Muhammad Maruf Hasan

Muhammad Maruf Hasan Have a Break

19/09/2021
18/09/2021
09/09/2021
29/06/2021
𝐎𝐧𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐰𝐨𝐫𝐥𝐝’𝐬 𝐦𝐨𝐬𝐭 𝐟𝐚𝐦𝐨𝐮𝐬 𝐬𝐜𝐞𝐧𝐞𝐬 𝐢𝐬 𝐨𝐟 𝐡𝐮𝐧𝐝𝐫𝐞𝐝𝐬 𝐨𝐟 𝐭𝐡𝐨𝐮𝐬𝐚𝐧𝐝𝐬 𝐨𝐟 𝐩𝐢𝐥𝐠𝐫𝐢𝐦𝐬 𝐜𝐢𝐫𝐜𝐥𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐊𝐚’𝐛𝐚𝐡 – 𝐭𝐡𝐞 𝐜𝐮𝐛𝐞-𝐬𝐡𝐚𝐩𝐞𝐝 𝐩𝐥𝐚𝐜...
28/06/2021

𝐎𝐧𝐞 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐰𝐨𝐫𝐥𝐝’𝐬 𝐦𝐨𝐬𝐭 𝐟𝐚𝐦𝐨𝐮𝐬 𝐬𝐜𝐞𝐧𝐞𝐬 𝐢𝐬 𝐨𝐟 𝐡𝐮𝐧𝐝𝐫𝐞𝐝𝐬 𝐨𝐟 𝐭𝐡𝐨𝐮𝐬𝐚𝐧𝐝𝐬 𝐨𝐟 𝐩𝐢𝐥𝐠𝐫𝐢𝐦𝐬 𝐜𝐢𝐫𝐜𝐥𝐢𝐧𝐠 𝐭𝐡𝐞 𝐊𝐚’𝐛𝐚𝐡 – 𝐭𝐡𝐞 𝐜𝐮𝐛𝐞-𝐬𝐡𝐚𝐩𝐞𝐝 𝐩𝐥𝐚𝐜𝐞 𝐨𝐟 𝐰𝐨𝐫𝐬𝐡𝐢𝐩 𝐭𝐡𝐚𝐭 𝐢𝐬 𝐭𝐡𝐞 𝐝𝐢𝐫𝐞𝐜𝐭𝐢𝐨𝐧 𝐨𝐟 𝐩𝐫𝐚𝐲𝐞𝐫 𝐟𝐨𝐫 𝐌𝐮𝐬𝐥𝐢𝐦𝐬 𝐚𝐧𝐲𝐰𝐡𝐞𝐫𝐞 𝐨𝐧 𝐄𝐚𝐫𝐭𝐡.

But the picture above is not of that swirling scene in Mecca, but of a bar magnet surrounded by iron filings. While familiar to anyone who has studied magnetism at school, the picture also reminds us of the metaphorical magnetic essence of the pilgrimage. This idea of being pulled in. Of letting one's heart revolve around God. Circumambulation (or tawāf) is an essentially cosmic movement — it's what the planets and the stars do, it's what the sun and the moon does, it's what electrons do, what the earth does, it's what everything in the universe is doing.

24/06/2021

TEASER🙃

02/06/2021

June 2019.... অনেক কাল আগের eDit 🥴😅
✆✆✆✆✆✆✆✆✆
🗣️©Ashish chanchlani

02/05/2021

বিশ্ববিদ্যালয়ে টিকিতে পারি নাই।
তাই গাজা আর আফিংয়ে বুদ হইয়া নীমিতলােচনে
ভাবিতেছিলাম যে, বিশ্ববিদ্যালয়গুলােতে যদি প্রশ্ন ফাঁস আর
দাদা দাদির কোটা না থাকিত, তাহলে টিকিতে পারিতাম কি না।
এমত সময়ে একটি ক্ষুদ্র শব্দ আসিল, ভাবি
চাহিয়া কিছুই দেখিলাম নাহ। প্রথমে ভেবেছিলাম
বিশ্ববিদ্যালয়ের আচার্য আমার নিকট নারীরুপে আফিং ভিক্ষা
করতে আসিল।
প্রথম উদ্যমে কিছুটা পাষাণবং কঠিন হইয়া বলিব মনে
করেছিলাম যে, তােমরা ত প্রশ্ন ফাঁস ঠেকাইতে পার না, তােমার
আবার কিসের আফিং।
তখন চক্ষু চাহিয়া দেখিলাম যে আচার্য নহে পাশের বাসার ভাবি।
আমার মা কে না পাইয়া আমার নিকট আসিল,
আর বলিয়া উঠিল তার কোন ভাইয়ের মেয়ের বান্ধবীর খালাত
ভাইয়ের বােন্দু নাকি ঢাবিতে ১০ হইয়াছে।
ভাবি বয়সে বড়। তাই তাহাকে কিছু বলিতে পারিলাম নাহ।
তবে চীরায়ত প্রথা অনুসারে ভাবি আমাকে সকাতরচিওে লাঠি
নিয়ে ঠেঙ্গাইতে উদ্ধত হইলেন তিনিত আর মানুষরুপে কুলাঙ্গার
হইতে চান না।
আমি বললাম থাম।
মারপিট কেন?
স্থির হইয়া একটুখানি আফিং খাইয়া বিচার করিয়া দেখ দেখি।
এদেশে নামকরা বিশ্ববিদ্যালয়
ঢাবির প্রশ্ন ফাঁস, জাবির প্রশ্ন ফাঁস, জবির সীট নাই,
শাহজালালের প্রশ্ন কঠিন থেকে কঠিনতর
তাহলে আমাদের বেলা পাব্লিক বিশ্ববিদ্যালয়েরর পথ খােলা
নাই?
দেখ আজ সমাজের শিরােমণিরা প্রশ্ন ফাঁস,ডিভাইস আর দাদা
দাদির কোটা দিয়া বিশ্ববিদ্যালয় টিকিয়া যায়।
আর আমাদিগের দশা দেখনাই দাদা দাদির কোটা,আমরা
সমাজের শিরােমণি নই?
তাহলে আমার মত কম মেধাবীরা কি সবসময় ২য় বার
প্রতিযােগী হইবে?
থাম ভাই
তােমার কথাগুলাে ভারি সােশিয়ালিষ্টিক, সমাজবিশৃঙ্খলার মূল।
বলিলাম প্রতিবার যারা ডিভাইস দিয়া পরীক্ষা দেয়,প্রশ্ন ফাঁস
করে তাদের আবার পরীক্ষা লও, তারা যদি ফেল নাহ করে
তাহলে তুমি আমাকে ঠেঙ্গাও আমার আপত্তি নাই।
আমাকে বুঝানাে দায় হল,
বিজ্ঞ লােকের মতে যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে
উপদেশ প্রদান করিবে।
বলিল ইহা নীতিবিরুদ্ধ কথা
ইহার আন্দোলনে পাপ আছে।
তুমি বরং সকল চিন্তা বাদ দেও।
আর ২য় বার বিশ্ববিদ্যালয়ের জন্যপ্রস্তুতি লও, চাইলে তুমি
মেডিকেলের প্রস্তুতি নিতে পার।
আমি বলিলাম মেডিকেলর বিশেষ প্রয়ােজন নাই তবে ২য় বার
বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি ক্ষুদ্রানুসারে বিবেচনা করা যাইতে পারে।
ভাবি বিদায় হল। একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে
আলােকে আনিয়াছে ভাবিয়া তার মনে আনন্দের চিহ্ন দেখা
মিলল।।

"Survival for fittest, But i not even fit"1900-1950  এই সময়টা বিশ্বব্যপী নাস্তিকতা অনেক দ্রুত বাড়ছে। তার পিছনে অনেক বড় হ...
06/03/2021

"Survival for fittest, But i not even fit"

1900-1950 এই সময়টা বিশ্বব্যপী নাস্তিকতা অনেক দ্রুত বাড়ছে। তার পিছনে অনেক বড় হাত ছিল ডারউইন সাহেবের। তার তত্ত টা না শোনা বান্দা কমই আছে। বানর থেকে মানুষ আসছে। like seriously!
আজ একটু গুগল/ইউটিউব করলেই জানা যায় যে তার তত্ত অনেক আগেই ভুল প্রমানিত হইছে। তার পরও আমরা তার তত্ত ssc-hsc তে পড়ে আসছি৷ যে জিনিস টা ভুল তা সিলেবাসে বার বার পড়ানোর প্রয়োজন টাই বা কি?

আমি জানিনা তার ইসলামিক বিশ্বাস কতটা ছিলো। শুধু ইসলাম কেনো, সকল ধর্মেই আত্মহত্যা মহাপাপ। তার পরও কেনো? সে কি ডারউইন এর তত্তে বিশ্বাসী!?

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Muhammad Maruf Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category