Sahanaz Lifestyle

Sahanaz Lifestyle আপনেরে নাটোরের বইন।
শাহানাজ পারভীন (আল্পনা)
🥰🥰

🍂_____ভেঙে দিলেই কি গুড়িয়ে যাবো?এতো ঠুনকো নাকি জীবন...??😅যে হ্নদয়ে এক আকাশ দুঃখ লুকাতে পারিসে হ্নদয় স্বল্প সময়ে আবেগে ভা...
16/10/2024

🍂_____ভেঙে দিলেই কি গুড়িয়ে যাবো?
এতো ঠুনকো নাকি জীবন...??😅
যে হ্নদয়ে এক আকাশ দুঃখ লুকাতে পারি
সে হ্নদয় স্বল্প সময়ে আবেগে ভাসতে পারে
কিন্তু অন্যের দেওয়া ধাক্কায়
বিলীন হতে পারে না।🙂
শুধু যন্ত্রণা লুকিয়ে হাসতে পারে,
আর বিষাদ ঠেলে নিজেকে
সুন্দর ভাবে উপস্থাপন করতে পারে।🤍🌺🌿

বয়স থাকতেই হাসবেন্ড ওয়াইফ কোয়ালিটি টাইম এনজয় করা উচিত। ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া, মাসে অথবা সপ্তাহে রেষ্টুরেন্টে...
13/05/2024

বয়স থাকতেই হাসবেন্ড ওয়াইফ কোয়ালিটি টাইম এনজয় করা উচিত। ভালো কোথাও বছরে একবার ঘুরতে যাওয়া, মাসে অথবা সপ্তাহে রেষ্টুরেন্টে খেতে যাওয়া অনেক সময় টাকা পয়সার অপচয় মনে হতে পারে। তবে সেই অপচয় কিছুটা হলেও করা উচিত। শেষ জীবনে আপনার সঙ্গী কাছে না থাকলেও এই স্মৃতিগুলো আঁকড়ে ধরেই বাঁচতে পারবেন।
সন্তানের লেখাপড়া অথবা বিভিন্ন রেসপন্সিবিলিটি আসবে, তার মধ্যেও সময় বের করা যায়। সব সম্পদ, টাকা সন্তানের জন্য সঞ্চয় করবেন, সেটা ভালো দিক। তবে অল্প কিছু নিজেদের জন্য বরাদ্দ রাখা উচিৎ।
দিনশেষে আপনার বাচ্চারও আলাদা লাইফ হবে। সে তার লাইফ এনজয় করবে। তখন আরও ভালো লাগবে। তখন মেয়ে মেয়ের জামাই, ছেলে ছেলের বউ ঘুরতে গেলে, রেষ্টুরেন্টে গেলে, আফসোস হবে না। তাদের এনজয়মেন্ট তখন ভালো লাগবে। তারাও সম্মান করবে। তবে আপনি নিজের জন্য একটা শুন্যতা অনুভব করবেন। যে মুহুর্তগুলো আপনি উপভোগ করতে পারেন নি, আপনার সঙ্গীনিকে দিতে পারেন নি, সেগুলো আপনাকে বার বার কষ্ট দেবে।
জীবনে একটা সময় আসবে, বৃদ্ধ হয়ে যাবেন। তখন আপনার টাকাই থাকবে হয়তো কিন্তু আপনি চাইলেই কিছু খেতে পারবেন না। শারীরিক অসুস্থতায় ঘুরতে মন চাইলেও তখন পারবেন না। দামী জামা কাপড় থাকলেও পরতে মন চাইবে না।
তাই যৌবনের ঐ সুন্দর মুহুর্তগুলো উপভোগ করুন। ছোট ছোট এনজয়মেন্ট গুলো করতে শিখুন। জীবনসঙ্গীকে নিয়ে নিজের মতো করে একটু বাঁচতে শিখুন। একটা সময় হয়তো লাইফ পার্টনার পাশে থাকবে না। সবাইকেই চলে যেতে হয়। কিন্তু আপনাদের অসংখ্য স্মৃতি আপনাকে বাঁচতে শেখাবে বাকি জীবন!
©

12/05/2024
বউ যতই খারাপ হোক এটা আমার বউ, শাসন করতে হলে আমি করবো।❤️কোনো তৃতীয় ব্যক্তি আমার বউকে শাসন করার অধিকার রাখে না।😡আমি সব ব্য...
09/05/2024

বউ যতই খারাপ হোক এটা আমার বউ, শাসন করতে হলে আমি করবো।❤️
কোনো তৃতীয় ব্যক্তি আমার বউকে শাসন করার অধিকার রাখে না।😡
আমি সব ব্যাপারে খারাপ কথা শুনতে প্রস্তুত,কিন্তু আমার বউকে নিয়ে কেউ খারাপ কথা বলবে আমি সেটা চুল পরিমাণ সহ্য করবো না। 😡
স্ত্রীর প্রতি কতটা ভালোবাসা থাকলে একটা পুরুষ এমন কথা বলতে পারে জানেন।❤️
যারা বলে তারাই আদর্শবান স্বামী।আর যারা তার বিপরীত এবং স্ত্রীকে ছোট করে নিজের স্বার্থে অন্যদের কাছে তারা স্বামী তো দূরের কথা পুরুষ হওয়ার যোগ্যতা ও রাখে না 🥺💔
বউ যেদিন থেকে আপনার ঘরে এসেছে সেদিন থেকে তার সাথেই জুড়ে আছে আপনার সম্মান।
সেই আপনিই কিভাবে নিজের বউকে অন্য কাউকে দিয়ে অপমান করান?? এতে কি বউকে সবার কাছে ছোটো করা হয়না?? বউ এর অপমান মানে কি আপনার অপমান না? আপনাকে আপনার শশুর বাড়ির কেউ বিনা দোষে কথা শুনালে আপনার বউ ছেড়ে দিতো?? আপনি কেনো নিশ্চুপ থেকে বউয়ের অপমান সহ্য করেন?
আর এটা কতটা যুক্তিযুক্ত যে আপনার বিয়ে করা বউকে অন্যকেউ কথা শুনাবে??
আপনি বিয়ে করেছেন বউ আপনার শাসন করেন যাই করেন আপনি করবেন।তৃতীয় পক্ষ কোনো সম্পর্কে ঢুকা মানেই সম্পর্ক নষ্ট হওয়া।খবর নিয়ে দেখেন হাজার সম্পর্ক নষ্ট হচ্ছে তৃতীয় পক্ষের জন্যে।😥😥
নিজের বউকে বুঝুন। অাগে বিবেচনা করুন ভুল কার।ভুল করলে শাসন করুন,বোঝান।
অন্যের কাছে নিজের স্ত্রী আর শশুর বাড়ির মানুষকে ছোটো করে দিন শেষে আপনার সম্মান বাড়ছে নাকি কমছে ভেবে দেখবেন প্লিজ।❤️
কেও খারাপ বললে আপনার নাম নিয়েই বলবে যে অমুকের বউরে নিয়া তো বিচার বসছিলো।অমুকের শশুরবাড়ির মানুষকে তো অনেক অপমান করা হয়েছিলো।মানে আপনার নামটা জুড়েই থাকবে সব।
তাহলে দরকার কি,, নিজেদের ঝামেলায় অন্য কাওকে টানার? বউকে বুঝাবেন, ধমক দিবেন, শাসন করবেন আপনি করবেন।❤️আমি বলছিনা শাসন করবেন না।ভুল করলে অবশ্যই শাসন করবেন।কিন্তু সেটা শুধু আপনি।বিয়েটা আপনি করছেন এটা মাথায় রাইখেন🙂
তৃতীয় ব্যক্তিকে দিয়ে বউকে শাসন করানো মুর্খামি ছাড়া কিছু না। এগুলো আগের যুগে মানুষ করতো বেশি।আপনি আমি তো আগের যুগে নেই।শিক্ষিত হলেই তো হবেনা।বিবেক থাকতে হবে।আর যেই লোকের বিবেক আছে সে কখনো বউকে পরের হাতে তুলে দেয়না অপমান করার জন্যে। এগুলা জাস্ট মেরুদণ্ডহীন পুরুষ 😥

মেয়ে পক্ষ যখন দেখতে আসে ছেলেদের,,,,,
24/04/2024

মেয়ে পক্ষ যখন দেখতে আসে ছেলেদের,,,,,

24/04/2024

চাইলেই সব সম্ভব হয়না।😢😢

16/01/2024

কিউটের ডিব্বা🥰🥰🥰🥰🥰🥰

Address

Natore
Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sahanaz Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share