Md. Abu Bakkar Siddik

Md. Abu Bakkar Siddik আরবি ভাষা ও ইসলামিক বিষয় সহজ করে সবার

18/10/2025

গত বাজেটের অতিরিক্ত টাকা যেটা শিক্ষা খাতে বরাদ্দ দেয়া ছিলো সেটা খেয়ে শেষ করেছে।

হোক না প্রতিবাদ,মিটুক বিবাদ।মুক্তির পথ ধরি,নতুন জীবন গড়ি।
15/10/2025

হোক না প্রতিবাদ,
মিটুক বিবাদ।
মুক্তির পথ ধরি,
নতুন জীবন গড়ি।

15/10/2025

বনানী মোড়ে শিক্ষক ছাত্র মিলে আন্দোলন #বিশ্বশিক্ষকদিবস #শিক্ষকদিবস

14/10/2025

জোড়া নজমুল উলুম কামিল মাস্টার্স মাদরাসা ও রানির হাটের আশপাশের স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলন

13/10/2025
13/10/2025

শিক্ষকদের উপর বিভৎস হামলার প্রতিবাদে কর্মবিরতি চলছে #

13/10/2025

শিক্ষকদের উপর বিভৎস হামলার প্রতিবাদে কর্মবিরতি চলছে

শিক্ষক তুমি জ্ঞানের আলো,পথ দেখাও আলো জ্বালো।শিক্ষা তোমার মহা দান,গড়ে তোলে উন্নত প্রাণ।​তোমার ছোঁয়ায় মানুষ গড়ি,অজ্ঞতা সব ...
12/10/2025

শিক্ষক তুমি জ্ঞানের আলো,
পথ দেখাও আলো জ্বালো।
শিক্ষা তোমার মহা দান,
গড়ে তোলে উন্নত প্রাণ।
​তোমার ছোঁয়ায় মানুষ গড়ি,
অজ্ঞতা সব দূরে সরি।
শ্রদ্ধা ভরে তোমায় মানি,
দেশ ও জাতি তোমায় জানি।

ঐ সাগর দেখ, কি অপরূপ নীল,তার বুকে খেলা করে ঢেউয়ের মিছিল।তালে তালে বাজে, গর্জে ওঠে তারা,যেন সুর তুলেছে এ সৃষ্টি-ধারা।
10/10/2025

ঐ সাগর দেখ, কি অপরূপ নীল,
তার বুকে খেলা করে ঢেউয়ের মিছিল।
তালে তালে বাজে, গর্জে ওঠে তারা,
যেন সুর তুলেছে এ সৃষ্টি-ধারা।

ঢেউ আর জলরাসী,বিশালতা ভালোবাসি।আকাশ-বাতাস যত,সবই নেয়ামত শত।​এসবই তো তাঁর দান,খোদা মহান, আল্লাহ মহান!দেখাও মোরে সারে জাহা...
07/10/2025

ঢেউ আর জলরাসী,
বিশালতা ভালোবাসি।
আকাশ-বাতাস যত,
সবই নেয়ামত শত।
​এসবই তো তাঁর দান,
খোদা মহান, আল্লাহ মহান!
দেখাও মোরে সারে জাহান !

🌍 শুভ বিশ্ব শিক্ষক দিবস! 🎓​আজ ৫ই অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস।​জ্ঞান, আলো আর ভালোবাসার মাধ্যমে আমাদের জীবনকে গড়ে তোলার জন্...
05/10/2025

🌍 শুভ বিশ্ব শিক্ষক দিবস! 🎓
​আজ ৫ই অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস।
​জ্ঞান, আলো আর ভালোবাসার মাধ্যমে আমাদের জীবনকে গড়ে তোলার জন্য পৃথিবীর সকল শিক্ষক-শিক্ষিকাকে জানাই গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা।
​আপনারাই সমাজের ভিত্তি, আপনারা ভবিষ্যতের স্থপতি। আপনাদের অমূল্য অবদানের কোনো প্রতিদান হয় না।
​আজকের এই বিশেষ দিনে আমাদের আন্তরিক প্রার্থনা— পৃথিবীর প্রতিটি শিক্ষক তাঁর প্রাপ্য সম্মান, মর্যাদা এবং ন্যায্য অধিকার ফিরে পান।
​শিক্ষক-সমাজ সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এভাবেই প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখান।
​🙏🙏🙏
​ #বিশ্বশিক্ষকদিবস #শিক্ষকদিবস

30/07/2022

আজ সন্ধ্যায় মুহররম - আল হারাম এর চাঁদ উঠবে ইনশা আল্লাহ।
বিদায় ১৪৪৩ হিজরী, স্বাগতম ১৪৪৪ হিজরী 🕌

সবাইকে আরবী নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।
كل عام وانتم بخير

Address

Rajshahi

Telephone

+8801751074505

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Abu Bakkar Siddik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md. Abu Bakkar Siddik:

Share

Category