Afrina Akter Rifa

Afrina Akter Rifa I Love Allah ❤
(1)

26/12/2025

✨বছরের শেষ শুক্রবার আমাদের মনে করিয়ে দেয়—
সময় থেমে থাকে না, কিন্তু তাওবার দরজা এখনো খোলা।
আল্লাহ, আমাদের ক্ষমা করুন এবং সঠিক পথে স্থির রাখুন।
আমিন।✨

26/12/2025

আজ বছরের শেষ শুক্রবার।
ভুল, কষ্ট, ব্যর্থতা—সবকিছু আল্লাহর কাছে সোপর্দ করে
নতুন বছর শুরু করতে চাই পরিষ্কার হৃদয় আর দৃঢ় ঈমান নিয়ে।
🤍🤲

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহ ওসমান হাদির আত্মত্যাগকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। এই...
19/12/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ ওসমান হাদির আত্মত্যাগকে কবুল করুন, শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

এই পৃথিবীতে ন‍্যায়, সততা নিয়ে বেঁচে থাকা আসলেই কঠিন। যেকল মানুষ ন‍্যায়ের পথে তাদেরকে বাঁচতে দেওয়া হয় না।

05/12/2025

মানুষের ভালো-মন্দ, সুখ-দুঃখ সবই আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। কারো জীবনে সুখ বেশি, কারো জীবনে কষ্ট বেশি—কিন্তু কষ্টটা কখনোই শাস্তি নয়, বরং উন্নতির সুযোগ। হয়তো আল্লাহ আমাদেরকে একটু বেশি কাছে ডাকতে চান বলেই কষ্ট দেন। মনে রেখো, যে বান্দা কষ্টের সময়ও হাসিমুখে ‘আলহামদুলিল্লাহ’ বলতে পারে, তার জন্য আল্লাহর কাছে বিশেষ রহমত সংরক্ষিত থাকে। তাই যা কিছুই হোক, দোয়া করুন , নামাজে স্থির থাকুন এবং তাওয়াক্কুল করুন । একদিন সব ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ।"

05/12/2025

"জীবনে প্রতিবন্ধকতা আসতেই পারে, ভুল হতেই পারে, মানুষ হতাশও হয়ে যায়… কিন্তু থেমে যাওয়া কোনো সমাধান নয়। যেখানেই দাঁড়িয়ে আছো, সেখান থেকেই নতুনভাবে শুরু করা যায়। মনে রেখো—তোমার ছোট্ট একটি পদক্ষেপও তোমাকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যেতে পারে। নিজের উপর বিশ্বাস রাখো, ধৈর্য ধরো এবং চেষ্টা করে যাও। একদিন সবকিছু তোমার পক্ষে চলে আসবে—কেবল হাল ছেড়ো না।"

05/12/2025

✨"কখনো কখনো জীবনের ছোট ছোট মুহূর্তই সবচেয়ে বড় সুখ নিয়ে আসে। একটা হাসি, একটু ভালোবাসা, ভোরের রোদ, শান্ত হাওয়া—সবকিছুই আলহামদুলিল্লাহ বলার মতো উপহার। তাই আজকের দিনটাকে সুন্দর করে কাটাও, ভালোবাসা ছড়িয়ে দাও, কারো জন্য একটু ভালো কিছু করো। কারণ তোমার ছোট্ট দয়া কারো পুরো দিন বদলে দিতে পারে।"✨

30/11/2025

"আমাদের জীবনে যত কষ্টই আসুক, এক জিনিস কখনো ভুলে যেও না—আল্লাহ কখনো মানুষের উপরে তাঁর সহ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। মাঝে মাঝে পরীক্ষাগুলো কঠিন মনে হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তগুলোতেই আমরা সবচেয়ে শক্তিশালী হয়ে উঠি। হৃদয়ে সবসময় তাওয়াক্কুল রাখুন , কারণ আমাদের হিসাব ভুল হতে পারে, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। আলহামদুলিল্লাহ—প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত, প্রতিটি ছোট সুখের জন্য।"

30/11/2025

✨"নামাজ হলো শান্তির চাবি। দেরি না করে আজই পাঁচ ওয়াক্ত নামাজে অভ্যস্ত হই।"✨

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Afrina Akter Rifa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share