06/04/2025
আপনি আমি হয়তো, দুখি মানুষ গুলোর পাশে যেতে পারছি না, কিন্তু আপনার আমার দোয়া আল্লাহর দরবারে পাঠাতে পারি, আল্লাহ কার মুখের উছিলায় কবুল করবেন জানিনা,
আপনি মুসলিম হইলে এটি পরবেন ই ইনসা আল্লাহ।
اللَّهُمَّ انْصُرْ إِخْوَانَنَا فِي فِلِسْطِين، وَكُنْ مَعَهُمْ، وَارْفَعْ عَنْهُمُ الْبَأْسَ وَالضُّرَّ، وَارْزُقْهُمُ الصَّبْرَ وَالثَّبَاتَ، وَقَوِّ إِيمَانَهُمْ، وَارْزُقْهُمُ النَّصْرَ عَلَى الْقَوْمِ الظَّالِمِينَ
উচ্চারণ:
আল্লাহুম্মানসুর ইখওয়ানানাফি ফিলিস্তীন, ওয়াকুন মা’আহুম, ওয়ারফা’ আনহুমুল বা’সা ওয়াদ-দুররা, ওয়ারযুকহুমুস সাবরা ওয়াস সাবাত, ওয়াক্বাব্বি ঈমানাহুম, ওয়ারযুকহুমুন নাসরা আলাল কওমিয্ জ্বালিমীন।
হে আল্লাহ! ফিলিস্তিনে আমাদের নির্যাতিত ভাই-বোনদের সাহায্য করুন। আপনি তাদের পাশে থাকুন, তাদের উপর থেকে বিপদ ও কষ্ট দূর করুন। তাদের ধৈর্য ও স্থিরতা দিন। তাদের ঈমানকে মজবুত করুন। এবং তাদেরকে জালিমদের বিরুদ্ধে বিজয় দান করুন।
হে আল্লাহ! ইসরায়েলের জালিম বাহিনী ও তাদের সহায়তাকারীদের আপনি ধ্বংস করে দিন। তাদের ষড়যন্ত্র ব্যর্থ করে দিন। তাদের অন্তর কাপিয়ে দিন, তাদের উপর আপনার কঠিন আজাব নাজিল করুন, যেভাবে আপনি ফিরআউন, নমরুদ ও আবরাহার উপর আপনার গজব নাজিল করেছিলেন।
হে পরাক্রমশালী রব! শহীদদের জান্নাতুল ফিরদাউস দান করুন, আহতদের শেফা দিন, বন্দিদের মুক্তি দিন, এতিমদের আশ্রয় দিন এবং মাতৃহীন সন্তানদের হৃদয়ে শান্তি দিন।
হে রহমতের মালিক! বিশ্ববাসীর হৃদয়ে দয়া জাগ্রত করুন, যাতে তারা এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। আপনি আমাদের সবাইকে সঠিক পথে চালিত করুন এবং জালিমদের হাত থেকে রক্ষা করুন।
আমিন, ইয়া রাব্বাল আলামিন।