
23/07/2025
মিরপুরে বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে।
মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে..
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এসেছে
এগুলো কি পরিকল্পিত নাকি?
একটা দামাচাপা দিতে আরেক টা সামনে আসসে না তো?
আজ আমার মিরপুর সারে ১১ তে আগুন,,
বুঝলাম না কিছু, এমন না করে সারা দেশে আগুন দে মইরা যাই সবাই, এ দেশে থেকে কি হবে,, বাবা মা শুধু তাদের সন্তানদের হারাচ্ছে।
শা*লা*র রাজনীতি দল, মানুষের লাশ নিয়েও রাজনীতি করতাছে।
সংগৃহীত