25/06/2025
প্রকৃতির জন্য শিশুরা: প্রাণ-প্রকৃতি ও পরিবেশ রক্ষা বিষয়ক কর্মশালা
তারিখ: ২৫ই জুন, ২০২৫
স্থান: দ্যা হলি চাইল্ড মডেল স্কুল, শিবগঞ্জ, বগুড়া।
আয়োজনে: ইয়ুথ ক্লাইমেট অ্যাওয়ারনেস বগুড়া।
প্রকৃতিকে রক্ষার দায়িত্ব আমাদের সকলের। কিন্তু আমরা কি আমাদের শিশুদের সঠিকভাবে প্রকৃতির প্রতিটি বিষয়ে সচেতন করতে পারছি? শিশুদেরকে যদি আমরা সঠিকভাবে প্রাণ-প্রকৃতি ও পরিবেশ, নবায়নযোগ্য শক্তি ও বিশুদ্ধ বায়ু নিয়ে শিক্ষা দিতে পারি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হবে প্রাণ-প্রকৃতি রক্ষায় অগ্রগামী ও প্রকৃতি প্রেমী এবং বাংলাদেশ হবে একটি আদর্শ সবুজ দেশ।
এছাড়া নাগরিক জীবন, যন্ত্রের দাপট আর প্রাতিষ্ঠানিক পড়াশোনার ব্যস্ততায় এ যুগের শিশুরা তাদের বাসা আর বিদ্যালয়ের চার দেয়ালের মধ্যে ক্রমেই আবদ্ধ হয়ে পড়ছে। বাইরের মুক্ত পরিবেশে ছুটে বেড়ানো, গাছ চেনা, প্রকৃতি নিয়ে জানার ফুরসত তাদের নেই বললেই চলে। এই সীমাবদ্ধতা শিশুর স্বাভাবিক বিকাশের জন্য ইতিবাচক নয়, বলছেন বিশেষজ্ঞরা। প্রকৃতির সঙ্গে শিশুদের যোগাযোগ বাড়াতে শিশুদের প্রকৃতি সম্পর্কে সচেতন করতেই 'প্রকৃতির জন্য শিশুরা' নামে এই উদ্যোগ নিয়েছে মিশন গ্রিন বাংলাদেশ, ইয়্যুথ ফর কেয়ার, দ্যা আর্থ। নবায়নযোগ্য শক্তি ও বিশুদ্ধ বায়ুকে শিশুদের মাঝে ছড়িয়ে দেওয়া এই আয়োজনের একটি অন্যতম লক্ষ।
আয়োজনে সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে আছে "ইয়ুথ ক্লাইমেট অ্যাওয়ারনেস বগুড়া"।
জলবায়ু পরিবর্তন রোধ এবং পরিবেশ নিয়ে কাজ করার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে ইয়ুথ ক্লাইমেট অ্যাওয়ারনেস বগুড়া। নানা কর্মসূচি ধারাবাহিকতায় এবারের প্রোগাম টি হলো দি হলি চাইল্ড মডেল স্কুল এন্ড নুরানি মাদ্রাসা, ভড়িয়া,শিবগঞ্জ, বগুড়ায়। পরিবেশ ও জলবায়ু সচেতনতা সৃষ্টিতে শিশুদের মাঝে কুইজ প্রতিযোগিতা কবিতা আবৃতি এবং শিশুদের গাছ বিতরন করে।
প্রতিপাদ্য বিষয়:
১. গাছ লাগান, সবুজ পৃথিবী গড়ুন।
২. প্লাস্টিক বর্জ্য ত্যাগ।
৩. পরিবেশ দূষন বন্ধ।
Protecting nature is everyone's responsibility. If we can properly educate children about biodiversity, the environment, renewable energy, and clean air, our future generations will become nature-loving leaders in conservation. Together, we can build a greener, ideal Bangladesh.
📞 To join our organization or to organize a similar program, please contact us on WhatsApp: 01754947983