TANIM Information GK Group

TANIM Information GK Group Famous summary

28/01/2025
20/09/2022

মহিলা ফুটবল দলের শিরোপা জেতায় যারা অতি উৎফুল্ল, মেডিকেল ভর্তি পরীক্ষায় পর্দানশীন মেয়ে প্রথম স্থান অধিকার করার ঘটনায় তাদের এতো উৎফুল্ল হতে দেখা যায় নি কেন? তবে কি তাদের লক্ষ্য নারীর উন্নতি নাকি উন্নয়নের নামে নারীর উন্মুক্ত উপস্থাপন?

যারা নারী ফুটবলারদের দিয়ে এদেশে 'ধর্মবিদ্বেষ' কায়েম করতে চাইছেন, তাদের ভাবখানা এমন যেন মহিলা ফুটবল দল নেপালের বিরুদ্ধে খেলতে নামে নি, বরং ইসলামের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল! বাস্তবতা হলো, এদেশের মানুষ ধর্মপরায়ণ। খেলোয়াড়রাও এর বাহিরে নন।

আপনারা যাদের ‘ইউজ’ করে ইসলামবিদ্বেষ ছড়াচ্ছেন, তাদের একজন আল্লাহর উপর ভরসার কথা লিখে ফেসবুকে পোস্ট করেছেন। আরেকজন মাকে নামাজ-রোজা করতে বলেছেন। কখনো আবার পুরো দল সিজদায় লুটিয়ে পড়ে। এ থেকে পরিষ্কার যে, তারা মুসলমানের সন্তান। তারা আমাদেরই বোন। হয়তো ইসলাম সম্পর্কে সঠিক ধারণা তাদের নাই। যারা পাহাড়ী আছেন, তারাও আমাদের অংশ।

তাছাড়া এসব মেয়েরা নিতান্ত গরীব ঘরের সন্তান। যদি তারা একটু সচ্ছল ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতেন তাহলে তাদের কয়জন ফুটবলকে পেশা হিসেবে বেছে নিতেন সেটা প্রশ্ন সাপেক্ষ বিষয়।

সুতরাং এদের দিয়ে ইসলাম বিদ্বেষ ও আলেমদের প্রতি ঘৃণার চাষাবাদ ধর্মপ্রাণ মুসলমানদের এই দেশে সফল হবে না। বরং তাদের মধ্যে সামান্য দা’ওয়াতী কাজ করা গেলে এরা একেকজন হাজারো মানুষের হেদায়েতের কারণ হতে পারেন ইন শা আল্লাহ।

তবে এটা সত্য যে, যেটাকে খেলা বলা হচ্ছে সেটা মূলত: একটা সাংস্কৃতিক যুদ্ধ। সেই যুদ্ধে যাদের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে অনেক সময় তারা নিজেরাও জানেন না যে, সামান্য পয়সার বিনিময়ে তাদের কোন্ কাজে ইউজ করা হচ্ছে। মহান আল্লাহ তাদের ও ইসলামের প্রতি বিদ্বেষ লালনকারীদের হেদায়েত দান করুক ।

09/09/2022

২২ বছর বয়সেই তিতুমীর কলেজ ছাত্র নয়ন গড়েছেন নিজের প্রতিষ্ঠান। যুক্ত করেছেন ২০০ বাংলাদেশি ও ১০০ ফিলিপিনো তরুণ-তরুণীকে। কর্মীদের মাসিক বেতন দেন প্রায় এক কোটি টাকা।

তিনি স্নাতক (২০১৭- ১৮) শিক্ষাবর্ষে তিতুমীর কলেজে, ইংরেজি ।

24/08/2022
03/08/2022

চলছে Freehand Writing-এর ধারাবাহিক ক্লাস
সপ্তাহে দুই দিন রবিবার ও মঙ্গলবার |
অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে, যারা নতুন তাদের সুবিধার্থে প্রথম কমেন্টে সকল ক্লাস সাজিয়ে দিলাম |

29/07/2022
29/07/2022
29/07/2022
28/07/2022
Basic Vocabulary বইটি ২৩% ছাড়ে এখন rokomari.com ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে
28/07/2022

Basic Vocabulary বইটি
২৩% ছাড়ে এখন rokomari.com
ওয়েব সাইটে পাওয়া যাচ্ছে

24/07/2022

দুই মিনিট সময় থাকলে লেখাগুলো পড়বেন! আশা করি এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগলেও আপনি একটু লাইফ নিয়ে সচেতন হবেন।
নমস্কার এবং আদাব। আমি নরসিংদী সরকারি কলেজের এইচ.এস.সি. ২১ শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী।

আজ আমি আমার জীবনের একটা বাস্তবিক উদাহরণ আপনাদের সাথে শেয়ার করব। আমি আমার জীবনে কখনো A+ পাইনি। তার কারণ হচ্ছে আমি কখনো লেখা-পড়া নিয়ে সিরিয়াস ছিলাম না। এমনি করতে করতে এস.এস.সি. পরীক্ষা দিই। যদিও তেমন প্রস্ততি ছিল না তাও যে রেজাল্ট পাই তাতে আমিসহ আমার পরিবারের সবাই আমাকে নিয়ে চিন্তায় পড়ে যায়। আমার রেজাল্ট আসে ৩.৯৪। কিন্তু জীবনের এই ধাক্কাটার পরেও নিজেকে শুধরাইনি, চেষ্টাও করি নি। কারণ আমাকে কেও তর্কে হারাতে পারত না। নিজে ভুল হলেও নিজের কথায় স্থির থাকতাম।

এমনি চলতে চলতে একটা সময় দেশসহ সারা বিশ্বে মহামারী COVID-19 এর বিপর্যয় দেখা দেয়। বন্ধ করে দেওয়া হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। তখন ঐই মৃত্যুর ভিড়ে যখন দেখি বাবা পরিবারকে জীবন্ত রাখতে প্রতিটা মুহূর্ত লড়ে যাচ্ছেন জীবন----যুদ্ধের এই সন্ধিক্ষনে তখন নিজের ভিতরের চেতনা জাগ্রত হয়। তখন থেকে শুরু করি নতুন জীবনের এক অধ্যায়। কথায় আছে " মানুষ জীবনে একবারই জন্মায়। " কিন্তু আমার জন্ম হয়েছিল ঐই দিনটির পর থেকে। তারপর এই চেতনার সাথে এইচ.এস.সি. পরীক্ষা দেই। সৃষ্টিকর্তার কৃপায় তিন বিষয়েই ৯০+ পাই।

কিন্তু এস.এস.সি. তে যেই পাপ করিছিলাম তা থেকে কি আর মুক্তি আছে? বাংলা, ইংরেজি তে A- থাকার কারনে GPA 4.83 আসে রেজাল্ট। কিন্তু ঐইটা নিয়ে দুঃখ প্রকাশ করার মত সময় ছিল না। কারন সামনেই আমার University entrance admission exam। আমি মনে প্রাণে বিশ্বাস করতাম যে যদি আপনার উদ্দেশ্য পবিত্র হয় আর আপনি নিজের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান তাহলে ব্যর্থতা আপনার সফলতার পথে কখনোই বাঁধা হয়ে দাড়াবে না। আর তাই হয় এস.এস.সি. ৩.৯৪ নিয়েও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে৷ ৭০৬ মেধাক্রমে উত্তীর্ণ হই।

আমি জানি এইটাই জীবনের চরম সফলতা না। তবে আমার অগোছালো জীবনে এই প্রাপ্তি আমার জন্য অনেক।
আমার মত অনেকেই আছেন যারা নিজেদের জীবনের এই সময়টার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি বলব, সময় বেশি পার হয় নি। জিবনটাকে বুঝুন, নিজেকে চিনুন। সবসময় মনে রাখবেন লাইফে কাম ব্যাক করার কোনো সঠিক সময় থাকে না।

আপনি যখন জীবনের মর্ম বুঝবেন আপনার জীবন তখন থেকেই শুরু হবে।
নিজ নিজ জায়গা থেকে সবাই এগিয়ে যান।
সবার জন্য শুভ কামনা রইল।
আশা করি দেখা হবে এক সফলতার মঞ্চে। আমার জন্যও সবাই আর্শীবাদ এবং দোয়া করবেন। আপনার মূল্যবান সময়টুকু দিয়ে পরার জন্য ধন্যবাদ.

ভর্তি প্রস্তুতিতে জয়কলি’র ব্যবসায় শিক্ষা সেটের সকল বই ছিলো আমার হাতিয়ার। তীব্র প্রতিযোগিতার এই সময়ে আমার পরামর্শ থাকবে একাদশ শ্রেণি থেকেই প্রস্তুতি শুরু করার। মনে রাখবে অল্প অল্প পড়বে, কিন্তু প্রতিদিন পড়বে।

আপন দাস
সি ইউনিট মেধাক্রমে- ৭০৬ (ঢাকা বিশ্ববিদ্যালয়)
বিঃ দ্রঃ ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

Address

Rajshahi

Telephone

+8801704805169

Website

Alerts

Be the first to know and let us send you an email when TANIM Information GK Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share