Asif National

Asif National Discover the endless fun and possibilities of AI and technology with us. See how it's changing us!

🌅 যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে! 🌍☀️কল্পনা করুন, একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন সূর্য পূর্বের বদলে পশ্চিম দিক...
18/10/2024

🌅 যখন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে! 🌍☀️

কল্পনা করুন, একদিন সকালে আপনি ঘুম থেকে উঠে দেখলেন সূর্য পূর্বের বদলে পশ্চিম দিক থেকে উদিত হচ্ছে! 😲 এটা কি সম্ভব? আর যদি এমন কিছু হয়, তাহলে কী হবে পৃথিবীতে?

বৈজ্ঞানিক দৃষ্টিকোণে, যদি পৃথিবীর ঘূর্ণন দিক পরিবর্তন করে, তাহলে ঘটবে ভয়াবহ পরিবেশগত বিপর্যয়:

একদিন কয়েক সপ্তাহ বা মাস পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে! 🌞➡️🌜

আবহাওয়া ও জলবায়ু হবে এতটাই অস্থির যে সুপার ঝড়, ভূমিকম্প আর অজানা প্রাকৃতিক বিপর্যয় 🌪️ হবে নিত্যদিনের ঘটনা।

পৃথিবীর চৌম্বক ক্ষেত্র দুর্বল হয়ে গেলে প্রযুক্তি এবং মানবজাতি হবে বিপদের মুখে!

এখন, ইসলামিক দৃষ্টিকোণে, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া হলো কিয়ামতের অন্যতম চিহ্ন। ✨

এটা হবে এমন একটি সময় যখন তাওবার (অনুশোচনা) দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। 😔

সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া মানে আধ্যাত্মিক আলো (নূর) পৃথিবী থেকে বিদায় নিচ্ছে, আর মানুষের কাছে নতুন কোনো সুযোগ থাকছে না হিদায়াত পাওয়ার।

এই দুই দৃষ্টিকোণ কীভাবে একে অপরের সাথে সম্পর্কিত? 🌍 প্রকৃতি যেমন আমাদের ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, তেমনি আধ্যাত্মিক দিক থেকেও আমরা এক চরম পরীক্ষার সম্মুখীন হব।

প্রশ্ন: যদি সত্যি এমন কিছু ঘটত, আপনি কীভাবে এর মুখোমুখি হতেন? 🤔 কমেন্টে আপনার মতামত জানান!

সূত্র: সহীহ বুখারী, সহীহ মুসলিম এবং বৈজ্ঞানিক গবেষণা থেকে উদ্ভূত আলোচনা। 📚

The age of AI revolution has brought about several new and exciting career opportunities. Some of the best career option...
04/04/2023

The age of AI revolution has brought about several new and exciting career opportunities. Some of the best career options in this field include:

Artificial Intelligence/Machine Learning Engineer: AI/ML Engineers are responsible for developing and deploying AI models and algorithms to solve complex business problems.

Data Scientist: Data Scientists use data analysis and visualization tools to extract insights from large datasets and help organizations make informed decisions.

Robotics Engineer: Robotics Engineers design and build robots and robotic systems that can perform a range of tasks.

Cybersecurity Specialist: With the increasing use of AI and machine learning in various industries, cybersecurity has become a critical aspect. Cybersecurity Specialists are responsible for ensuring the security of these systems.

AI Ethicist: As AI becomes more widespread, there is a growing need for professionals who can ensure that AI is developed and used ethically.

Software Developer: As AI and machine learning technologies become more prevalent, the demand for software developers who can work with these technologies is also increasing.

Augmented Reality/Virtual Reality Developer: AR/VR developers create immersive digital experiences that allow users to interact with virtual objects and environments.

Biomedical Engineer: Biomedical Engineers use AI and machine learning to develop innovative medical devices and technologies.

Cloud Computing Engineer: Cloud Computing Engineers design and manage cloud computing systems that are used to store and process large amounts of data.

Digital Marketer: Digital Marketers use AI and machine learning to develop targeted marketing campaigns that can reach a wider audience.

Overall, the best career option in the age of AI revolution depends on one's interests, skills, and educational background. However, with the increasing adoption of AI across various industries, there are several promising career paths to choose from.










The relationship between inflation, the economy, and the AI revolution is complex and multifaceted, and there are severa...
02/04/2023

The relationship between inflation, the economy, and the AI revolution is complex and multifaceted, and there are several ways in which these three factors can be interconnected. Here are a few key points to consider:

Inflation and the AI Revolution: One way in which the AI revolution may affect inflation is through productivity gains. As AI and other forms of automation become more prevalent in the economy, they have the potential to boost productivity by allowing firms to produce more output with fewer resources. This can lead to lower costs and, all else equal, lower prices for consumers. However, if the gains from increased productivity are not evenly distributed across the economy, this could exacerbate income inequality and lead to higher prices for goods and services that are in high demand.

Inflation and the Economy: Inflation is a measure of the rate at which prices for goods and services are rising over time. When inflation is too high, it can erode the purchasing power of consumers and reduce economic growth. Conversely, when inflation is too low, it can signal weak demand and an underperforming economy. The relationship between inflation and the economy is therefore complex, and depends on a range of factors such as fiscal and monetary policy, global economic conditions, and consumer behavior.

The AI Revolution and the Economy: The AI revolution is likely to have a significant impact on the economy in the years to come. By enabling firms to automate tasks and improve efficiency, AI has the potential to increase productivity, reduce costs, and drive economic growth. However, there are also concerns that the widespread adoption of AI could lead to job displacement, exacerbate income inequality, and raise ethical concerns about the use of AI in decision-making.

Overall, the connections between inflation, the economy, and the AI revolution are complex and multifaceted. While the widespread adoption of AI has the potential to drive economic growth and reduce costs, there are also risks associated with this technological transformation that need to be carefully managed.








ChatGPT banned in Italy over privacy concerns.More in comment
01/04/2023

ChatGPT banned in Italy over privacy concerns.
More in comment






Why should you not fear the AI revolution? Well, for starters, have you seen some of the ridiculous things AI comes up w...
01/04/2023

Why should you not fear the AI revolution? Well, for starters, have you seen some of the ridiculous things AI comes up with? I mean, have you seen those AI-generated cat pictures? They're hilarious!

Plus, let's be real, AI may be smart, but it's still just a bunch of algorithms and code. It's not like they're going to rise up and take over the world. I mean, have you tried getting Siri to understand you? Good luck with that world domination plan, AI.

So, don't be afraid of the AI revolution. Embrace it! Who knows, maybe one day we'll all be taking orders from a sassy AI assistant who just can't stop making cat memes.







তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছো তাদেরকে শুভকামনা তবে তোমাদের লাইফের জাস্ট একটা অধ্যায় শেষ হলো এবং আরো অনেক অধ্যা...
29/11/2022

তোমরা যারা এবার এসএসসি পরীক্ষা দিয়েছো তাদেরকে শুভকামনা তবে তোমাদের লাইফের জাস্ট একটা অধ্যায় শেষ হলো এবং আরো অনেক অধ্যায়ের রাস্তা খুলে গেল। তোমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হলো তোমরা ভবিষ্যতে কি হতে চাও/ করতে চাও সেটার উপর নির্ভর করবে তোমাদের কলেজ বিভাগ এবং অন্যান্য আরো কিছু সিদ্ধান্ত।
তোমরা এসএসসিতে কোন বিভাগ নিয়ে পড়েছ সেটা তোমাদের অতীতের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ভবিষ্যতে তুমি কি হতে চাও সেটার উপর নির্ভর করে HSC তে বিভাগ এবং সাবজেক্ট চয়েস দিবা।

• Doctor and Engineer: তুমি যদি ভবিষ্যতে ডক্টর অথবা ইঞ্জিনিয়ার এই দুই পেশাকে নিজের ক্যারিয়ার হিসেবে দাঁড় করাতে চাও তবে অবশ্যই তোমাকে সাইন্স এবং যদি তোমার ফোকাস ইঞ্জিনিয়ারিং হয় তবে অবশ্যই অবশ্যই তোমাকে হায়ার ম্যাথ নিতে হবে। তবে তোমার যদি ফোকাস শুধুমাত্র ডক্টর হওয়া হয় তবে হায়ার ম্যাথ তোমার জন্য বাধ্যতামূলক না, বায়োলজী সে ক্ষেত্রে তোমার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে।

• Agronomist: যদি তুমি নিজের ক্যারিয়ারকে কৃষি এর সাথে সম্পর্কিত করতে চাও অর্থাৎ কৃষিবিদ বা এরকম কিছু হতে চাও যার জন্য তোমাকে স্পেশালি কৃষি বিশ্ববিদ্যালয় পড়তে হবে তবে তোমার জন্য যেটা করতে হবে অবশ্যই তুমি সাইন্স এবং হায়ার ম্যাথ নিবা এইটা একদম বাধ্যতামূলক। এই জিনিসটা একটু মজার কারণ তোমার যদি অ্যাডিশনাল সাবজেক্ট হিসেবে কৃষি থাকে তাহলেও তুমি কৃষিতে পড়তে পারবা না, kinda funny though 😕

• Business entrepreneurs: যদি তোমার চাকরি ভালো না লাগে বা তুমি ব্যবসায়িক কোন উদ্যোক্ত হতে চাও তবে তোমার জন্য অবশ্যই করণীয় হল কমার্স নেওয়া। কারণ এখানে তুমি ব্যবসা সম্পর্কিত সমস্ত কিছু পাবা এবং ভবিষ্যতে তুমি BBA, MBA করলে অনেক হেল্প পাবা।

• BCS CADER (সহজে ক্রাশকে বিয়ে করতে চাইলে): যদি তোমার লক্ষ্য হয় শুধুমাত্র একটি 10 to 4 চাকরি করা এবং বিসিএস দেওয়া, তবে তোমার জন্য সবচাইতে ভালো কাজ হবে আর্টস নেওয়া। এর ফলে তুমি সামনে যখন ইউনিভার্সিটি তে ভর্তি হবে অনার্স করার জন্য তখন একটি সহজ সাবজেক্ট নিয়ে নেবে যেটাতে তোমার অনার্স মাস্টার্স সহজ হয় এবং এই সময়টা তুমি বিসিএস এর প্রস্তুতি নিতে পারবা।

এবং সবশেষে একটা কথাই বলবো রেজাল্ট অবশ্যই তোমার জীবনে প্রভাব ফেলবে কিন্তু এমন না যে তোমার জীবনের সমস্ত কিছুর নির্ভর করছে এর রেজাল্ট নিয়ে। এরকম অহরহ আছে যাদের একাডেমিক রেজাল্ট খারাপ কিন্তু তারা লাইফে অনেক বেশি সাকসেসফুল। তাই তোমাদের এখন যেটা করণীয় রেজাল্ট খারাপ হলে মন খারাপ না করে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া এবং শুধুমাত্র একাডেমিক পড়াশুনা না করে নিজের অন্যান্য স্কিল ডেভেলপ করতে চেষ্টা করা। তোমরা চাইলে নিজেরা ব্লগিং কেউ কনসিডার করতে পারো এবং তোমরা প্রত্যেকদিন যা শেখবা সেটা ব্লগ আকারে হয়তো একটি পোস্ট করবা এতে তোমার একাডেমিক পড়াশোনা হবে সেই সাথে তোমার ব্লগিং এক্সপেরিয়েন্স বাড়বে যেটা হয়তো ভবিষ্যতে তুমি নিজের হিসেবেও নিতে পারো। ব্লগিং সংক্রান্ত যেকোনো বিষয় জানতে অথবা তোমার যদি ওয়েবসাইট দরকার হয় ব্লগিং করার জন্য আমাকে জানাতে পারো।

Elon Musk officially owns Twitter । Elon Musk বর্তমানে Twitter এর নতুন মালিকঅবশেষে ৪৪ বিলিয়ন ইউএস ডলার দিয়ে বিশ্বের অন...
28/10/2022

Elon Musk officially owns Twitter । Elon Musk বর্তমানে Twitter এর নতুন মালিক

অবশেষে ৪৪ বিলিয়ন ইউএস ডলার দিয়ে বিশ্বের অন্যতম বড় সোসিয়াল মিডিয়া টুইটার কিনে নিলেন এলন মাস্ক। এমনকি The New York Times রিপোর্ট করেছে যে Elon Musk ইতিমধ্যেই কোম্পানির বড় বড় সমস্ত কর্মকর্তাদেরকে ছাটাই করার কাজ শুরু করে। অনেক আইনের লড়াই এবং জন বিক্ষোভের মুখে অবশেষে শুক্রবার এই ডিলটি সম্পন্ন হয়। এর সাথেই টুইটার বর্তমানে একটি প্রাইভেট সংস্থা তে রুপান্তরিত হয়েছে এবং এর সমস্ত শেয়ার ট্রেডিং বন্ধ করে দেওয়া হয়েছে। এখন টুইটারের ভবিষ্যৎ কোন দিকে যায় সেটাই দেখার বিষয়।

-- TOEFL or IELTS, which one is needed to study in America? |TOEFL নাকি IELTS, আমেরিকা পড়তে আসার জন্য কোনটা লাগবে? –যেকো...
27/09/2022

-- TOEFL or IELTS, which one is needed to study in America? |
TOEFL নাকি IELTS, আমেরিকা পড়তে আসার জন্য কোনটা লাগবে? –

যেকোন একটা হলেই হবে। শুধু আমেরিকা নয়, বর্তমানে পৃথিবীর সবদেশই TOEFL এবং IELTS দুইটাই গ্রহন করে- তার মানে যেকোন একটা দিলেই হল। তবে যারা জিআরই প্রস্তুতি নেয় তার জন্য টোফেলটা সহজ হয়ে যায়, তাই দেখা যায় লকজন জিআরই দেবার পর টোফেল দেয়। তোমার কাছে যেটা সহজ মনে হবে সেই পরীক্ষাটা দিয়ে দাও।

GRE’র পর TOEFL কেন দিতে হয়?

মনে কর, তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তাহলে কি করতে হবে? ভর্তি পরীক্ষা দিতে হবে, তাই না? GRE হচ্ছে ভর্তি পরীক্ষা। এখন বল- যে কেউ কি ভর্তি পরীক্ষা দিতে পারে? নাকি ন্যূনতম একটা যোগ্যতা থাকতে হয়, কিছু শর্ত পূরণ করতে হয় ! যেমন- ভর্তি পরীক্ষা পাশের পরও ফার্মেসী পড়তে চাইলে রসায়ন এবং বায়োলজিতে বিশেষ মার্কস/যোগ্যতা থাকতে হয়। এটাই হচ্ছে TOEFL। অর্থাৎ, আমেরিকায় আসতে হলে এবং দুইটা পরীক্ষাই দিতে হবে। GRE প্রমান করে চিন্তাশক্তির দক্ষতা আর TOEFL প্রমান করে ভাষা দক্ষতা। দুইটা পরীক্ষা একেবারেই আলাদা জিনিস। আমেরিকায় যেকোন ডিগ্রী নিতে গেলে তোমাকে TOEFL দিতে হবে, অন্যদিকে GRE দিতে হবে শুধু মাত্র গ্র্যাজুয়েট বা পোস্ট-গ্র্যাজুয়েট করতে চাইলে। সহজে বলি, তুমি যদি মাস্টার্স বা পিএইচডি করতে আমেরিকায় আসতে চাও, তাহলে GRE এবং TOEFL দুটোই দিয়ে আসতে হবে।

TOEFL জিনিসটা কী?

IELTS এর কথা শুনেছ নিশ্চয়ই! এর মাধ্যমে আমাদের ইংরেজির দক্ষতা পরীক্ষা করা হয়। TOEFL ঠিক এমনই, TOEFL হচ্ছে Test of English as a Foreign Language এর সংক্ষিপ্ত রূপ। কিভাবে এটা আমাদের উপর চাপিয়ে দেয়া হল জানতে চাও? অনেকদিন আগের কথা, ১৯৬২সালে আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলো সিদ্ধান্ত নিল যারা বিদেশ থেকে আমেরিকায় পড়তে আসবে অর্থাৎ যাদের ভাষা ইংরেজি না, তাদেরকে একটা পরীক্ষার মাধ্যমে ইংরেজির দক্ষতা প্রমাণ করে আমেরিকায় পড়তে আসতে হবে। এই পরীক্ষার ফল দেখে তারা বুঝতে পারবে সে আমেরিকায় এসে ইংরেজি মাধ্যমে পড়তে পারবে কি পারবে না। ব্যাস, শুরু হয়ে গেল। আমাদের মত দরিদ্র দেশের ইংরেজিতে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য সপ্নের দেশে যাবার পথে একটা বাঁধা ছলে আলো। প্রথম দিকে কাগজে কলমে TOEFL পরীক্ষা নিলেও এখন নানাবিধ পরিবর্তন-পরিবর্ধন এর মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে পরীক্ষা দেওয়া যায়। ২০১৯ সালের ১লা আগস্ট থেকে আগের নিয়মের কিছুটা পরিবর্তন করা হয়েছে যেখানে লিসেনিং, রিডিং ও স্পিকিং সেকশনে প্রশ্ন পদ্ধতি ঠিক রেখে কমানো হচ্ছে প্রশ্নের সংখ্যা ও পরীক্ষার সময়। তবে রাইটিং সেকশন থাকছে আগের মতোই।

TOEFL-এ কী কী থাকে?

IELTS এর মতই TOEFL চার ভাগে বিভক্ত, যেমন- Reading, Listening, Writing, Speaking. রিডিং অংশে কয়েকটা পেসেজ থাকবে। এটা অনেকটা কম্প্রিহেনশন এর মতো। আমার মনে আছে ছোটবেলায় ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় যখন কম্প্রিহেনশন আসতো তখন অনেকেরই মাথা গরম হয়ে যেত এর উত্তর খুঁজতে গিয়ে। একবার আমি আমার সামনে বসা বন্ধুকে একটার উত্তর জিজ্ঞাসা করলাম। সে বলল- ‘আমি এক একটা প্রশ্নের উত্তরে কম্প্রিহেনশন থেকে দুই লাইন লিখে দিয়েছি।’ আমি হাসব নাকি কাঁদব বুঝতে পারলাম না। ২০০৩ সালে যখন বুয়েটে ভর্তি পরীক্ষা দেই তখনো কম্প্রিহেনশন ছিল। যা হোক, তুমি যদি রিডিং ভালো পারো, তাহলে ভয় পাবার কিছু নেই। এই অংশে ভালো করার উপায় হচ্ছে দ্রুত রিডিং পড়ে বুঝার ক্ষমতা অর্জন করা। নতুন নিয়মে ৩-৪ টি প্যাসেজ থাকে, প্রত্যেকটা থেকে প্রায় ১০ টা করে প্রশ্ন থাকবে, সময় দেয়া হবে ৫৪-৭২ মিনিট। প্যাসেজের সংখ্যা কম হলে সময় দেয়া হবে, ৪ টা থাকলে সময় প্রায় ২০ মিনিট বাড়িয়ে দেয়া হবে।

লিসেনিং পরীক্ষাটা রিডিং পরীক্ষা শেষ হলেই শুরু হবে। এটা দিয়ে মূলত পরীক্ষা করা হবে ইংরেজিতে আলোচনা বা প্রফেসরদের লেকচার শুনে তোমার বুঝার ক্ষমতা। এখানে ৩-৪ টি অডিও রেকর্ডিং শোনানো হবে, প্রতিটি থেকে ৬টি করে প্রস্ন থাকবে। দুইজন ছাত্র কিংবা একজন ছাত্র এবং একজন শিক্ষক কোন একটা বিষয় নিয়ে আলোচনা করছে, এরকম ২-৩ টি আলোচনা শুনে ৫টা প্রশ্নের উত্তর দিতে হবে। সময় দেয়া হবে ৪১-৫৭ মিনিট। আমাদের দেশের অনার্সে পড়ালেখার মাধ্যম ইংরেজি হলেও বেশিরভাগ প্রতিষ্ঠানে বাংলায় লেকচার দেওয়া হয়। এসব লেকচার যদি সম্পূর্ণ ইংরেজিতে হত কিংবা ছাত্রের সাথে শিক্ষকের আলোচনা ইংরেজিতে হলে এই লিসেনিং পরীক্ষাটার জন্য কারও নতুন করে প্রিপারেসন নেওয়ার দরকার হতনা। বাংলাদেশের শিক্ষকতার বিষয়ে একটা জোকস শুনেছিলাম, এক লোক একটা ভার্সিটির ইংরেজি ক্লাসে গিয়ে দেখলেন বাংলায় ক্লাস নেওয়া হচ্ছে, তারপর বাংলা ক্লাসে গিয়ে আরও অবাক হলেন কারন সেখানে ক্লাস নেওয়া হচ্ছে আঞ্চলিক ভাষায়! যা হোক, সিস্টেমের দোষ নিয়ে লাভ নেই, তুমি যদি ইচ্ছে কর, কয়েকদিন প্রিপারেসন নিয়েই লিসেনিং এ ভাল করতে পারবে।

স্পিকিং হচ্ছে ইংরেজি দক্ষতা প্রমানের আসল পরীক্ষা। আমরা পড়ে ইংরেজি বুঝি, শুনেও বুঝি কিন্তু সমস্যা হল স্বতঃস্ফূর্তভাবে বলতে পারিনা। এই ধাপে প্রথমে একটা স্বাধীন টাস্ক থাকবে, অর্থাৎ তোমার মনে যা ইচ্ছে তাই বলতে পারবে। টপিকগুলো খুবই সহজ সহজ, যেমন- How do you want to celebrate your birthday?

তারপর তিনটি সম্মিলিত ধাপে তোমাকে কিছু নির্দেশনা দেয়া থাকবে, সেই নির্দেশনা অনুযায়ী কথা বলবে। মূলত প্রতি সেকশনে একটা অডিও শোনানো হবে, এবং এর উপর একটা লেখাও পড়তে হবে। ঐ অডিও ও লেখার মধ্যে তুলনা করতে হবে বা নিজের আইডিয়া বলতে হবে। যেমন, মনে কর- বাসায় না থেকে ভার্সিটির হলে থাকার সুবিধা-অসুবিধা নিয়ে একটা ছেলে আর একটা মেয়ে কথা বলছে। ছেলেটা হলে থাকার পক্ষে যুক্তি দিল, মেয়েটা বিপক্ষে যুক্তি দিল। শেষ পর্যন্ত কেউ কারো কথা মানলোনা। তোমার কাছে জানতে চাওয়া হতে পারে- কার যুক্তি বেশি গ্রহণযোগ্য? ভয় পেলে চলবেনা, ভয় পাবার কারনে এই ধাপ অনেকে ভাল করতে পারেনা। প্র্যাকটিস কর, কয়েকদিন অনুশীলন করলেই এই ধাপে অনেক ভাল করতে পারবে।

রাইটিং সেকশনে তোমাকে দুইটা রচনা লিখতে হবে। একটা হবে সম্মিলিত লেখা, আরেকটা হবে স্বাধীন। সম্মিলিত লেখায় তোমাকে লেকচার শোনার সাথে সাথে একটা পেসেজ রিডিং পড়তে হবে এবং তার উপর ভিত্তি করে পেসেজ ও লেকচারের মধ্যে পার্থক্যগুলো লিখতে হবে। স্বাধীন ধাপে একটা বাক্য থাকবে, যার উপর তোমার মতামত দিতে হবে। এই সেকশনের সাথেই শেষ হয়ে গেল তোমার TOEFL পরীক্ষা। এবার যে ফলাফলই আসুক না কেন সেটা দিয়েই আবেদন করা শুরু কর।

কিভাবে পরীক্ষা দিতে হয়?

GRE’র মতই TOEFL ও ETS (Education Testing Service) এর তত্বাবধানে হয়। অনলাইনে রেজিস্ট্রেশন করে পরীক্ষার কেন্দ্র নির্বাচন করে সঠিক সময়ে পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষাটা দিতে হয়। আমার জানামতে TOEFL পরীক্ষার ফি ১৬৫ডলার, পরীক্ষা দেয়ার আগে তুমি চারটা বিশ্ববিদ্যালয়ে ফ্রি-তে স্কোর পাঠাতে পারবে এবং পরবর্তিতে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে স্কোর পাঠাতে আলাদা খরচ করতে হবে।

IELTS না দিয়ে TOEFL দিলে কি সুবিধা?

আমেরিকা এবং কানাডায় টোফেলের গ্রহণযোগ্যতা বেশি। আইইএলটিএসে স্পিকিং এর জন্য এক্সট্রা ১ দিন দিতে হবে এবং অধিকাংশ ক্ষেত্রে স্কোর ব্রিটিশ কাউন্সিলে যেয়ে কালেক্ট করতে হয়। আইইএলটিএসের স্কোর সেন্ডিং প্রসেস তুলনামূলক জটিল। আইইএলটিএসে প্রতি স্কোর সেন্ড করতে ২৪০০-৩৫০০ টাকা গুনতে হবে, যদিও কিছু ইউনিভারসিটিতে ইলেক্ট্রনিক্যলি স্কোর সেন্ড করা যায়। টোফেলে একবার রেজিস্ট্রেশন করলে চারটা ভার্সিটিতে ফ্রি স্কোর পাঠানো যায়। পরবর্তীতে প্রতিটা ইউনিভার্সিটিতে স্কোর পাঠাতে ২০ ডলার করে লাগে। TOEFL এর সব ধাপই অনলাইন বেইজড কিন্তু IELTS এর অধিকাংশ ধাপই এনালগ মানে কাগজের পদ্ধতি। আমার মনে বিশ্ববিদ্যালয়ে এপ্লাই করার সময় এবং স্কোর পাঠানোর সময় IELTS স্কোর পাঠাতে যে দৌড়ঝাপটা দিতে হয় তা TOEFL এ দিতে হয় না বলেই TOEFL এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

GRE দেইনি, তবে TOEFL স্কোর আছে, আবেদন করতে পারব?

কয়েকদিন আগে একটা আর্টিকেল পড়লাম, সেখানে একজন অধ্যাপক বিশ্লেষণ করেছেন আমেরিকায় যারা বায়োলজিক্যাল সাইন্সে মাস্টার্স বা পিএইচডি করতে আসে, তাদের আসলে GRE দেবার কোন প্রয়োজন নেই। ইদানিং অনেক ভার্সিটি GRE থেকে সরে আসতে চাইছে। কিছু কিছু নিচের দিকের বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে GRE লাগে না তবে TOEFL অবশ্যই লাগে। খুঁজে দেখতে পারো, প্রফেসর যদি রাজি হয়ে যায় তাহলে আর কোন সমস্যাই না। তোমরা শুনলে অবাক হবে যে অস্ট্রেলিয়া কিংবা কানাডার মত দেশেও IELTS/TOEFL ছাড়া মাস্টার্স/পিএইচডি করতে যাওয়া যায়। তোমার যা আছে তা নিয়েই সামনে এগিয়ে যেতে হবে, আগে আবেদন কর, তারপর নিজেই খুঁজে বের কর কি লাগবে কি লাগবে না?

স্কলারশিপ এর জন্য TOEFL এ কত স্কোর লাগে?

আমি এটা আসলে জানিনা। অনেকে বলে ৮০ এর উপরে TOEFL এর স্কোর থাকা মানে ভাল স্কোর। তবে স্কলারশিপ অনেক বিষয়ের উপর নির্ভর করে। শুধু TOEFL এর স্কোর ভালো হলেই যে পাবে ব্যাপারটা এমন নয়, আবার TOEFL এর স্কোর খারাপ বলে যে পাবেনা, তাও নয়। এটা কেউ আগে থেকে বলতে পারবে না। এটা GRE, TOEFL, CGPA, Letter of Recommendation, Statement of Purpose এবং বিশ্ববিদ্যালয়ে ফান্ডিং এর সুযোগ এসব কিছুর উপর নির্ভর করে। তবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের জন্য সর্বনিম্ন গ্রহনযোগ্য TOEFL স্কোর দেয়া থাকে, সেই স্কোরের চেয়ে তোমাকে অবশ্যই বেশি পেতে হবে ।

writer: Md Israfil Ali
original post link in comment

You get $15,000 for permanent residency on the Italian island of Sardinia, but why?আপনি কি ইতালিতে একটি সুন্দর দ্বিপে মন...
24/09/2022

You get $15,000 for permanent residency on the Italian island of Sardinia, but why?

আপনি কি ইতালিতে একটি সুন্দর দ্বিপে মনোরম জীবন যাপনের স্বপ্ন দেখেন? তবে কেমন হবে যদি আপনার এই স্বপ্ন সত্যি হয়ে যায় এবং এই স্বপ্ন পূরণের জন্য আপনি অতিরিক্ত ভাবে পাবেন প্রায় ১৫ হাজার ইউরো বা ১৪৫৩০+ ডলার? কি ভাবতে অবাক লাগছে কিন্তু এটাই সত্যি কিন্তু কিভাবে?

ইতালির সার্ডিনিয়া এর সরকার ঘোষণা দিয়েছে যে তারা প্রতি জনকে প্রায় ১৫ হাজার ইউরো প্রদান করবে শুধুমাত্র তাদের মেডিটেরিয়ান আইল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করার জন্য। একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সার্ডিনিয়া প্রায় ৪৫ মিলিয়ন ইউরো খরচ করছে যাতে তারা আরো ৩০০০ নতুন অভিবাসীকে ১৫ হাজার ডলার এর বিনিময়ে তাদের দ্বীপে বসবাসের জন্য আগ্রহী করে তুলতে পারে।

এর কারণ হিসেবে প্রেস বিজ্ঞপ্তিতে সার্ডিনিয়া এর প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান সেলিনাচ জানান, "আমরা এখানে এমন একটি পরিবেশ সৃষ্টি করছি যাতে তরুণ প্রজন্মের সবাই এখানে স্থায়ী বসবাসের সিদ্ধান্ত নেয় এবং আমাদের এই অঞ্চলের অর্থনৈতিক এবং সার্বিক উন্নতিতে কাজ করে"

তবে এই ১৫ হাজার ইউরো পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে অথবা তারা কেন দিচ্ছে ১৫০০০ ইউরো এর পিছনে রহস্যটা আসলে কি?

তবে এ ১৫ হাজার ইউরো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে সেগুলো হল,

১. সার্ডিনয়ান শহরে আপনাকে ৩০০০ নতুন অভিবাসী পূরণ হওয়ার আগেই আবেদন করতে হবে
২. আপনি যে ১৫ হাজার ইউরো পাবেন সেটা আপনার নিজস্ব একটি বাড়ি তৈরির পিছনেই খরচ করতে হবে অর্থাৎ আপনি সে ১৫ হাজার ইউরো অন্য কোথাও খরচ করতে পারবেন না। সেই ইউরো দিয়ে আপনি সাইডেনিয়ার দ্বীপেই আপনার বাড়ি তৈরি করতে পারবেন সেজন্য আপনাকে মূলত ইউরো দেয়া হবে।
সার্ডিনিয়া | Asif National

কিন্তু শর্ত হচ্ছে,
১. আপনাকে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে হবে অর্থাৎ আপনি সেখানে খেয়াল খুশি মতো বা পার্টটাইম হিসেবে যদি থাকতে চান সেটা গ্রহণযোগ্য হবে না। আপনাকে সেখানে ফুল টাইম বসবাস করতে হবে।
২. সাইডেনিয়াকে আপনার পার্মানেন্ট রেসিডেন্ট বা স্থায়ী ঠিকানা হিসেবে ১৮ মাসের মধ্যেই নিশ্চিত করতে হবে।

মূলত সার্ডিনিয়াকে তার কমতি জনসংখ্যা থেকে বাড়তি জনসংখ্যা এবং তাদের অর্থনৈতিক উন্নতির জন্যই এই পদক্ষেপ নেয়া হয়েছে। যাতে তরুন প্রজন্ম এই উদ্যোগে আগ্রহী হয় সেজন্যই সরকার মূলত তাদেরকে ১৫ হাজার ডলার করে সহায়তা প্রদান করছে যে ইউরো শুধুমাত্র তারা সেখানে বাড়িঘর নির্মাণের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে।

follow for more interesting news/facts/update
Asif National

"A man who looks like Rabindranath Tagore”‘অনেকেই বলেন, আমায় নাকি দেখতে কবিগুরুর মতো’হেসে বললেন, ‘‘আমি এক জন রবীন্দ্রভক্...
23/09/2022

"A man who looks like Rabindranath Tagore”

‘অনেকেই বলেন, আমায় নাকি দেখতে কবিগুরুর মতো’
হেসে বললেন, ‘‘আমি এক জন রবীন্দ্রভক্ত। নাম সোমনাথ ভদ্র। অনেকেই বলেন, আমায় নাকি দেখতে কবিগুরুর মতো।’’

‘একটা বড় চা দিন তো’-কথাটা বলে উল্টো দিকের বেঞ্চে বসা ব্যক্তির দিকে তাকাতেই বিস্মিত কলেজ পড়ুয়া যুবক।

জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে, ২২ শ্রাবণের সকালে এ কাকে দেখছেন তিনি! মাথায় ঢেউ খেলানো কাঁচা-পাকা চুল। সঙ্গে লম্বা দাড়ি। কাঁধে ঝোলানো ব্যাগ নিয়ে, পাজামা-পাঞ্জাবি পরা ওই ব্যক্তি যে অবিকল কবিগুরু! ব্যাপারটা বুঝতে পেরে রহস্যের উন্মোচন করলেন ‘কবিগুরু’ নিজেই। হেসে বললেন, ‘‘আমি এক জন রবীন্দ্রভক্ত। নাম সোমনাথ ভদ্র। অনেকেই বলেন, আমায় নাকি দেখতে কবিগুরুর মতো।’’

শুধু ওই পড়ুয়াই নন, রাস্তায়, ট্রামে-বাসে, ট্রেনে যে কেউই হেদুয়ার দীনবন্ধু চক্রবর্তী লেনের বাসিন্দা সোমনাথবাবুকে দেখলে প্রথমে বিস্মিত হন। বিএসএনএল-এর কর্মী, বছর আটান্নর ওই ব্যক্তি অবশ্য বলেন, ‘‘আমি কখনই কবিগুরুকে নকল করতে চাইনি। তবে ছোট থেকেই ওঁর চেহারার সঙ্গে মিল রয়েছে। আর বড় হওয়ার পরে চুল-দাড়িও ওঁর মতোই হল।’’ তাঁর দাবি, আগে চুল-দাড়ি কেটে ফেলতেন। কিন্তু বছর চারেক আগে পরিচিতরা তাঁকে ঢেউ খেলানো চুল ও লম্বা দাড়ি রাখতে বলেন। এর পর থেকেই ‘রবীন্দ্রনাথ লুক’-এ শহরের রাস্তায় ঘুরে বেড়ান সোমনাথবাবু।

দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। সোমনাথবাবু জানান, রবি ঠাকুরের সব বই যে পড়েছেন, তেমনটা নয়। তবে রবি ঠাকুরের গান বড্ড ভালোবাসেন তিনি। আগে শুনতেন রেডিয়োয়। এখন মোবাইলে ভরে রেখেছেন প্রিয় গানগুলি। রবীন্দ্রনাথ ঠাকুরের চেহারার সঙ্গে এত মিল রয়েছে বলে অনেক জায়গায় বাড়তি সুবিধাও পেয়েছেন বলে জানালেন সোমনাথ। বললেন, ‘‘সবাই দেখলেই ছবি, নিজস্বী তোলেন। স্থানীয় কিছু সমস্যার জন্য গঙ্গাসাগরে একটা কাজ আটকে ছিল। আমি যেতেই স্থানীয়েরা নিজেরাই এসে সাহায্য করলে‌ন।’’

দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটিতে অফিস সোমনাথবাবুর। তবে বছরের দু’টি দিন তিনি অফিসমুখো হন না। বললেন, ‘‘চাকরি গেলে যাক। ২৫ বৈশাখ আর ২২ শ্রাবণ আমি অফিস যাই না। ওই দিনগুলো তো কবিগুরুর জন্য।’’ সম্প্রতি তাঁকে নিয়ে তৈরি হয়েছে ‘এ কোন রবি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যের ছবি।

চেহারায় মিল থাকার জন্যই কি এত কিছু?

‘‘না, একদম ভুল কথা। ছোট থেকেই আমি রবীন্দ্রনাথকে ভালবাসি। ওঁর গান আমায় চুম্বকের মতো টানে’’ বললেন সোমনাথবাবু। ছোট থেকে কোথাও রবীন্দ্রসঙ্গীতের আসর বসলেই ছুটে যান তিনি। কাঁধে ঝোলানো ব্যাগ থেকে ডায়েরি বের করে নিয়ে নেন শিল্পীর সই। হেমন্ত মুখোপাধ্যায়, সুচিত্রা মিত্র, দেবব্রত বিশ্বাস— কে নেই সেই তালিকায়! দীর্ঘদিন ধরেই রবীন্দ্রভারতী সোসাইটির সদস্য সোমনাথবাবু। সেখানে তাঁকে মজা করে ডাকা হয় ‘কালো রবীন্দ্রনাথ’ বলে। তাতে অবশ্য বিন্দুমাত্র রাগ নেই তাঁর। বললেন, ‘‘রাগব কেন! আমার গায়ের রং তো কালোই।’’

প্রতি বুধবার বিকেলে রবীন্দ্রভারতী সোসাইটির ঘরোয়া আড্ডায় হাজির হ‌ন সোমনাথ। সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় বলেন, ‘‘সোসাইটির এমন কোনও অনুষ্ঠান নেই যে সেখানে উনি আসেননি। আগে এক কোণে দাঁড়িয়ে থাকতেন। আমি এখন ওঁকে প্রকাশ্যে এনেছি। কাকতালীয় ভাবে ওঁর চেহারাটা কবিগুরুর সঙ্গে মিলে যায়।’’ সিদ্ধার্থবাবু জানান, অত্যন্ত মিশুকে স্বভাবের সোমনাথবাবুকে দেখতে পেলেই তাঁকে ক্যামেরা-বন্দি করেন জোড়াসাঁকোয় আসা বিদেশিরা।

হেদুয়ার লোকজনও এখন সোমনাথবাবুর আসল নামটা প্রায় ভুলতে বসেছেন। তা নিয়ে অবশ্য তাঁর কোনও অভিযোগ নেই। হেদুয়ার ‘রবীন্দ্রনাথ’ নিজের মনেই গুনগুন করতে থাকেন, ‘আমি পথ ভোলা এক পথিক এসেছি...’।

রবিচ্ছায়া: হেদুয়ায় সোমনাথ ভদ্র। ছবি: স্বাতী চক্রবর্তী।
রচনা ঃ শান্তনু ঘোষ, আনন্দ বাজার অন লাইন

ধর্ষককে হত্যার দায়ে কিশোরীকে ধর্ষকের পরিবারকে $150,000 দিতে আদেশ দিয়েছে আদালত।পাচার ও একাধিকবার ধর্ষণের শিকার পিপার লুই...
17/09/2022

ধর্ষককে হত্যার দায়ে কিশোরীকে ধর্ষকের পরিবারকে $150,000 দিতে আদেশ দিয়েছে আদালত।

পাচার ও একাধিকবার ধর্ষণের শিকার পিপার লুইস নামের এক মার্কিন কিশোরীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে মার্কিন আদালত। সেই সাথে নিজের ধর্ষককে হত্যার দায়ে ধর্ষকের পরিবারকে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ অন্যথায় আরও ২০ বছরের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে ভুক্তভোগী ওই কিশোরীর বিরুদ্ধে। মার্কিন আদালতের এমন বিচার নিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে বিশ্বজুড়ে। খবর দ্য গার্ডিয়ানের।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের পোল্ক কাউন্টি জেলা জজ ডেভিড এম পোর্টার এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত লুইসের বয়স এখন ১৭ বছর। মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের জুনে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের ডেস মইনসে ঘটনাটি ঘটে। ওই সময় ভুক্তভোগী লুইসের বয়স ছিল ১৫ বছর। দত্তক নেয়া মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন লুইস। এরপরই পাচারকারীর খপ্পড়ে পড়েন তিনি। ওই সময় জাচারি ব্রুকস নামের ২৮ বছর বয়সী এক ব্যক্তি তাকে ধর্ষণ করে।

লুইসকে দিনের পর দিন ধর্ষণ করে আসছিল ব্রুকস। এতে তার প্রতি ক্ষিপ্ত ছিলেন লুইস। এর কিছু দিন পর ঘুমন্ত ব্রুকসকে পরপর ৩০ বার ছুরিকাঘাত করে হত্যা করেন তিনি। আদালতে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ড এবং ইচ্ছাকৃত আঘাতের জন্য দোষ স্বীকার করে লুইস। এর দায়েই তাকে ৫ বছরের কারাদণ্ড ও দেড় লাখ মার্কিন ডলার জরিমানা করেছেন আদালত।

জানা গেছে, রায় ঘোষণার সময় লুইসকে পাচার বা ধর্ষণ সম্পর্কে কোনো কথাই বলেননি বিচারক। তার যুক্তি ছিল, ছুরিকাঘাত করার সময় ব্রুকস ঘুমিয়ে ছিলেন। তাই তাৎক্ষণিকভাবে লুইসের কোনো বিপদ ছিল না। এছাড়া ব্রুকসকে হত্যার কারণে তার বাচ্চারা পিতৃহীন হয়েছে। লুইস যেমন নিজেকে ভুক্তভোগী দাবি করছে তেমনি বাচ্চাগুলোরও কাউকে দায়িত্ব নিতে হবে। এই রায় এরই মধ্যে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের শিরোনামে উঠে এসেছে

16/09/2022

শুক্রবার চীনের দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের চাংশা শহরে একটি আকাশচুম্বী ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিভিয়ে ফেলা হলেও হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি। ভবনটিতে রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকমিউনিকেশন কোম্পানি চায়না টেলিকমের একটি অফিস রয়েছে।

Address

Bagdhani, Poba
Rajshahi
6210

Alerts

Be the first to know and let us send you an email when Asif National posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asif National:

Share