Crush & Confession Sardah

Crush & Confession Sardah মনের কথাগুলা জানানোর সময় হয়ে গেছে। কন?

🥰😊😇 From তোমার ফ্রেন্ড লিস্টের কেউ একজনTo Sanjida Islam কালকে চারঘাট ব্রিজের নিচে তোমাকে হাতে ফুল নিয়ে টিকটক করতে দেখলা...
03/11/2025

🥰😊😇


From তোমার ফ্রেন্ড লিস্টের কেউ একজন
To Sanjida Islam

কালকে চারঘাট ব্রিজের নিচে তোমাকে হাতে ফুল নিয়ে টিকটক করতে দেখলাম। মুহূর্তটা যেন পুরো থেমে গিয়েছিল।
আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে শুধু তোমাকেই দেখছিলাম । তুমি ছবিতে যেমন সুন্দর তার থেকে বেশি সুন্দর সামনাসামনি। তোমাকে না দেখলে বুঝতামইনা তুমি এত সুন্দর।সেই মুহূর্তটা ছিল খুব সাধারণ, অথচ আমার কাছে সেটাই এখন সবচেয়ে অসাধারণ স্মৃতি। যতবার চোখ বন্ধ করি, তোমার সেই হাসিটা মনে পড়ে — একদম নিখুঁত, স্বপ্নের মতো। আমি জানি না তুমি আমাকে খেয়াল করেছিলে কিনা, কিন্তু আমি তোমাকে দেখার পর থেকে মনে হচ্ছে আমার দিনগুলোর রঙ পাল্টে গেছে।

তুমি জানো না হয়তো, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার মনটা কেমন যেন অন্যরকম হয়ে গেছে। প্রতিদিন তোমার প্রোফাইল খুঁজি, তোমার হাসির ছবিগুলো দেখি, আর ভাবি — যদি একদিন তোমার সাথে একটু কথা বলতে পারতাম! হয়তো আমি খুব সাধারণ একজন, কিন্তু আমার অনুভূতিটা তোমার জন্য একদম সত্যি।
বি:দ্র: এডমিনের কাছ থেকে জেনে নিও প্লিজ।

31/10/2025

অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর।🌸
মাত্র তিনটা মাস কিন্তু এই তিন মাসেই লুকিয়ে থাকে আমাদের পাওয়া না পাওয়ার গল্প, ভালোবাসা আর হারিয়ে ফেলার সমস্ত সমীকরণ।
বছরের এই শেষ প্রান্তে এসে জীবন যেন একটু থেমে নিঃশ্বাস ফেলে, আবার নিঃশব্দে সব কিছু গুছিয়ে নিয়ে চলে যায়।
যে গল্পগুলো এই সময়ের নরম আলোয় শুরু হয়, সেগুলোর বেশিরভাগই এই তিন মাসের ভেতরেই শেষ হয়।
শীত আসতে আসতে এক ধরনের নরম বিষণ্ণতা নেমে আসে যেন আমাদের ভেতরের হারানো আর পাওয়া মিশে গিয়ে একটা অদ্ভুত শান্ত ঠান্ডা হয়ে দাঁড়ায়।

কি ভয়ংকরভাবে সুন্দর এই তিন মাস
অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর।

😍🥰☺️ To :Tanvir Sifat (Bangladesh police Academy school, class 10)From : তোমার আশে পাশের কেউ☺️ যে তোমাকে অনেক ভালোবাসে।❤...
31/10/2025

😍🥰☺️


To :Tanvir Sifat (Bangladesh police Academy school, class 10)
From : তোমার আশে পাশের কেউ☺️ যে তোমাকে অনেক ভালোবাসে।❤️‍🩹

প্রিয়,
আসসালামু আলাইকুম। তুমি আমাকে চিনো না হয়তো। আমি তোমাকে চিনি। তোমাকে আমি প্রথম দেখেছিলাম তোমার স্কুলের সামনে। তোমাকে প্রথম দেখে অন্য রকম এক অনুভূতি অন্য রকম এক ভালোবাসা কাজ করছে তোমার উপর। সেইযে তোমার মায়ায় পড়েছি , আর বের হওয়ার কোনো সুযোগই পাচ্ছি না। তোমাকে দেখলে এত ভালো লাগে যে অন্য কারো দিকে তাকাতে ইচ্ছেই করে না।
আর স্কুল ড্রেস পরে তোমাকে দেখতে খুব খুব সুন্দর লাগে প্রিয়, যে প্রতিনিয়ত আমার নজর কারে। তোমার হাসি তে আমি আমার নতুন দুনিয়া খুঁজে পায় ।

তোমাকে না পারছি ভুলতে,না পারছি বলতে।তবুও আজকে সাহস করে বলার চেষ্টা করছি। হয়তো তোমাকে আমি বুঝাতে পারছি না যে তোমাকে আমি কতোটা ভালোবাসি ।

আশা করছি আমার অনুভূতি আমার ভালোবাসা গুলো বুঝতে পারবে। পরিশেষে আমি তোমার অপেক্ষায় থাকবো। হইলে আমার এ হইয়ো। আমি কারো হইলে একমাত্র তোমারই হবো প্রিয়।
অনেক ভালোবাসি তোমাকে। ☺💝🥀

13/09/2025

আফসোস

তুমি ভেবেছো তোমাকে ভুলে গেছি,
তোমাকে কি আদৌ ভোলা সম্ভব?
তুমি রয়ে গেছো তেমন করে,
যেমন করে রয়ে যায় আফসোস! ❤️‍🩹

🥰😊😍 FROM: Unknown💌TO: Farid Ahmed🪷তোমাকে আমি চিনি না, আমরা কোনোদিন কথা বলিনি। কিন্তু প্রথম দিন যখন তোমাকে রাস্তায় দেখলাম...
03/08/2025

🥰😊😍


FROM: Unknown💌
TO: Farid Ahmed🪷

তোমাকে আমি চিনি না, আমরা কোনোদিন কথা বলিনি। কিন্তু প্রথম দিন যখন তোমাকে রাস্তায় দেখলাম, তখন থেকেই তুমি আমার মনের এক কোণে জায়গা করে নিয়েছ। তোমার হাঁটাচলা, তোমার চেহারা, তোমার উপস্থিতি—সব কিছুতেই যেন একটা আলাদা আকর্ষণ আছে।

আমি জানি, এটাই হয়তো স্রেফ এক মুহূর্তের ক্রাশ, কিন্তু এটা মনের ওপর এতটা প্রভাব ফেলেছে যে কিছুতেই ভুলতে পারছি না। তুমিই জানো না, এমন একজন অচেনা মানুষ তোমার জন্য মুগ্ধ হয়ে বসে আছে।

জানি, এই কথা হয়তো কোনোদিন তোমার কাছে পৌঁছাবে না। কিন্তু তাও মনের কথা একবার জানিয়ে রাখলাম। যদি কখনো আমাদের দেখা হয়, আমি চাইবো তোমার সাথে অন্তত একবার কথা বলতে💌🪷

31/07/2025

কি খবর তোমাদের ?? 🙂

Address

Sardah Rajshahi
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crush & Confession Sardah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category