03/11/2025
🥰😊😇
From তোমার ফ্রেন্ড লিস্টের কেউ একজন
To Sanjida Islam
কালকে চারঘাট ব্রিজের নিচে তোমাকে হাতে ফুল নিয়ে টিকটক করতে দেখলাম। মুহূর্তটা যেন পুরো থেমে গিয়েছিল।
আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে শুধু তোমাকেই দেখছিলাম । তুমি ছবিতে যেমন সুন্দর তার থেকে বেশি সুন্দর সামনাসামনি। তোমাকে না দেখলে বুঝতামইনা তুমি এত সুন্দর।সেই মুহূর্তটা ছিল খুব সাধারণ, অথচ আমার কাছে সেটাই এখন সবচেয়ে অসাধারণ স্মৃতি। যতবার চোখ বন্ধ করি, তোমার সেই হাসিটা মনে পড়ে — একদম নিখুঁত, স্বপ্নের মতো। আমি জানি না তুমি আমাকে খেয়াল করেছিলে কিনা, কিন্তু আমি তোমাকে দেখার পর থেকে মনে হচ্ছে আমার দিনগুলোর রঙ পাল্টে গেছে।
তুমি জানো না হয়তো, কিন্তু তোমাকে দেখার পর থেকে আমার মনটা কেমন যেন অন্যরকম হয়ে গেছে। প্রতিদিন তোমার প্রোফাইল খুঁজি, তোমার হাসির ছবিগুলো দেখি, আর ভাবি — যদি একদিন তোমার সাথে একটু কথা বলতে পারতাম! হয়তো আমি খুব সাধারণ একজন, কিন্তু আমার অনুভূতিটা তোমার জন্য একদম সত্যি।
বি:দ্র: এডমিনের কাছ থেকে জেনে নিও প্লিজ।