
26/07/2025
(নুডুলস খাওয়ার শান্তি শেষ 🥲😭🥲)গ্রাম থেকে নানী আসছে বেড়াতে। আমি সোফায় বসে নুডুলস খাচ্ছি আর নানী পাশে বসে নানার সাথেই ইমুতে কথা বলতেছে। নানা যখন ফোনে জিজ্ঞেস করলেন, 'নাতি ছেলে কি, কি করতাছে নাতি ছেলে?
নানী তখন আমার নুডুলস এর বাটির দিকে তাকিয়ে বলেন, আপনের নাতি ছেলে তো খাইতাছে, কি জানি নাম..ওই যে আমাগো দেশের কে'ই'চ্চা'র মতো কাজ কতুডি খায়না শহরের মাইনষে! চিনেন নাই? সা'পে'র বাইচ্চার মতন,🤮চিকন লম্বা পিছলা পিছলা যেডি গালে দিলেই ফুরুৎ করি ভিত্রে হান্দায় যায়। এবার চিনছেননি? আরে আফনে বেহুব্ । পেডে যে সাদা সাদা কীরমি অয় হেডির মতন এক্কেরে,অহন চিনছেন? হ হ লুডুস লুডুস,,,লুডুস খাইতাছে নাতি ছেলে,,,🙂🙂
(সংগৃহীত)