
08/01/2025
🥰🥰😊
Form: অপরিচিত কেউ একজন
To :Nusrat Jahan Leena
তোমাকে প্রথম দেখছিলাম পাইলট স্কুলের গেটের সামনে। তুমি একটি নীল রংয়ের বোরখা পড়েছিলে। সেদিন এবং সেখান থেকেই তোমার প্রতি আমার এক কিঞ্চিত ভালোবাসার সৃষ্টি হয়। আসলে তোমার চঞ্চল চোখ এবং চঞ্চল স্বভাবই ছিল তোমার প্রতি আমার ভালোবাসা জন্মানোর এক অন্যতম কারণ। কিন্তু এটাই শুধু একমাত্র কারণ ছিল না। বলতে পারো এর থেকেও আরও বড় একটি কারণ ছিল তোমার মুখের মিষ্টি হাসি। তারপরে এই আস্তে আস্তে শুরু হয় তোমার পিছু নেওয়া। কিন্তু কোনদিন বলার সাহস হয়নি। এক পর্যায়ে তোমাকে বলব বলে মনে করেছিলাম কিন্তু তোমার রাগান্বিত স্বভাব আমাকে বেশ ভীত করেছিল। তারপরে আর তোমাকে ওইভাবে দেখা ওঠেনি। কিন্তু আজ হঠাৎ তোমাকে দেখলাম সিটি সেন্টারের কাছে। তোমার হাসিটি এখনো ঠিক আগের মতই মিষ্টি এবং চোখে ঠিক একই রকম চঞ্চল। এবং আমি বারবার তোমার ওই চঞ্চল চোখের প্রেমে পড়ে যাই। আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। যদি জানতে চাও এই ওয়ান সাইড লাভার কে তবে পেজের এডমিনের সাথে যোগাযোগ করে আমার আইডিটি নিতে পারো। আমি তোমাকে সত্যিই অনেক বেশি ভালোবাসি ✨❤️🩹
ধন্যবাদ 🌸🌸🌸