Ayrish World

Ayrish World সৃষ্টির সবকিছুই সুন্দর
যদি সুন্দর মন ❤দিয়ে দেখেন! cooking 🌶lifestyle &blogs video creator ⚘⚘

আম মাখা 😋😋 #শুভদুপুর
20/04/2025

আম মাখা 😋😋
#শুভদুপুর

আসসালামুঅলাইকুম  #শুভদুপুর
18/04/2025

আসসালামুঅলাইকুম
#শুভদুপুর

শুভ সন্ধা 😍😍
16/04/2025

শুভ সন্ধা 😍😍

আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য ⚘
16/03/2025

আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য ⚘

সব গুনা’র পিছে শয়তান থাকে না এটা বোঝানোর জন্যই রমজান আসে ❤️‍🔥
15/03/2025

সব গুনা’র পিছে শয়তান থাকে না এটা বোঝানোর জন্যই রমজান আসে ❤️‍🔥

13/03/2025

এ দেশে ধর্ষকের
আগে ধর্ষিতার মৃত্যু
হয় 😭এ লজ্জা পুরো বাংলাদেশের 🇧🇩

08/03/2025

থামিয় দেও নারীর প্রতি নোংরা লোভের থাবা!🤚

একদিন তুমিও হবে কোন এক নারীর বাবা !!

06/03/2025

গলা শুকিয়ে যাবে
কিন্ত অন্তর আল্লাহর ভয়ে উজ্জীবিত থাকবে
এটাই রোজা
আলহামদুলিল্লাহ🤲🤲

আমি মুড়ি মাখায় জিলাপি পছন্দ করি    আর আপনি ??😀
05/03/2025

আমি মুড়ি মাখায় জিলাপি পছন্দ করি
আর আপনি ??😀

ইফতার এর আনন্দ হলো পরিবার    পরিবার ছাড়া ইফতার এ আনন্দ নাই !  শুভ রাত্রি ⚘
04/03/2025

ইফতার এর আনন্দ হলো পরিবার
পরিবার ছাড়া ইফতার এ আনন্দ নাই !
শুভ রাত্রি ⚘

জালালউদ্দিন রুমি একবার একটা বনের মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন। রুমি যখন ভাবছেন যে, পাখিটাকে কীভ...
04/03/2025

জালালউদ্দিন রুমি একবার একটা বনের মাঝ দিয়ে যাওয়ার সময় একটা বড় কালো তিতির পাখি ধরে ফেলেন। রুমি যখন ভাবছেন যে, পাখিটাকে কীভাবে খাবেন; আগুনে ঝলসে; নাকি তরকারি রান্না করে!

এমন সময় পাখিটি বলে ওঠে.....

‘রুমী তুমি তোমার এই জীবনে এতো গোশত খেয়েছো; অথচ তোমার এই আমিষের আকুতি শেষ হয়না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও; আমি তোমাকে তিনটি পরামর্শ দেবো; যা তোমার জীবনকে সন্তোষ আর শান্তিতে ভরে দেবে।’

রুমি কিছুটা বিচলিত হয়ে বলেন....

“আমার হাতে বসেই প্রথম পরামর্শটা দাও; যদি পছন্দ না হয়; সঙ্গে সঙ্গে হত্যা করবো তোমাকে।”

পাখিটি রাজি হয়ে বলল....

তুমি সব সময় তোমার বন্ধুদের উদ্ভট সব আলোচনায় বিচলিত হয়ে পড়ো। এর চেয়ে তাদেরকে তাদের মতো থাকতে দাও। তাতে তোমার জীবন শ্রেয়তর হবে।’

রুমি কিছুটা চিন্তা করে নিয়ে ভাবতে থাকেন; পাখিটার কথায় বোধ আছে। সুতরাং দ্বিতীয় পরামর্শ দিতে বলেন।

পাখি বলে.....

তুমি আমায় ছেড়ে দিলে ওই গাছের ডালে বসে দ্বিতীয় পরামর্শটা দেবো।’

রুমি তখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পাখিটিকে ছেড়ে দেন; আর পাখি গিয়ে কাছেই একটি গাছের ডালে বসে।

পাখিটা এবার তার দ্বিতীয় পরামর্শের কথা বলে....

রুমী অতীতকে কখনো পালটানো যায় না। সুতরাং বর্তমান মুহূর্তটিকে উপভোগ করো। আর ভবিষ্যতের জন্য বাঁচো। যা হোক বড় বোকামি করেছো তুমি। আমার পেটের মধ্যে তিন কেজি হীরা আছে। তুমি এটা পেলে তোমার তিনপুরুষ বসে খেতে পারতে।’

সাংঘাতিক ঘাবড়ে গিয়ে রুমি তিতিরের পেছনে রেগে ছুটতে থাকেন; তাকে আবার ধরতে। পাখি তখন জোরে জোরে বলে...…

রুমি তুমি দেখছি আমার পরামর্শ একেবারেই শুনলে না। আমার নিজেরই ওজন যেখানে দুই কেজির বেশি নয়; আমার পেটে কী করে তিন কেজি হীরা থাকবে!

তুমি দেখছি এখনো উদ্ভট আর বোধহীন কথায় প্রতিক্রিয়া দেখাচ্ছো! দ্বিতীয়ত আমি এরিমাঝে তোমাকে ছেড়ে গেছি; তোমার জীবনে এখন আমি অতীতের বিষয়।’

পুরোপুরি স্তম্ভিত হয়ে রুমি তখন তৃতীয় পরামর্শের জন্য অনুরোধ করেন।

তিতির পাখিটি বলে—

রুমি শোনো..!

সবাইকে উপদেশ দিতে যেওনা। শুধু তাদের উপদেশ দাও; যারা সেটা শুনবে-মনে রাখবে। মনে রেখো কিছু কাপড় এতো জীর্ণ হয়ে যায়; যা আর কখনো সেলাই করা যায় না।"
©

যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায় রমাদানের সিয়াম পালন করে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। (সহীহ বুখারী, হাদীস: ৩৮)
02/03/2025

যে ব্যক্তি ঈমানসহ পুণ্যের আশায়
রমাদানের সিয়াম পালন করে,
তার পূর্বের গুনাহ ক্ষমা করে
দেওয়া হয়। (সহীহ বুখারী, হাদীস: ৩৮)

Address

Rajshahi

Telephone

+8801718824171

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayrish World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayrish World:

Share