SN Love Blogs

SN Love Blogs I am Neha. I am From Rajshahi.

Permanently closed.

My dream is to present the reality in a good way to reach everyone through my video, it will fulfill my dream...���
My Youtube Channel
https://youtu.be/-UEaZicSJEI
My Facebook Link
https://www.facebook.com/nehitanirneha.ii

02/10/2025

রাঁধুনি এওয়ার্ড প্রাপ্ত আপা একায় বাচ্চার মা হয়সে আদিখ্যেতা দেখা ঘিন্না লাগছে 🙂

02/10/2025

💜💮বর্তমানে আমাদের পরিবারে এখনো অনেক জায়গায় দেখা যায়—শিশুরা মা–বাবার সঙ্গে একই ঘরে বা একই বিছানায় ঘুমায়। প্রথম দিকে এটা প্রয়োজনীয় হলেও বয়স বাড়ার সাথে সাথে শিশুকে আলাদা ঘরে দেওয়া কেন জরুরি, তা অনেকেই জানেন না।

👶 ০–৬ মাস:

নবজাতককে মায়ের খুব কাছেই রাখতে হয়।
বুকের দুধ খাওয়ানো, ডায়াপার বদলানো, সারাক্ষণ যত্ন—সবকিছু মায়ের হাতের নাগালে থাকতে হবে।
👉 তাই এই সময়ে শিশুকে আলাদা করা একেবারেই উচিত নয়।
---

👶 ৬ মাস – ২ বছর:
এই বয়সে শিশু ধীরে ধীরে রুটিন তৈরি করে।
তবে এখনো মা–বাবার কাছাকাছি থাকাটা নিরাপদ।
👉 আলাদা কট বা ছোট বিছানা ব্যবহার করা যেতে পারে, কিন্তু মায়ের ঘরের ভেতরেই রাখা ভালো।

---

👦 ২–৩ বছর:

শিশু কথা বলা, হাঁটা, খেলা—এসব শিখে যায়।
ধীরে ধীরে স্বাধীনতা ও নিজের জায়গার প্রয়োজন অনুভব করে।
👉 এসময় থেকে আলাদা ছোট বিছানা দেওয়া শুরু করা যায়।
---

👦 ৪–৬ বছর:

শিশু মানসিক ও সামাজিকভাবে অনেকটা পরিপক্ক হয়।

সে বুঝতে শেখে—“এটা আমার ঘর, এটা আমার জিনিস।”
👉 এই বয়সে আলাদা রুমে ঘুমানোর অভ্যাস করানো সবচেয়ে ভালো।
---

👦 ৭ বছর বা তার বেশি:

বিশেষজ্ঞরা বলেন, ৭ বছর বয়স পার হলে শিশুকে অবশ্যই আলাদা ঘরে রাখা উচিত।
কারণ, এসময় থেকে শিশু তার গোপনীয়তা (privacy) ও ব্যক্তিত্ব গড়ে তোলে।
👉 একই ঘরে মা–বাবার ব্যক্তিগত জীবনেও তখন অস্বস্তি তৈরি হতে পারে।
---

🌿 কেন শিশুকে আলাদা করতে হবে?

1. স্বাধীনতা তৈরি হয় – শিশুর নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে।
2. আত্মবিশ্বাস বাড়ে – আলাদা ঘরে ঘুমালে সাহসী হয়।
3. গোপনীয়তা শেখে – বড় হওয়ার সাথে সাথে privacy বোঝা জরুরি।
4. শৃঙ্খলা তৈরি হয় – নিজের ঘর গুছানো ও নিজের জিনিসপত্র সামলানো শেখে।
5. মা–বাবার সম্পর্ক সুস্থ থাকে – দাম্পত্য জীবনে ব্যক্তিগত পরিসর (personal space) বজায় থাকে।
---

🚨 দেরি করলে কী ক্ষতি?

শিশু অতি নির্ভরশীল হয়ে যায়।
আত্মবিশ্বাস কমে যায়।
বাবা–মায়ের সঙ্গে মানসিক দূরত্ব তৈরি হয়।
ভবিষ্যতে decision making-এ দুর্বল হয়ে পড়ে।
---

✅ শেষ কথা:

👉 জন্মের পর প্রথম কয়েক বছর মা–বাবার কাছে থাকাটা জরুরি।
👉 তবে ৪–৬ বছরের মধ্যে ধীরে ধীরে আলাদা রুমে অভ্যস্ত করানো সবচেয়ে ভালো সময়।
👉 এতে শিশুর স্বাস্থ্য, মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব—সবকিছু ইতিবাচকভাবে গড়ে ওঠে।

🛑বি:দ্র: পোস্ট পড়ার পর ভালো না লাগলে অসঙ্গতি ও কুরুচিপূর্ণ মন্তব্য করবেন না, এড়িয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।
(Collected)

26/09/2025

মনে রাখবেন যারা আপনার ভালো চায়না আপনাকে সহ্য করতে পারে না তার কাছে আপনার সন্তান কখনো নিরাপদ না,, সুযোগ পেলে মুখোশ ধরে যখন তখন আপনার সন্তানকে গিলে খেতে পারে তাই সতর্ক থাকবেন আর এসব মানুষদের কাছে নিজের সন্তানকে দূরে রাখবেন ❤️

আমাদের নায়িকাদের অনেকেই মনে করেন, ভারী সাজসজ্জা দিলেই হয়তোবা দেখতে বেশি সুন্দরী দেখায় 😒চিত্রনায়িকা নূতন বিশেষ পছন্দ ছিলে...
16/09/2025

আমাদের নায়িকাদের অনেকেই মনে করেন, ভারী সাজসজ্জা দিলেই হয়তোবা দেখতে বেশি সুন্দরী দেখায় 😒

চিত্রনায়িকা নূতন বিশেষ পছন্দ ছিলেন না বলে উনার তেমন কোনো সিনেমার কথা লিখতে পারছি না। ছোটবেলায় সিনেমায় যখন দেখতাম বেশ আকর্ষণীয়ই লাগতো উনাকে।

রোজিনা'র বেশ কিছু সিনেমা পছন্দের ছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে রঙ্গিন রূপবান, দোলনা। উনার গালের তিলটার জন্য বেশি সুন্দর লাগতো উনাকে। যদিও এটা আলগা তিল 🥴 (একটা সাক্ষাতকারে উনি নিজেই বলেছিলেন)।

আর অঞ্জু ঘোষের কথা আলাদা করে লিখবার কিছু নেই। বেদের মেয়ে জোছনা সম্পর্কে সবারই ধারণা আছে।

কিন্তু শেষ বয়সে এসে আমাদের নায়িকাদের এইরকম সাজসজ্জা দেখলে আসলেই হাসি আসে। ফেসবুকে প্রচুর ট্রল হয় উনাদের হাস্যকর গেটাপ নিয়ে।

12/09/2025

দুনিয়াতে এত নাম থাকতে শাশুড়ি আম্মাকে কেন মা ডাকতে হয়❓ যার মধ্যে মায়ের কোন ছিটা ফোটাও নেই.🙂

11/09/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Shahin Fakir, R A JU, Shahel Rana, MD Shaeed

07/09/2025

স্বামীকে পেটের মধ্যের সব কথা বলে দেওয়ার পরে আমার আপন স্বামী মীরজাফরের মতো খোঁচা মাre! 🙂

07/09/2025

আমরা মেয়েরা স্বামীকে ভবিষ্যতের কথা চিন্তা করতে বলি, বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করতে বলি, তাই আমরা ভালো না! 🥲

07/09/2025

ছেলের মা বলতেছে।

শখ করে ছেলেকে বিয়ে করালাম কিন্তু মনের মত বউ পেলাম না"

এই কথা শুনে ছেলের দাদী তখন বলতেছে; "তোমার আর আমার একই কপাল"

21/08/2025

Big shout out to my newest top fans! Sajid Khan, XR Shomik, Md Lutfor Munshi

Address

Rajshahi
6000

Alerts

Be the first to know and let us send you an email when SN Love Blogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SN Love Blogs:

Share