Nahid vlog

Nahid vlog Nahid Morshed

02/10/2025
01/10/2025

আজকে আলোচনা করবো হাড্ডিসার গরু কিভাবে মোটাতাজা করতে হয়।
কি কি ইনজেকশন এবং খাবার দিতে হয় এগুলো নিয়ে।
শুকনো গরু পালন করা সব থেকে বেশি লাভ জনক যদি সেটা সঠিক দামে ক্রয় করতে পারেন।
খামারে লাভ করতে হলে কম দামে গরু কেনা হলো প্রথম শর্ত। শুকনো গরু কম দামে পাওয়া যায়, তাই এই গরু ভালো ভাবে পালন করতে পারলে লাভ বেশি করা সম্ভব।
আজকে আপনাদের শুকনো গরু মোটাতাজাকরণ পদ্ধতি সম্পর্কে জানাবো।
শুকনো গরু মোটাতাজাকরণ পদ্ধতি হলো প্রথমে গরু কে কৃমি মুক্ত করে ক্যালসিয়াম ও ভিটামিন দিয়ে গরুর হাড্ডি গুলোতে মাংস লাগানো।
হাড্ডি তে মাংস লাগাতে পারলে আমরা লাভবান হতে পারবো।
হাড্ডিসার গরু গুলো মূলত ক্যালসিয়াম ও ভিটামিন এর অভাবে গরু গুলোর হাড্ডি দেখা যায়।
আমরা এই ঘার্তি গুলো পূরণ করতে পারলে হাড্ডিসার গরু মোটাতাজাকরণ করতে সক্ষম হবো।
এই সকল হাড্ডি বের হওয়া গরু গুলো শরিরে কিছু ঔষধ ও যত্নের মাধ্যমে হাড্ডি গুলোতে মাংসে ঢেকে যাবে।
গরু মোটাতাজাকরণ প্রথম ঔষধের নাম হলো কৃমি মুক্ত করা ঔষধ। কারণ আপনি প্রথমে যদি গরু কে ভালো ভালো খাবার ও ঔষধ দেন তাহলে কৃমি তে সেগুলো খেয়ে ফেলবে। তাই আমাদের প্রথম কাজ হবে কৃমি মুক্ত করা।
গরু মোটাতাজাকরণ প্রথম ঔষধের নাম হলো ভালো একটি কৃমির ঔষধ। সাথে মেটাবলিজম ঠিক রাখতে বিউটাফসপ্যান গ্রুপের ইনজেকশন, ও ভিটামিন সাপোর্ট হিসেবে এডি ৩ ই ইনজেকশন, লিভার টনিক ও জিংক দিতে পারেন।
গরু মোটাতাজাকরণের এই ঔষধ গুলোর ব্যবহার সম্পর্কে এই পোস্ট এ সম্পর্ণ ভাবে আলোচনা করা হবে।

হাড্ডিসার গরু মোটাতাজাকরণ

গরু মোটাতাজাকরণ এর জন্য আমাদের দেখতে হবে গরুটার সমস্যা কি। সমস্যা বুঝে ঔষধ দিয়ে গরু মোটাতাজা করতে হবে। হাড্ডিসার গরু মোটাতাজাকরণ পদ্ধতি হলো প্রথমে গরু কে কৃমির জন্য ঔষধ দিতে হবে।
কৃর্মির ঔষধ দেওয়ার পর হাড্ডিসার গরু গুলো লিভার টা স্ট্রং করার জন্য লিভার টনিক খাওয়াতে হবে, পাশাপাশি জিংক দিতে হবে।
এরপর খাবারের সাথে হাড্ডিসার গরু গুলোকে বিভিন্ন ধরনের ভিটামিন সাপ্লিমেন্ট দিতে হবে।
গরু গুলোকে পর্যাপ্ত পরিমানে খর বা ঘাস ও পাশাপাশি দানা দার খাবার খেতে দিতে হবে।
এই ভাবে আমরা হাড্ডিসার গরু গুলো খুব সহজে মোটাতাজাকরণ করতে পারবো।

আমরা গরু মোটাতাজাকরণ এর জন্য কি কি ঔষধ কি পরিমান এ ও কখন খাওয়াবো তা নিম্নে দেওয়া হলো-

Tab. Renadex Vet প্রতি ৫০ কেজি ওজনের জন্য একটি করে সকালে খালি পেটে খাওয়াতে হবে।
গরুর ওজন যদি ১০০ কেজি হয় তাহলে ২ টি ট্যাবলেট খাওয়াতে হবে।

এখন ৫-৭ দিন পর inj. Nitronex vet প্রতি ১০০ কেজি ওজনের জন্য ৩ মি.লি. চামড়ার নিচে প্রয়গ করতে হবে।
কৃমির ইনজেকশন দেওয়ার আগে এন্টিহিস্টামিন জাতীয় ইনজেকশন দেওয়া ভালো যেমন রেনাসিন বা এস্টাভেট তাহলে গরুর এলার্জি ঘটিত কোন সমস্যা হয় না।

কৃমির ঔষধ দেওয়ার পর এবং চামড়ার নিচে Nitronex vet দেওয়ার পর দিন থেকে সকালে লিভার টনিক এবং বিকালে জিংক খাওয়াতে হবে ৫ দিন করে।

লিভার টনিক ও জিংক খাওয়ানো শেষ হওয়ার পর প্রতি ১ সপ্তা পর পর ২-৩ বার inj. Ranasol AD3E vet ৫ মি.লি ও inj. Cataphos vet প্রতি ১০০ কেজি ওজনের গরুর জন্য ১০ মি.লি. করে মাংসে প্রয়োগ করতে পারেন।
এ ছাড়া যে কোন কোম্পানির এই ঔষধ গুলো ব্যবহার করতে পারেন উপরে এই কারণে গ্রুপ উল্লেখ করে দিয়েছি। তবে এগুলো বাধ্যতামূলক নয়, পড়লে করতে পারেন সমস্যা থাকলে সমাধান করার জন্য।
পাশাপাশি ক্যালসিয়াম, ভিটামিন, অ্যামাইনো এসিড যুক্ত দানাদার খাদ্য তৈরি করে গরুকে দিতে হবে।
কিভাবে কি কি উপকরণ দিয়ে দানাদার খাবার তৈরি করতে হয় এই বিষয়ে প্রোফাইলে আমার অনেক পোস্ট করা আছে।
আশা করি সবকিছু দেখলে এবং সঠিকভাবে নিয়মে পরিচর্যা করলে আপনি অবশ্যই পুণ্য ফলাফল পাবেন এবং লাভবান হবেন।

পোস্টটা নিজের প্রোফাইলে শেয়ার করে রেখে দিন। যাতে পরবর্তীতে প্রয়োজনের সময় নামগুলো মনে রাখতে পারেন আল্লাহাফেজ।

vlog

30/09/2025

হিমোভিট (Inj.) 10 ml.

বি কমপ্লেক্স + আয়রন, কপার, কোবাল্ট সমৃদ্ধ --
১. রুচি বৃদ্ধি করে
২. রক্ত শূন্যতা দূর করে।
৩. পেশীর দুর্বলতা দূর করে
৪. পারশিয়াল প্যারালাইসিস এর সহযোগী চিকিৎসাতে ব্যবহার করা যায়।
৫. মোটাতাজা করনে সহায়ক ভূমিকা পালন করে

গরুর রুচি ইনজেকশন
30/09/2025

গরুর রুচি ইনজেকশন

Address

Manda
Rajshahi
6510

Telephone

+8801793039384

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nahid vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nahid vlog:

Share