Rifat Ratul fan's

Rifat Ratul fan's এই পেজটি মূলত ইসলাম প্রচারের জন্য তৈর?

09/09/2022

ভালোবাসার মানুষকে বিয়ে করার ৫টি টিপস 🙂

09/09/2022

বর্তমানের কিছু ওয়াজি হুজুররা বয়ানের সময় যেসব কথা ৩০ সেকেন্ডে বলা যায় তা বলতে ৩০ মিনিট লাগায় দেয় ।
ধরেন, এক হুজুর ওয়াজ করছে-

স্বামী বাসর ঘরে ঢুকলো । বাসর ঘরে ঢুকে দেখে স্ত্রী বিছানায় বসে আছে । কই বসে আছে?
-বিছানায় বসে আছে ।
-দ্যা ওয়াইফ ইজ সিটিং অন বেড । স্বামী দেখলো তার স্ত্রী বিছানায় বসে আছে । আস্তে করে স্ত্রীর পাশে বসলো । স্ত্রীকে সালাম দিলো । আসসালামু আলাইকুম । সালাম দেয়া সুন্নত । স্ত্রীকে সালাম দেয়াও সুন্নত । স্ত্রীকে সালাম দেয়া... (পাবলিক সমস্বরে- সুন্নন্নন্ননত)
স্ত্রীকে সালাম দেয়া সুন্নত । সালাম দেয়া সুন্নত আর সালামের জবাব দেয়া?
-ওয়াজিব ।
-জোরে বলেন ঠিক কি না?

স্ত্রী উত্তর দিলো- ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ... আমাদের দেশের স্বামীরা কি স্ত্রীদের সালাম দেয়? আপনারা দেন? কয়জন দেন হাত তোলেন তো...

ঐ দিকে পাবলিক বিরস মুখে অধির হয়ে অপেক্ষা করছে বাসর রাতের আসল ঘটনা শোনার জন্য । 🥱

[ইহা কাল্পনিক মাত্র]

31/08/2022

রাষ্ট্রভাষা বাংলা চাই,
ইংলিশ ছাড়া চাকরি নাই,
হিন্দি ছাড়া অনুষ্ঠান নাই।

28/08/2022

জান্নাতে বিচ্ছেদ নেই। মৃ-ত্যু নেই। ঘুম নেই। হিংসা-বিদ্বেষ নেই। ক্লান্তি নেই। কান্না নেই। রোগবালাই নেই। জান্নাতে নবীজি সাঃ-কে দেখা যাবে। রব্বে কারীমকে দেখা যাবে। সুবহানাল্লাহ। 🖤

28/08/2022

বিয়ের আগে আপনি যাদের সাথে থাকার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছেন, সব পরিকল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত তাদের সাথে সম্পর্কটাই আর থাকে নাই। মাঝখান থেকে শুধু আপনার মনটা ভেঙ্গেছে, জীবন থেকে অনেকগুলো সময় চলে গিয়েছে, অনুভূতিগুলো পুড়ে ছারখার হয়েছে, জীবন যুদ্ধে আপনি পিছিয়ে পড়েছেন। তাহলে কেনো এই হারাম বিড়ম্বনা?!

25/08/2022

বাইপেল থেকে গুলিস্তান যাচ্ছিলাম। পথে খাস পর্দাওয়ালী একজন বোন বাসে উঠলো। বাসে কোনো সীট ছিলোনা বলে সে দাঁড়িয়েই রইলো। বাসে কিছু মাদ্রাসার ছাত্রও ছিলো বলে মনে হলো।

সবাই দেখছে পুরো বাসে শুধুমাত্র সেই মেয়েটি একাই দাঁড়িয়ে আছে এবং জোরে জোরে ব্রেক কষার ধাক্কায় রীতিমতো তার কষ্ট হচ্ছে, সে দাঁড়িয়ে থাকতে পারছে না কিন্তু কোনো আল্লাহর বান্দা একটু দাঁড়িয়ে তাকে বসতে দিলো না কারন তারা সীটের ভাড়া দিয়েছে আর সীট ছেড়ে উঠলে তাদের গুনাহ হবে!

কিন্তু কেও বুঝলো না আল্লাহ হয়তো আপনাকে আমাকে একটি সওয়াব কামানোর সুযোগ করে দিয়েছেন বা আমলে সলেহ করার একটি সুযোগ দিয়েছেন!

আফসোস হচ্ছে সেই মাদ্রাসাপড়ুয়া ভাইদের জন্য, যারা সামান্য কিছু ভাড়ার সীটের জন্য এতোবড় সওয়াব থেকে বঞ্চিত হলো। তারা কুরআন পড়ছে ঠিকই; ভিতরে ধারন করতে পারে নাই। তাদের মধ্যে এখনো ভালো-মন্দ বোধ কাজ করা শুরু করে নাই। জানিনা কবে থেকে শিখবে তারা!💔

19/08/2022
19/08/2022

এই পেজটি মূলত ইসলাম প্রচারের জন্য তৈরি করা হয়েছে।
পেইজটা ভালো লাগলে পাশে থাকিয়েন ।

Address

Dhaka
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rifat Ratul fan's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rifat Ratul fan's:

Share

Category