Crush & Confession Sardah

Crush & Confession Sardah মনের কথাগুলা জানানোর সময় হয়ে গেছে। কন?

🥰🥰😊  Form:   অপরিচিত কেউ একজন To :Nusrat Jahan Leenaতোমাকে প্রথম দেখছিলাম পাইলট স্কুলের গেটের সামনে। তুমি একটি নীল রংয়ে...
08/01/2025

🥰🥰😊


Form: অপরিচিত কেউ একজন
To :Nusrat Jahan Leena

তোমাকে প্রথম দেখছিলাম পাইলট স্কুলের গেটের সামনে। তুমি একটি নীল রংয়ের বোরখা পড়েছিলে। সেদিন এবং সেখান থেকেই তোমার প্রতি আমার এক কিঞ্চিত ভালোবাসার সৃষ্টি হয়। আসলে তোমার চঞ্চল চোখ এবং চঞ্চল স্বভাবই ছিল তোমার প্রতি আমার ভালোবাসা জন্মানোর এক অন্যতম কারণ। কিন্তু এটাই শুধু একমাত্র কারণ ছিল না। বলতে পারো এর থেকেও আরও বড় একটি কারণ ছিল তোমার মুখের মিষ্টি হাসি। তারপরে এই আস্তে আস্তে শুরু হয় তোমার পিছু নেওয়া। কিন্তু কোনদিন বলার সাহস হয়নি। এক পর্যায়ে তোমাকে বলব বলে মনে করেছিলাম কিন্তু তোমার রাগান্বিত স্বভাব আমাকে বেশ ভীত করেছিল। তারপরে আর তোমাকে ওইভাবে দেখা ওঠেনি। কিন্তু আজ হঠাৎ তোমাকে দেখলাম সিটি সেন্টারের কাছে। তোমার হাসিটি এখনো ঠিক আগের মতই মিষ্টি এবং চোখে ঠিক একই রকম চঞ্চল। এবং আমি বারবার তোমার ওই চঞ্চল চোখের প্রেমে পড়ে যাই। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। যদি জানতে চাও এই ওয়ান সাইড লাভার কে তবে পেজের এডমিনের সাথে যোগাযোগ করে আমার আইডিটি নিতে পারো। আমি তোমাকে সত্যিই অনেক বেশি ভালোবাসি ✨❤️‍🩹
ধন্যবাদ 🌸🌸🌸

🥰😇😊  To: Farid Ahmed From: নাম বললে চাকরি থাকবে না।সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে কারো সাথে একতরফা প্রেমে পড়া। তাকে নিজের ম...
07/01/2025

🥰😇😊


To: Farid Ahmed
From: নাম বললে চাকরি থাকবে না।

সবচেয়ে বড় যন্ত্রণা হচ্ছে
কারো সাথে একতরফা
প্রেমে পড়া। তাকে নিজের মনের ভাব বলা যায় না ইচ্ছা থাকা সত্ত্বেও।

তোমাকে যেদিন প্রথম দেখেছি ওইদিন থেকে তোমার প্রেমে পড়ে গেছি । প্রথম দেখায় যে কাউকে এইভাবে ভালো লাগে , প্রেমে পড়ে যাওয়া যায় সেইটা আমি আগে জানতাম না।। আমি জানি না কখনও তোমাকে বলতে পারবো কিনা কিংবা বলার সুযোগ আদেও হবে কিনা জানি না। তবে এমন অনুভূতি কারো জীবনে না আসুক।
তোমাকে অনেক দিন হয়ে যায় দেখি না , তোমার ছবি গুলো দেখে দেখে দিন কাটতেসে। মনে এক বিশাল আশা করেছি সেটা কী জানো? — কোন একদিন তুমি আমি একসাথে বসে মনের সব কোথা বলব, সব গাছপালা যেমন তোমার দিকে তাকিয়ে থাকবে ঠিক সেই ভাবে তোমার দিকে আমি তাকিয়ে থাকব আর তোমার কথা শুনব , মাঝে মাঝে আমি হারিয়ে যাব তোমার সৌন্দর্যে । এই আশা টি কী আমার আশা হয়ে রয়ে যাবে ?
সব শেষে শুধু এইটুকু বলতে চাই
তোমাকে অনেক বেশি ভালোবাসি।🫀

22/12/2024

Admin নিয়োগ দেওয়া হবে
আগ্রহী থাকলে কমেন্ট এ নক দিয়েন ⬇️

In Black Sari 🖤
13/12/2024

In Black Sari 🖤

🥰😇😊  From : Unknown To : ZIHAD ( Sardah govt college 2nd year )তোমার সম্পর্কে বলার মতো অনেক কিছুই আছে, কিন্তু কথাগুলো যে...
10/12/2024

🥰😇😊


From : Unknown
To : ZIHAD ( Sardah govt college 2nd year )

তোমার সম্পর্কে বলার মতো অনেক কিছুই আছে, কিন্তু কথাগুলো যেন ঠিকঠাক প্রকাশ করতে পারি না। একদিকে তুমি আমার কাছে যেন একটা অজানা গল্পের মতো, যেখানে প্রতিটি মুহূর্ত নতুন কিছু শিখিয়ে যায়। তোমার ছোট ছোট অঙ্গভঙ্গি, হাসির শব্দ, এবং সেই নিরবতা—সবকিছুতেই আমি এক ধরনের শান্তি খুঁজে পাই।

আসলে, আমি তোমার দিকে একটু বেশি মনোযোগ দিই। হয়তো এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু আমি সত্যিই তোমার প্রতি একটা বিশেষ অনুভূতি বয়ে বেড়াচ্ছি। আমি শুধু চাই, তুমি জানো—আমার এই অনুভূতিটা কোনও অবাস্তব কল্পনা নয়, বরং হৃদয়ের এক গভীর আকাঙ্ক্ষা।

তুমি কি কখনো এরকম কিছু অনুভব করো?

08/12/2024

আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা.. 💙💫

07/12/2024

🥰😇😊
has been deleted 😊

02/12/2024

প্রাচীন কালে এসময় আমরা বার্ষিক পরিক্ষা দিতাম
🙂💙
( 2 dec -15 dec )

রাজশাহী ক্যাডেট কলেজ পার্ক এন্ড পিকনিক স্পট ।📷 Maria Mim
29/11/2024

রাজশাহী ক্যাডেট কলেজ পার্ক এন্ড পিকনিক স্পট ।

📷 Maria Mim

সমন্বয়ক ft. Daraz edition 🐸
28/11/2024

সমন্বয়ক ft. Daraz edition 🐸

😇😊😉  From-Ta*** To- Najif Bin Jaman. (Sardah Govt. Pilot High School) ❤️বাচ্চা কি খবর? খুব ভালো করেই বুঝে গিয়েছো যে কে আ...
27/11/2024

😇😊😉


From-Ta***
To- Najif Bin Jaman. (Sardah Govt. Pilot High School) ❤️

বাচ্চা কি খবর? খুব ভালো করেই বুঝে গিয়েছো যে কে আমি! তুই এমন কেন রে? পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ কি জানিস? তোর মন বোঝা। সবার মতো এতো এক্টিং করবোনা। তোকে প্রথম দেখা স্কুলেই,যেদিন আমাদের বিদায় হয় সেদিন তুই আমার কাঁদা দেখে হাসা-হাসি করছিলি সেদিন তোর উপর খুব রাগ হয়ছিলো তার পরে তোকে জিজ্ঞেস করলাম কোন উত্তর না দিয়েই চলে গেলি,সে-ই থেকেই আসতে আসতে ভালো লাগা 🥺 যায় হোক ভালোবাসি তোকে অনেক কিন্তু তোর মন বুঝা অসম্ভব। আর একটু ভালো হ'য়ে যা।
"তবুও তুমি আমার কাছে সবচেয়ে দামী, সব রাগ,ক্ষোভ, অভিযোগ ছাপিয়ে তোমায় হৃদয় রাজ্যের শাসক ভাবি।অথচ তুমি কি পরিচয় দিবে আমার?" ❤️

Address

Sardah Rajshahi
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Crush & Confession Sardah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category