শখ বাগিচা

শখ বাগিচা Handmade with ❤️& care in!🪄
(2)

কখনও রাখিনি চোখ ডানামেলা গাঙচিলে
04/09/2025

কখনও রাখিনি চোখ ডানামেলা গাঙচিলে

বিয়ের চিন্তা আপাতত ভুলে যান আপারা!২২ ক্যারেট স্বর্ণের আজকের মূল্য ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা মাত্র! 🙂শখ বাগিচা থেকে সাশ্রয়ী...
04/09/2025

বিয়ের চিন্তা আপাতত ভুলে যান আপারা!
২২ ক্যারেট স্বর্ণের আজকের মূল্য ১ লাখ ৭৮ হাজার ৮৩২ টাকা মাত্র! 🙂

শখ বাগিচা থেকে সাশ্রয়ী মূল্যে বেশি বেশি গয়না কিনেন আর চিল করেন 🤧

04/09/2025

CHERISH PERFECT MOMENTS AND CARRY THEM WITH YOU 🫶

Send a message to learn more

এই রিচ নিয়ে কতদিন কাজ করতে পারব তা সত্যিই চিন্তার বিষয়। ফেসবুক এলগরিদমের এই বেহাল দশা কাটবে কবে ? প্রোডাক্টিভ পোস্টের এং...
03/09/2025

এই রিচ নিয়ে কতদিন কাজ করতে পারব তা সত্যিই চিন্তার বিষয়। ফেসবুক এলগরিদমের এই বেহাল দশা কাটবে কবে ?

প্রোডাক্টিভ পোস্টের এংগেইজমেন্ট দেখে মাথা ঘোরে অথচ হাসির পোস্ট ভাইরাল হয় চোখের পলকে। এর কারণ হিসেবে আমরা নিজেদের একদমই দায়মুক্ত করতে পারিনা। সবচেয়ে বড় সত্য হলো আমরা যত সহজে মজার পোস্টে হাহা দেই তত সহজেই গঠনমূলক পোস্ট এড়িয়ে যাই!

আপনার বন্ধু, ভাই, বোন, প্রতিবেশী, আত্নীয়-অনাত্মীয়, রুমমেট, স্বল্প পরিচিত, ভার্চুয়াল কানেক্টেড যে ছেলেমেয়ে গুলো একটু ভালো কাজ করছে তাদেরকে পারলে উৎসাহ দেন।

কারো ছোট্ট একটা কথা, কারো একটুখানি সাপোর্ট দিনশেষে এই পরিশ্রমী মানুষগুলোকে স্বপ্ন দেখায়, নিজের পরিচয়ে পরিচিত হওয়ার সাহসী স্বপ্নকে বাঁচিয়ে রাখে।

কেউ তার স্বপ্ন পুরণে এগিয়ে যেতে চাইলে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সবসময় কিনতেই হবে এমন কোনো কথা আছে? আপনার করা একটা সুন্দর কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার তাদের কাছে অনেক বেশি অনুপ্রেরণার!

প্রতিদিনের ভালো কাজের তালিকায় এই সহযোগিতাপূর্ণ মনোভবটুকুও যুক্ত করতে পারি আমরা।

শুধু ডিসকাউন্টের সময় বন্ধু, আত্মীয় পরিচয় দিলে সম্পর্কগুলো বড্ড কর্পোরেট হয়ে যায় না? 😅

©নোশিন তাবাসসুম
Owner of শখ বাগিচা

একঘেয়ে জীবনে ভালোবাসাই নতুনত্ব! আদুরে এই প্রিজার্ভেশনে যত্নে আগলে রাখা স্পেশাল গোলাপ ফুল দিয়ে বানিয়েছি দুটো ফ্লাওয়ার ব্র...
27/08/2025

একঘেয়ে জীবনে ভালোবাসাই নতুনত্ব!
আদুরে এই প্রিজার্ভেশনে যত্নে আগলে রাখা স্পেশাল গোলাপ ফুল দিয়ে বানিয়েছি দুটো ফ্লাওয়ার ব্রেসলেট 🥀

(অবশেষে আবারও কাজে ফেরার চেষ্টা)

অসুস্থতার নিয়ামতে ভুগছি 😔দোয়ার দরখাস্ত 🤲
05/08/2025

অসুস্থতার নিয়ামতে ভুগছি 😔
দোয়ার দরখাস্ত 🤲

দেওয়ার আর কি-ই বা আছে বলো!একটা ছোট্ট কল্পনার সমুদ্র তোমার নামে লিখে দিতে পারি 💟
01/08/2025

দেওয়ার আর কি-ই বা আছে বলো!
একটা ছোট্ট কল্পনার সমুদ্র তোমার নামে লিখে দিতে পারি 💟

Address

130/Bihari Colony Boro Mosjid
Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when শখ বাগিচা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to শখ বাগিচা:

Share