TALHA TV24

TALHA TV24 আমরা বিশ্বজুড়ে ইসলামের বাণী পৌছে দিত?

30/10/2024

দেশের অসংখ্য মানুষ জানতো না যে; ভারতে ছাপানো
হত বাংলাদেশের পাঠ্য বই!
কি চমৎকার ছিল দেশপ্রেম!

আমার জীবনে কখনো চিনা হাঁসের মাংস খাইনি এতটুকু কথা বলছিলাম আমার বড় মামানিকে আর আজ চিনা হাঁসের মাংস রান্না করে আমার জন্য প...
25/10/2024

আমার জীবনে কখনো চিনা হাঁসের মাংস খাইনি এতটুকু কথা বলছিলাম আমার বড় মামানিকে আর আজ চিনা হাঁসের মাংস রান্না করে আমার জন্য পাঠায়ে দিয়েছেন। আমি খেলাম আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ আমার বড় মামানিকে সুস্থ সবল দীঘ নেক হায়াত দান করুন আমিন।

যে আকাবিররা আমার বিরুদ্ধে হাজার হাজার ফতোয়া দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলা বা জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করিনা। কারণ...
26/09/2024

যে আকাবিররা আমার বিরুদ্ধে হাজার হাজার ফতোয়া দিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলা বা জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করিনা। কারণ দৈনিক আমাকে লিখতে হয় জালিমের বিরুদ্ধে। তো এদের ফতোয়ার জবাব দেওয়ার সময় কই আমার?
আমি যদি তাদের ফতোয়ার পিছনে সময় ব্যয় করি
তাহলে আমি মঞ্জিল মকসূদে পৌঁছাতে পারবো না।
তারা যদি শোষণের বিরুদ্ধে মানবতার পক্ষে পরবর্তী প্রজন্মের জন্যে সীসাঢালা প্রাচীরের মত একটি মজবুত কাফেলা তৈয়ার করে রেখে যেতেন তাহলে আমি মওদূদীর সৃষ্টি হত না। তাদের এজেন্ডার মধ্যে
একামতে দ্বীন প্রতিষ্ঠা হোক। সেটা নেই বলেই আমি মওদূদির সৃষ্টি।
আমার আফসোস লাগে— তাদের লেখনির মধ্যে কাফেরদের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে কোন ফতোয়া নেই। ফতোয়া সব আমার বিরুদ্ধে।
আমার কথাগুলিকে যারা না বুঝে বিশ্লেষণ না করে তিলকে তাল বানিয়ে আমার বিরুদ্ধে মাঠে ঘাটে প্রচার করবে তাদের বিচারটা আল্লাহর হাতে দিলাম। যা চাইবো কিয়ামতের দিন আল্লাহর কাছে চাইবো।
~ উস্তাদ সাইয়েদ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ
আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

‘যারা বিশ্বাসী মুমিন তারা আল্লাহর পথে লড়াই করে আর যারা অবিশ্বাসী কাফির তারা তাগুত (আল্লাহর বিধানের বিরোধী শক্তি) এর পক্ষ...
13/09/2024

‘যারা বিশ্বাসী মুমিন তারা আল্লাহর পথে লড়াই করে আর যারা অবিশ্বাসী কাফির তারা তাগুত (আল্লাহর বিধানের বিরোধী শক্তি) এর পক্ষে লড়াই করে। তোমরা শয়তানের সহযোগীদের নিঃশেষ করে দাও। নিশ্চয় শয়তানের যড়যন্ত্র জাল বড়ই দুর্বল।’ (সুরা-৪ নিসা, আয়াত: ৭৬)

28/08/2024

এক সাকিবের বেলায় আপনি বিবেকবান! অথচ আল্লামা সাঈদী, নিজামী, শায়খুল হাদীস, আমিনী, বাবুনগরী (র), রাহমানি, হারুন ইজহার,গুনবি সহ হাজারো আলেমের বিরুদ্ধে হত্যা মামলার সময় আপনি নিশ্চুপ। আসলে আপনি মানুষ-ই না!

25/08/2024
21/08/2024

বাঁধ খুলে দেওয়ার সময়ে ভারত আর হিসেব করে না,
এপারে কারা "হিন্দু" আর কারা "মুসলমান"
কয়টা "মন্দির" ডুবলো আর কয়টা "মসজিদ" ডুবলো

আয়নাঘরে গু*ম হয়ে থাকা আজমী ফিরে এসে দেখেন তার স্ত্রী ১০ বছর অপেক্ষা করে গতবছর বিয়ে করেছেন।কোনো খোঁজ নেই,যোগাযোগ নেই,বেঁ...
07/08/2024

আয়নাঘরে গু*ম হয়ে থাকা আজমী ফিরে এসে দেখেন তার স্ত্রী ১০ বছর অপেক্ষা করে গতবছর বিয়ে করেছেন।
কোনো খোঁজ নেই,যোগাযোগ নেই,বেঁচে আছে নাকি এই দুনিয়াতে নেই সবকিছুই অজানা। এরপরও টানা দশটা বছর স্বামীর জন্য অপেক্ষা করার পর অন্যত্র বিয়ে করে ফেলেন জেনারেল আজমীর স্ত্রী!! এতবছর বাদে টর্চার সেল থেকে বিগ্রেডিয়ার জেনারেল আমান আজমী ফিরে দেখেন তার পরিবার বলতে আর কিছু নেই,জীবনসঙ্গীনি নেই,আলো নেই,আশা নেই,জীবন থেকে এতগুলো বছর হারিয়ে গেল অন্ধকার আয়নাঘরে। কি হৃদয় বিদারক!
এমন হাজারো স্ত্রী তার স্বামীকে হারিয়েছে,বিধবা হয়েছে,মা তার সন্তানকে হারিয়েছে, সন্তান হারিয়েছে পিতাকে।আর্তনাদ হাহাকারে দিনরাত পার করার পর আজকের এই বাংলাদেশ! যেখানে কথা বলার আগে আপনাকে আর ভয় পেতে হচ্ছেনা।
কখনো যদি ভুলেও মনে আসে আগেই ভালো ছিলাম তবে লজ্জায় ঘৃনায় অকৃতজ্ঞ হবার অপরাধে মাথা নিচু করে ফেলুন। এত মানুষের ত্যাগকে ছোট করবার অধিকার আমাদের কারো নেই!!

অভিশাপ এর ফলাফল
16/09/2022

অভিশাপ এর ফলাফল

Safayet hossen talha
23/06/2022

Safayet hossen talha

Address

Rajshahi
6271

Telephone

+8801302747475

Website

Alerts

Be the first to know and let us send you an email when TALHA TV24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TALHA TV24:

Share