আবেগ

আবেগ মানুষের মাঝে থাকা সুখ-দুঃখ,হাসি-কান্না,আবেগ,অনুভূতির সকল মানবিয় গুনাবলি সমন্বিত পেজ "আবেগ"।
ধন্যবাদ🙂

"মানুষ ভালোবাসতে শেখায়, তারপর মায়া জমে গেলে ছেড়ে চলে যায়💔💔💔
22/08/2024

"মানুষ ভালোবাসতে শেখায়, তারপর মায়া জমে গেলে ছেড়ে চলে যায়💔💔💔

18/08/2024

পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত!
যারা সামান্য ভালোবাসা, আদর আর যত্ন পেলেই ভালো থাকতে পারে, ঠিক তারাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হয়! যাদের চাহিদা খুবই নগন্য, যারা অল্পতেই খুশি হয়, যারা কেবল ভালোবাসাতেই সুখ খোঁজে, তারাই হয় পৃথিবীতে চরম অসুখী!

খেয়াল করে দেখবেন,
আপনি যাকে পাশে পেলে কিংবা যার সাথে কথা বললে ভালো থাকবেন, ঠিক সেই থাকবে আপনার ধরাছোঁয়ার বাইরে! আপনি যদি একজন চঞ্চল কিংবা রসিক স্বভাবের মানুষ হোন, তবে সম্পর্কের অপর পাশের মানুষটা হবে বড্ড বেরসিক আর গম্ভীর স্বভাবের।

সামান্য ভালোবাসা, আদর যার চাহিদা, তার চাহিদা কখনোই পূরণ হয় না! মানসিক যন্ত্রণায় হতভম্ব হয়ে পড়ে থাকলেও কেউ খোঁজ নেয় না।

পৃথিবীর এই নির্মম বাস্তবতা মানুষকে আজীবন ভোগায়! যারা কেবল ভালোবাসা চায়, তারা ভালোবাসা পায় না। প্রিয়জনের কাছ থেকে যারা একটু সময় চায়, ঠিক তারাই অবহেলায় পড়ে থাকে দিনের পর দিন!

অথচ কেউ দেখে না, সুন্দর হৃদয়গুলো দিনের পর দিন কতটা অবহেলা, আঘাত– যন্ত্রণা সইতে সইতে সুনসান নীরবতায় হারিয়ে যায়, চোখের পলকে!

লেখায়:- মোঃ ফাহাদ মিয়া🌼

😊😊
13/08/2024

😊😊

12/08/2024
12/08/2024

একটা বয়সের পর প্রেম ভালোবাসা বিষয়টা অনেক কঠিন হয়ে যায়।

শুধু সুন্দর চেহারা দেখে কারো প্রতি হুট করে ভালোবাসা চলে আসেনা। তখন কাউকে পছন্দ হওয়ার আগে - পরিবার, ব্যবহার, ক্যারিয়ার, মানসিকতা, ব্যক্তিত্ব আরো একশোটা ফ্যাক্টর মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে।

এই এতকিছু মিলিয়ে তারপর ধরেন কাউকে একটু একটু ভালো লাগতে শুরু করলো। তখন দেখবেন সে সিঙ্গেল না, আবার মনে করেন সিঙ্গেল হলোও কিন্তু সে তার এক্স কে এখনো গেট ওভার করতে পারেনা টাইপ আরো নানান ক্যাচাল।

ফুচকা খেতে খেতে গলির মোড়ে কারো চোখে চোখ আটকে গিয়ে প্রেমে পড়ার বয়স আপনার শেষ।

এখন আপনার মানুষের চেয়ে ফুল লতাপাতা বেশি ভালো লাগে। কারো সাথে দুই ঘন্টার কফি ডেটে যাওয়ার চেয়ে কম্বলের নিচে গুটিশুটি মেরে পড়ে থাকতে বেশি ভালো লাগে।

এই বয়সে বোধহয় শুধু একটা কমফোর্ট জোন খোঁজে

মানুষ। যেখানে গিয়ে হাঁফ ছেড়ে বাঁচা যায়। উষ্কখুষ্ক চুল, পুরোনো জামা, সদ্য ঘুম থেকে উঠে ফুলকো লুচির মত চেহারাটা নিয়ে যার সামনে নির্দ্বিধায় গিয়ে দাড়িয়ে পড়া যায়।

যার কাঁধে মাথা রাখলে সারাদিনের ক্লান্তি ফুরিয়ে যায়।

হয়তো এরকম একটা কিছুর প্রেমে পড়ে মানুষ এই বয়সে।

~ সংগৃহীত

09/08/2024

কত শত মিথ্যে স্বপ্ন দেখিয়েছিলে আমায়, আর আমি সহজে সব উজাড় করে দিয়েছিলাম পরে আমায় এড়িয়ে গেলে 💔💔

08/08/2024

আমার সাথে কথা না বলে ও যে দিনের পর দিন থাকতে পারে, কিভাবে বুঝবো সে আমাকে ভালোবাসে 💔

একটা সম্পর্কে থাকাকালীন কেউ ২৪ ঘন্টা ব্যস্ত থাকে নাহ,কিন্তু তুমি দিনের পর দিন তা দেখিয়েছো বুঝিয়েছো যে তুমি আমার প্রতি আস...
08/08/2024

একটা সম্পর্কে থাকাকালীন কেউ ২৪ ঘন্টা ব্যস্ত থাকে নাহ,কিন্তু তুমি দিনের পর দিন তা দেখিয়েছো বুঝিয়েছো যে তুমি আমার প্রতি আসক্ত নও বিরক্ত 😊 আমিও অপেক্ষা করতে থাকলাম কিন্তু তোমার সময় হলো নাহ, তাই অপেক্ষা করা ছেড়ে দিলাম🤗।

এখন বেশ আছি কারও জন্য অপেক্ষা করি নাহ,কেউ আমায় বিরক্ত হয়ে নোংরা ভাবে গালি দেয় নাহ,কারও জন্য মন খারাপ করে নাহ 💃💃

07/08/2024

কেউ এখন পর্যন্ত বললো নাহ,চিন্তা করো না প্রিয় আমি আছি 💔💔
কিন্তু হঠাৎ কিছু লোক অধিকার দেখাতে আসে 😥😥

একদম 😄
06/08/2024

একদম 😄

06/08/2024

তুমি হারিয়ে গেলে খুঁজে নিতাম,কিন্তু তুমি তো বদলে গেছো💔

Address

Rajshahi
6000

Telephone

+8801518951059

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবেগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আবেগ:

Share

Category