27/04/2025
সবুজের বিশাল সমুদ্র যেন মৃদু বাতাসে নীরবে দুলছে। ছোট্ট সরু পথ বয়ে গেছে চা বাগানের ভেতর দিয়ে, যেখানে দুইপাশে গাছেরা মাথা নত করে যেন পথিকের ক্লান্তি ভুলিয়ে দিতে চায়। দূরে শান্ত জলাশয়, যার জলে ভেসে আছে অসংখ্য শাপলা ফুল—প্রকৃতির কোমলতার এক অনুপম ছোঁয়া।
চা গাছের স্নিগ্ধ পাতার মাঝে উঁকি দেয় সাদা-হলুদ রঙের ছোট্ট ফুল, যেমনটি শিশিরভেজা সকালে প্রকৃতি তার নরম হাতছানিতে ডাকে।
পথে হাঁটতে হাঁটতে মনে হয়—এ পথ যেন সরাসরি কোনো হারিয়ে যাওয়া আনন্দের দেশের দিকে নিয়ে যাচ্ছে।
এখানে প্রতিটি গাছ, প্রতিটি জলকণা, প্রতিটি শাপলা ফুল—সবাই মিলে এক নীরব গান গায়।
এখানে প্রকৃতি শুধু দেখা যায় না, অনুভব করা যায় হৃদয়ের গভীরে... যেন সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিয়ে ডুবিয়ে দেয় শান্তির অতলে।