user flows, wireframes, and organic growth !
Huge thanks to clients who let us peek behind the curtain of their vision. Let’s build something legendary! 🚀

✨ Meet Arefin: The Pixel Wizard Behind the Screen! ✨As our senior web developer at Pixel It Work , he doesn’t just code—...
31/03/2025

✨ Meet Arefin: The Pixel Wizard Behind the Screen! ✨
As our senior web developer at Pixel It Work , he doesn’t just code—he crafts digital magic, transforms ideas into eye-popping experiences, and turns "impossible" into "I’m possible!" 💻🚀

Why you’ll love him:
🔥 Code conjurer by day, innovation architect by night.
🎨 Where others see blank screens, Arefin sees canvases for pixel-perfect wizardry.

Ready to geek out over his tech sorcery? 💡

Address

Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when Pixel It Work posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share