04/08/2025
ধোঁকার" বাজার- ঢুকলাম হঠাৎ 'ধোঁকা' খেয়ে—
জিজ্ঞেসার হাসি ভেসে আসে:
খুঁজছো কি? মরীচিকা, নাকি অন্ধকারের ছায়া?
আমি, মায়ের ভালোবাসা- বলতেই,
'গুপ্ত বিক্রেতা বলে উঠে,
"এতো দামি জিনিস এইখানে পাবে কয়? বাকি সব আছে।
চাও যদি সৎ মায়ের ভালোবাসা দিতে পারি।
ওই যে, ঐদিকে আছে, ঘুরে দেখো 'প্রেমের দোকান', হৃদয়-আকাঙ্ক্ষার নিলাম;
ওদিকে আছে 'বন্ধুত্বের স্টল',বারুদ ঠাসা!
মডার্ন প্রেম ডিসপ্লেতে আছে - শর্তাদির পাতায় আবেগ ভাসা।"
কোনো দোকানে 'সম্মান' সাজানো শেলফে বাঁধা দামে,
কিছুক্ষন পরপর.. ফেসবুক ফেসিয়ালও পাবে।
'ভালোবাসি' বলার পরেও প্রেমিক/প্রেমিকার,
এই শব্দটিও বিক্রি হয় এইখানে "দুই, এক টাকা দামে।"
বিক্রেতাকে বললাম,
এইখানে প্রকৃত শব্দটা কি কোথাও নেই?
বিক্রেতা হেসে বলে, 'মা' শব্দটার দাম কে দিতে পারবে?
ওটা তো খাঁটি ফসল, বাজারের ফসলি জমিতে হয় না সে।"
চোখে একটু বিষাদ মিশে বলি ,
'ভাই, ওই প্রকৃত জিনিসটার মালিকানা এইখানে কেউ নেই না?.সম্ভব না, তার জন্য , ভাঙতে হবে বাজারদারি সব নিয়ম-কানুন।
'এই বাজার বন্ধ হয়ে যাবে চিরতরে।
মার ভালোবাসার মূল্য এতো বেশি-
এই বাজারের সব কিছু বেচে দিলেও তার এক চিলতে হাসির দাম হবে না।
বললাম, 'কেন? এত রকম ভালোবাসা, শুধু ওটাই নেই কেন?'
'গুপ্ত বিক্রেতা হেসে বলে, 'ওই ঋণ বোঝার নয়, শোধ হয় না কোনো মূল্যে।"
"বিক্রেতা কাঁদো কাঁদো মুখে ভেসে আসে,
'যার আছে সেই জানে, ওই ভালোবাসার দোকান শুধু মায়ের হৃদয় মধ্যখানে।"
তবুও 'ধোঁকার বাজার থেকে "কিনলাম এক মুঠো 'ভালোবাসা,
ফুরিয়ে গেলো হাতে নিবার আগে,।
বিক্রেতা শেষে বলল,
'শোনো একটি কথা, যে ভালোবাসা বেচা-কেনা যায়, তা কখনোই 'মা' হতে পারে না।'"
————
"ধোঁকার" বাজার।
সাজিদুল্লাহ ফরহাদ।