16/06/2025
তোমার প্রতিচ্ছবি
ইচ্ছে করলেই
নির্জনে একাকী কাদঁতে পারি তোমার জন্য ।
ইচ্ছে করলেই
বিষন্ন মন নিয়ে একাকী ভাবতে পারি তোমায় ৷
ইচ্ছে করলেই
পারিতো সাজাতে এ হৃদয়ের প্রাঙ্গণে,
তোমার প্রতিচ্ছবি।
ইচ্ছে করলেই পারিনা
তোমাকে চাইতে তোমার কাছ থেকে ।
হয়তো, এ ব্যর্থতা
বাঁচিয়ে রাখবে তোমার স্মৃতি অনন্তকাল,
আমার অনুভবের অন্তহীন গভীরে ।