CT School

CT School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CT School, Digital creator, Rajshahi.

নতুন প্রজন্মের মধ্যে (critical thinking) ও শিক্ষার প্রতি শিক্ষার্থীদের কৌতূহল বৃদ্ধি। বাংলাদেশের একটি শিক্ষাব্যবস্থা যেখানে শিক্ষা হবে নৈতিক, সৃজনশীল, উদ্ভাবনের এবং উদ্দেশ্য হবে জনহিতকর।
"ভাবো, প্রশ্ন করো, শিখো" এটাই পরিবর্তনের সহজ প্রতিপাদ্য।

01/12/2025

Chuang Tzu ;;
“পুরস্কার আর শাস্তি—এ দু’টি হলো শিক্ষার সবচেয়ে নিচু স্তর।”

ফ্রান্সিস বেকন ;;“মানুষের মধ্যে সবচেয়ে বড় উত্থান–পতন হল সম্প্রদায় এবং ধর্মের উত্থান–পতন।” — ফ্রান্সিস বেকন।ফ্রান্সিস ...
01/12/2025

ফ্রান্সিস বেকন ;;
“মানুষের মধ্যে সবচেয়ে বড় উত্থান–পতন হল সম্প্রদায় এবং ধর্মের উত্থান–পতন।” — ফ্রান্সিস বেকন।
ফ্রান্সিস বেকন (১৫৬১–১৬২৬) ছিলেন ইংরেজ দার্শনিক, বিজ্ঞান বিপ্লবের অন্যতম স্থপতি এবং আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির জনক। আইন, রাষ্ট্রনীতি ও জ্ঞানতত্ত্ব—সব ক্ষেত্রেই তিনি নিজের তীক্ষ্ণ বুদ্ধি ও বিশ্লেষণী শক্তির ছাপ রেখে গেছেন। বেকনের ধারণা ছিল, সত্য খুঁজে পেতে হলে পর্যবেক্ষণ, পরীক্ষা ও যুক্তির ওপর দাঁড়াতে হবে। তিনি এমন এক যুগে বাঁচতেন যখন ইউরোপে ধর্মীয় সংঘাত, রাজনৈতিক রূপান্তর এবং জ্ঞানবিপ্লব একসাথে সমাজকে টেনে নিয়ে যাচ্ছিল। সেই অস্থিরতার ভেতর থেকেই তিনি মানুষের মানসিকতা ও সমাজের পরিবর্তনশীল প্রকৃতি নিয়ে গভীর উপলব্ধি তৈরি করেন।
উক্তিটিতে বেকন দেখাতে চেয়েছেন—মানুষের জীবনে সবচেয়ে তীব্র পরিবর্তন ঘটে তখনই, যখন ধর্মীয় গোষ্ঠী, মতবাদ বা সম্প্রদায় বদলায়। কারণ এসব পরিবর্তন মানুষের বিশ্বাস, পরিচয়, সংঘাত, ঐক্য—সব কিছুর মূল শিকড়ে আঘাত করে। একেকটি মতবাদের উত্থান সমাজকে গড়ে তুলতে পারে, আবার পতন সমাজকে ভেঙেও দিতে পারে। বেকনের কথা আজও প্রাসঙ্গিক, কারণ আধুনিক বিশ্বেও রাজনৈতিক দল, ধর্মীয় ব্যাখ্যা বা মতাদর্শ পরিবর্তন—মানুষের জীবন, রাষ্ট্র এবং সংস্কৃতিতে সবচেয়ে শক্তিশালী টালমাটাল সৃষ্টি করে।

Chuang Tzu ;;“পুরস্কার আর শাস্তি—এ দু’টি হলো শিক্ষার সবচেয়ে নিচু স্তর।”চুয়াং ত্‌সু (Chuang Tzu), যিনি ঝুয়াংজি নামেও পরিচ...
01/12/2025

Chuang Tzu ;;
“পুরস্কার আর শাস্তি—এ দু’টি হলো শিক্ষার সবচেয়ে নিচু স্তর।”
চুয়াং ত্‌সু (Chuang Tzu), যিনি ঝুয়াংজি নামেও পরিচিত, ছিলেন খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দীর এক গভীর চিন্তাশীল দার্শনিক এবং দাওবাদী দর্শনের অন্যতম প্রধান মুখ। তার রচনায় আমরা দেখি স্বাধীনতা, প্রাকৃতিকতা এবং মানুষের অভ্যন্তরীণ মুক্তির প্রতি তীব্র আকর্ষণ। তিনি কঠোর নিয়ম, সামাজিক বাধ্যবাধকতা বা ক্ষমতার দম্ভকে মূল্য দেননি—বরং বিশ্বাস করতেন যে জীবনের প্রকৃত জ্ঞান আসে স্বাভাবিকভাবে বাঁচা থেকে, নিজের মনের ভেতরের সত্যকে চিনে নেওয়া থেকে। তার লেখা Zhuangzi আজো পূর্ব দর্শনের সবচেয়ে মুক্তচিন্তার গ্রন্থগুলোর একটি।

“Rewards and punishments are the lowest form of education”—উক্তিটি মূলত মানুষকে বাহ্যিক চাপে নয়, অভ্যন্তরীণ উপলব্ধিতে শিক্ষিত করার আহ্বান। চুয়াং ত্‌সু দেখিয়েছেন, পুরস্কার দিলে কাজ করানো আর শাস্তি দিয়ে বাধ্য করা—দুটিই মানুষের চরিত্র গঠনের সবচেয়ে নিচু স্তর। এগুলো আচরণ বদলায়, কিন্তু মন বদলায় না। প্রকৃত শিক্ষা হলো যখন মানুষ নিজেই বুঝতে শেখে, প্রশ্ন করে, নিজের ভেতর থেকে নৈতিক বোধ জাগায়। তার ধারণা অনুযায়ী, যে সমাজ শুধু পুরস্কার-শাস্তির মাধ্যমে চলে, সেখানে সৃজনশীলতা কমে যায়, মানুষ ভয় পায় সত্য বলতে। তাই চুয়াং ত্‌সুর মতে, উচ্চস্তরের শিক্ষার লক্ষ্য হওয়া উচিত মুক্ত চিন্তা, আত্মজ্ঞান ও স্বতঃস্ফূর্ত মানবিক বোধ তৈরি করা।

আলবার্ট আইনস্টাইন ;;অত্যন্ত বুদ্ধিমান মানুষ কেন একা সুখী থাকে—এই ধারণা আলবার্ট আইনস্টাইনের জীবনের সাথে বেশ মিলে যায়। জার...
01/12/2025

আলবার্ট আইনস্টাইন ;;
অত্যন্ত বুদ্ধিমান মানুষ কেন একা সুখী থাকে—এই ধারণা আলবার্ট আইনস্টাইনের জীবনের সাথে বেশ মিলে যায়। জার্মানিতে জন্ম নেওয়া আইনস্টাইন (১৮৭৯–১৯৫৫) ছিলেন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের এক বিপ্লবী চরিত্র, যিনি Theory of Relativity দিয়ে আধুনিক বিজ্ঞানের মানচিত্রটাই পাল্টে দেন। তিনি সামাজিকভাবে খুব বন্ধুবৎসল হলেও গভীরভাবে অন্তর্মুখী ছিলেন। একাকিত্বকে তিনি সৃজনশীলতার জন্য অপরিহার্য মনে করতেন। নিয়মিত তিনি বলতেন, শোরগোলের ভিড়ে নয়—চুপচাপ, নিজের ভেতর ডুবে থাকার সময়েই সত্যিকারের চিন্তা জন্ম নেয়। গবেষণায়ও দেখা যায়, উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন মানুষ সামাজিক উত্তেজনা বা ভিড়ের তুলনায় একান্ত সময়েই তাদের মানসিক এনার্জি সবচেয়ে ভালোভাবে ব্যবহার করতে পারে—Einstein ছিল তার এক নিখুঁত উদাহরণ।

আইনস্টাইনের বিখ্যাত উক্তি: “I live in that solitude which is painful in youth, but delicious in the years of maturity.”—এই লাইনটা তাঁর জীবনদর্শনকে পুরোপুরি ব্যাখ্যা করে। তরুণ বয়সে একাকিত্ব তাকে কষ্ট দিত, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তিনি বুঝেছিলেন—এই নীরবতা আসলে তার বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার শক্তি। আরেক জায়গায় তিনি বলেন, “The monotony and solitude of a quiet life stimulates the creative mind.” অর্থাৎ, শান্ত, সরল, ভিড়-বর্জিত জীবনের মধ্যেই চিন্তার জন্মশক্তি থাকে। তাই গবেষণায় উঠে আসা ‘highly intelligent people are happiest alone’—এই ধারণা শুধু পরিসংখ্যানের কথা নয়; Einstein-এর জীবনই তার বাস্তব প্রমাণ।

জর্জ অরওয়েল ;;"আপনি যতই সত্য অস্বীকার করুন না কেন, সত্য টিকে থাকে।George Orwell—একজন লেখক নন, সত্যের নির্মম ক্রনিকলার। ...
30/11/2025

জর্জ অরওয়েল ;;
"আপনি যতই সত্য অস্বীকার করুন না কেন, সত্য টিকে থাকে।
George Orwell—একজন লেখক নন, সত্যের নির্মম ক্রনিকলার। ১৯০৩ সালে ভারতবর্ষে জন্ম, পরে ব্রিটেনে বেড়ে ওঠা Orwell জীবনের অভিজ্ঞতা, উপনিবেশিক প্রশাসনে চাকরি, যুদ্ধের ভয়াবহতা—সবকিছু তাকে এক কঠোর সত্যবাদীতে পরিণত করেছিল। 1984 এবং Animal Farm-এর মতো বই দিয়ে তিনি দেখিয়েছেন ক্ষমতা, প্রোপাগান্ডা, মিথ্যা আর নজরদারির প্রকৃত রূপ। তার লেখা আজও অস্বস্তিকরভাবে প্রাসঙ্গিক—কারণ তিনি মানুষের আচরণ, রাষ্ট্রের কৌশল এবং সত্যকে বিকৃত করার কলাকে খুব গভীরভাবে ধরতে পেরেছিলেন।

"আপনি যতই সত্য অস্বীকার করুন না কেন, সত্য টিকে থাকে"—এই লাইনটা যেন একটি সতর্কবার্তা। ক্ষমতা মিথ্যা দিয়ে শাসন করতে পারে, মানুষ সুবিধার জন্য সত্যকে এড়িয়ে যেতে পারে, কিন্তু সত্যের প্রকৃতি হলো—এটা অপেক্ষা করে, ধীরে ধীরে মুখোশ খুলে দেয়। Orwell আমাদের শেখান: যদি আমরা সত্যকে এড়িয়ে যাই, সত্য আমাদেরই এড়িয়ে যাবে না। ব্যক্তিগত জীবন থেকে সমাজ—সব জায়গাতেই সত্য হলো সবচেয়ে বড় accountability check। তাই, সাহসী হও, মুখ খোলো, আর সত্যের পাশে দাঁড়াও—কারণ সত্য এড়ানো যায়, হারানো যায় না।

সেনেকো ;;"সেই সবচেয়ে শক্তিশালী যে নিজেকে শাসন করে।" সেনেকা (খ্রিষ্টপূর্ব ৪ – খ্রিষ্টাব্দ ৬৫) ছিলেন রোমান সাম্রাজ্যের একজ...
29/11/2025

সেনেকো ;;
"সেই সবচেয়ে শক্তিশালী যে নিজেকে শাসন করে।"
সেনেকা (খ্রিষ্টপূর্ব ৪ – খ্রিষ্টাব্দ ৬৫) ছিলেন রোমান সাম্রাজ্যের একজন স্টোয়িক দার্শনিক, নৈতিক চিন্তাবিদ এবং সম্রাট নিরোর উপদেষ্টা। জীবনে রাজনৈতিক চাপে বারবার নির্বাসিত হলেও তিনি স্থিরতা, আত্মনিয়ন্ত্রণ ও মানসিক শক্তির দর্শনকে সামনে রেখে লিখেছেন-যা আজও শক্তি আর প্রজ্ঞার মানদণ্ড হয়ে আছে।

যে মানুষ নিজের আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে আসলে নিজের কামনার দাস। যে মানুষ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে পরিস্থিতির পুতুল। আর যে মানুষ নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে নিজের মাথার ভেতরেই বন্দী। শক্তি চাও? শুরু কর নিজেকে দিয়ে। নিজের চাওয়াকে নিয়ন্ত্রণ করো। নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করো। নিজের মনকে নিয়ন্ত্রণ করো। যে মানুষ নিজেকে জয় করে, তাকে আর কাউকে জয় করতে হয় না। আর যে নিজেকেই সামলাতে পারে না, সে আর কিছুতেই প্রকৃত দক্ষতা অর্জন করতে পারে না।

আত্মনিয়ন্ত্রণ-এটাই সব শক্তির ভিত্তি।

এটা ছাড়া বাকি সব ভেঙে পড়ে।



27/05/2025

YOU Cant Hold Love But You Can Enjoy.

ছবিটি ধারণ করা হয়েছে কেনিয়া থেকে। এটি কোনো AI Generated ছবি নয়, বাস্তব ছবি। দূরের অসাধারণ দৃশ্যটি আসলে আরেকটি দেশের—তানজ...
19/04/2025

ছবিটি ধারণ করা হয়েছে কেনিয়া থেকে। এটি কোনো AI Generated ছবি নয়, বাস্তব ছবি। দূরের অসাধারণ দৃশ্যটি আসলে আরেকটি দেশের—তানজানিয়ার। সেখানে মেঘের ওপরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ—কিলিমাঞ্জারো। দেখে মনে হয়, যেন সেই বিশাল পাহাড়টি আকাশকে আলতো করে চুমু খাচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ৫৮৯৫ মিটার! এটি একটি সুপ্ত আগ্নেয়গিরি। অথচ দেখলে মনেহয় বরফে জমে আছে।

📸: Muhammad Reza Hasan Dewean

25/03/2025

Well played team Bangladesh

gorib aaadmi 🥸
18/02/2025

gorib aaadmi 🥸

Address

Rajshahi
6000

Telephone

+8801590005050

Website

Alerts

Be the first to know and let us send you an email when CT School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CT School:

Share