17/04/2025
পুরুষ বাঁচে অন্যের জন্য, আর সেই পুরুষ কতটা আগাত পেলে নিজের জীবনকেও এভাবে শেষ করে দিতে পারে 🥲
✅সকলের কাছে অনুরোধ নিজের বাবা মাকে একটু যত্নে রাইখেন। ওদের খোঁজ খবর রাইখেন।
ছেলে আর ছেলের বউয়ের অত্যাচারে এই বাবা তার জীবন এভাবে বিসর্জন দিয়েছেন।
আল্লাহ যেন আমাকেসহ সবাইকে হেফাজত করে এবং মা বাবার সেবা করার তৌফিক ও মনুষ্যত্ব বোধ দান করে।