13/12/2025
তোমার ভেতরে এমন একটা কণ্ঠ আছে, যেটা চিৎকার করে না, তর্ক করে না। যখন তুমি অনুসরণ করো তোমার নিজের সত্যকে, তখন দরজা খুলে যায়—যেটা সব সময় ঠিক করা ছিল। এটি অন্তর্দৃষ্টি, আল্লাহর দেওয়া বুদ্ধিমত্তা, যা নিজের মধ্য দিয়ে প্রবাহিত হতে থাকে।
কিছু ভুল হওয়ার ঠিক আগে সাবধান হওয়ার জন্য ইঙ্গিত বুঝতে পারার শক্তি। এটি বাক্য বা যুক্তিতে কথা বলে না। এটি প্রতীক বা সংবেদনের মাধ্যমে কথা বলে। এটি চিন্তার চেয়ে দ্রুত, যুক্তির চেয়ে গভীর এবং আবেগের চেয়ে বিশুদ্ধ।
এটিও পেশির মতো—যা ব্যবহার করতে থাকলে ধারালো হয়ে ওঠে। আর যখন তীক্ষ্ণ হয়, তখন অলৌকিক ঘটনা শুরু হয়, যেটা অনুধাবন করা যায়। তুমি ঢেউয়ের আগে নড়াচড়া শুরু করো, সুযোগ আসার আগেই ‘হ্যাঁ’ বলো।
অবচেতনভাবে সেই পথগুলোর সঙ্গে সারিবদ্ধ হও, যেগুলো অন্যদের কাছে ভাগ্যবান বলে মনে হয়। তুমি জানো—এটা অভ্যন্তরীণ নির্দেশনা অনুসারে জীবনযাপন।
তুমি বেছে নিচ্ছ না, তুমি আসলে চিনতে পারছ। তুমি ভয়ের ঊর্ধ্বে, বিভ্রান্তির ঊর্ধ্বে, সন্দেহের ঊর্ধ্বে…