30/10/2025
তুমি আমার হইলে খুব চাপের মধ্যে পইরা যাবা,তোমার মনে হবে আমারে পালার চাইতে পৃথিবী শাসন করা সহজ,বারমুডা ট্টায়াঙ্গেলে মাছ ধরা সহজ, এমনকি মনে হবে উত্তর কোরিয়ার কিম জন উনের সাথে বসে কফি খাওয়া মামুলি ব্যাপার।
অতঃপর, আমারে পাওয়ার পর তুমি বুঝবা বুকে মাথা রাইখা কাঁদার জন্য যে বুকটার এতোদিন অভাব ছিলো সেইটার অভাব আজ মিটা গেছে 🍂