Anamul Haque Adib

Anamul Haque Adib পথযোদ্ধা

02/08/2025

কামড়াকামড়ি বাদ দিয়ে আপারে একটা কল দেন। জিজ্ঞেস করেন কার ভয়ে সে পালিয়েছে। যারে গালা'গালি বেশি করবে সেই আসল মাস্টারমাইন্ড..😄😄

আজকের ৩৫ মিনিটের সার্কাজম সংক্ষিপ্ত তুলে ধরলাম!*এখন আর আপনাদের কোন সরকারি অফিসে যেতে হবেনা। কারণ সরকারি সকল কাজ অনলাইনে ...
26/03/2025

আজকের ৩৫ মিনিটের সার্কাজম সংক্ষিপ্ত তুলে ধরলাম!

*এখন আর আপনাদের কোন সরকারি অফিসে যেতে হবেনা। কারণ সরকারি সকল কাজ অনলাইনে হচ্ছে।ঘুষের রাজত্ব হয়তো বন্ধ হয়ে যাবে।

*প্রবাসীরা আমাদের অর্থনীতিকে ঘুরিয়ে দিয়েছে।
যা এদেশে ইতিহাসের সরকারের পক্ষে প্রথম কৃতজ্ঞতা প্রকাশ।

*আমরা রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেছি বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছি।অর্থাৎ পণ্যের দাম কমেছে ২৫ রজমানের একদিন রাতও কারেন্টের সমস্যা কেউ ফেইস করতে হয়নি।

*পৃথিবীর সকল দেশের সরকার বাংলাদেশকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে শিল্প উন্নত দেশগুলো।

*আরব আমিরাতের ভিসা কয়েক বছর ধরে বন্ধ। দ্রুত খোলার জন্য একমত হয়েছে আমিরাতের সরকার।
এমনকি সরকার বাংলাদেশে বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে।

*আসিয়ান সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ। যা দেশের কূটনৈতিক সম্পর্ক ও দেশের অর্থনীতিকে একধাপ এগিয়ে নিয়ে যাবে।

*আমাদের দেশ থেকে শ্রমিক যাবে মালয়েশিয়া ,যেখানে সকল সমস্যার অবশান ঘটানো হচ্ছে কোন জটিলতা ছাড়াই যেতে পারবেন।

*চীন দিবে প্রযুক্তি সহায়তা,মেডিক্যাল সহায়তা ও সৌরবিদ্যুৎ সুবিধা ও চিকিৎসা সেবা সহায়তা যেখানে আর ভারতে যেতে হচ্ছেনা।

*নেপাল থেকে জলবিদ্যুৎ আনার আলোচনা চলছে। মানে ভারতের দাসত্ব থেকে বের হতে পারবেন।

*আমাদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে পড়বে। বাহিরের পণ্য বাংলাদেশে আসবে।এতে করে কৃষকরা লাভবান হবে।দেশের কৃষকরা নতুন স্বপ্ন দেখবে কর্মসংস্থান তৈরি হবে।

*দুর্নীতি মুক্ত করার জন্য চালু হচ্ছে অনলাইনে সকল ধরনের সরকারি সেবা।

*জমি সংক্রান্ত সকল কাজ অনলাইনে হবে। যেখানে বড় অংকের ঘুষ আর হয়রানি পোহাতে হবেনা হয়তো।

*জাতীয় রাজস্ব বিভাগ ভেঙ্গে দেওয়া হচ্ছে। অর্থাৎ বড় বড় দুর্নীতিবাজ ব্যবসায়ীরা কর ফাঁকি দেওয়ার সুযোগ হয়তো আর পাবেনা।

*জিডি করার জন্য আর থানায় যেতে হবেনা।
ঘরে বসেই থানায় জিডি করা যাবে। সেই কার্যক্রম দ্রুত সময়ের ভিতরেই অনলাইনে চালু হচ্ছে।

*নারীদের অভিযোগ কেন্দ্রের সবকয়টা কল সেন্টারে নারী নিয়োগ করা হচ্ছে।এখন সবাই মন খোলে সকল অভিযোগ বলতে পারবেন।

*নারীদের নিয়ে স্বপ্ন দেখছে। নারী পুরুষের বৈষম্য দূর করতে সর্বোচ্চ সংস্কার হয়তো এদেশে হবে।

*প্রবাসী বাংলাদেশীদের হয়রানি বন্ধ করা হচ্ছে।
বিমানের টিকেট সম্পূর্ণ অনলাইন করা হয়েছে যার কারণে ৭৫% টিকেটের দাম কমেছে। মানে দালাল সিন্ডিকেট মুক্ত টিকেট বাজার।প্রবাসীরা সহজেই দেশে আসা যাওয়া করতে পারবে।

*হাজীদের জন্য মোবাইল অ্যাপ চালু করেছে। যেখানে থাকবে, লাগেজ না হানোর ভয়। ডাক্তারি সেবা পাবেন। যেখানে যাবেন সেখানের ইতিহাস বাংলায় পড়তে পারবেন। থাকছে নিরাপদে ভ্রমণের সুবিধা।

*স্টারলিংকের কথা যদি বলি, কোন সরকার চাইলে আর তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে পারবেনা।

*দেশের তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই সরকারের মূল লক্ষ্য। পাসপোর্ট এখন ঘরে বসে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে যাবে আপনার ঘরে। সহজেই বাহিরে যেতে পারবেন।

*গুজব নিয়ন্ত্রণে হেল্প করবে জাতিসংঘ, অর্থাৎ বাংলাদেশের কেউ হেল্প না করলেও বিদেশি শক্তি সহায়তা করবে।(যেটা অপকারও আছে বটে)

*গণহত্যাকারীদের বিচার হবেই কারণ এটাই সরকারের মূল উদ্দেশ্যে। দুর্নীতিবাজদের সম্পত্তি বাজেয়াপ্ত করছে।
পাচার হওয়া টাকা ফেরত আনছে।

*জুলাই চার্টার হচ্ছে। কে কোন সংস্কার চাচ্ছে কিংবা কে কি কি সংস্কার চাচ্ছেনা সবই জনগণ দেখতে পারবে কারণ সরকার সবকিছু ওয়েবসাইডে দিয়ে দিবে অর্থাৎ কোন দলটা দেশপ্রেমিক জনগণ দ্রুতই জানতে পারবেন।

*ডিএনএ টেস্টের ল্যাব নির্মাণে কাজ চলছে তার মানে অপরাধীকে দ্রুত সনাক্ত করার সহজ উপায় থাকছে।

*মুদ্রাস্ফীতি কমেছে। রেমিট্যান্স সর্বোচ্চ আসছে। দূতাবাসগুলো যেন দ্রুত কাজ করে সেই বিষয়েও কাজ করছে।

আবারও বলছি ইউনূস স্যার আপনি কল্পনার থেকেও মেধাবী। এমন মেধাবী ,দেশপ্রেমিক জনবান্ধব মানুষই আমরা চেয়েছিলাম।দলমতের ভেদাভেদ ভুলে দেশপ্রেমিক মানুষগুলোকে সহায়তা করলে হয়তো দেশ বিশ্বের উন্নত দেশে পরিনত হতে বেশি সময় লাগবেনা।

😢😢
18/03/2025

😢😢

01/03/2025

আলহামদুলিল্লাহ, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। আল্লাহ যেন আমাদের সম্পূর্ন রোজা ঈমানের সহিত রাখার তৌফিক দান করে এবং আমাদের জীবনের সমস্ত গুনাহ যেন আমরা মাফ করে নিতে পারি,আমিন।🤲

14/02/2025

চলুন একটু ইস্তেগফার পাঠ করি..

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম!
সুবহানআল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম সুবহনাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযিম!

ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস

হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!!

রব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাছানা ওয়া ফিল আখিরাতি হাছানা ওয়া কিনা আজাবান্নার

ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া জাব্বারু,ইয়া বাসিতু,ইয়া ওয়াদুদু,ইয়া যুল যালালি ওয়াল ইকরাম,ইয়া আরহামার রহিম।

পড়া শেষ হলে বলি আলহামদুলিল্লাহ 🌸

কিছু উদ্ভট শ্রেণির বেহায়াদের উল্লাস দেখে ভাবলাম চেয়ার নিয়ে অনুসন্ধান করি। প্রথমত এটা ইলেকট্রিক চেয়ার না। এগুলো Medieval ...
12/02/2025

কিছু উদ্ভট শ্রেণির বেহায়াদের উল্লাস দেখে ভাবলাম চেয়ার নিয়ে অনুসন্ধান করি।

প্রথমত এটা ইলেকট্রিক চেয়ার না। এগুলো Medieval heated Torture Chair.. মধ্য যুগের কমন একটা নির্যাতনের মাধ্যম। যারা হিস্টোরি চ্যানেলে মধ্যযুগে ব্রুটালিটি দেখেছেন, তাদের হয়তো আইডিয়া থাকতে পারে। তাছাড়া এটার আশে পাশে কোন বিদ্যুতের ইকুইপমেন্ট নেই। ইলেকট্রিক চেয়ার খুব কমন, সাধারণত চেয়ারে বেধে এক ফেইজের কারেন্ট শক দেয়া হয়। অনেক ক্ষেত্রে ভোল্টেজ অনেক বেশী থাকে, কারেন্ট লো।(20-100mA) এটাতে একটা হেভি শক লাগে, মাসেল কুচকে যায়, তবে মারা যাবেনা।

ছবির চেয়ারটি এটি মূলত একটি Heated chair..
ছবির নিচে লক্ষ করুন। আগুন দেয়ার একটা পাত্র আছে। ইলেকট্রিক চেয়ারে তা থাকেনা। ইলেকট্রিক চেয়ার থেকে এটা ভয়াবহ। এটাতে ধীরে ধীরে তাপ দেয়া হয়। স্টীলের কারণে এই তাপ পুরো শরীরে আঘাত করে। এক পর্যায়ে ভিক্টিম অসম্ভব ছটফট করতে থাকে। এটা ইলেকট্রিক চেয়ারের চেয়ে অনেক বেশী ব্রুটাল।

এই টাইপের চেয়ার সম্পর্কে আরো জানতে হিস্টোরি ডট কমে দেখতে পারেন।
একজন নিকৃষ্ট স্বৈরাচারকে যারা "কলা বিজ্ঞান" শিখে ডিফেন্স করছেন, তাদের জন্য এক দলা 🤮🤮

[সংগ্রহীত]

Address

Rajshahi

Telephone

+8801737636484

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anamul Haque Adib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Anamul Haque Adib:

Share

Category