13/08/2025
নগরীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম এর তীব্র নিন্দা ও প্রতিবাদ
সংবাদ বিজ্ঞপ্তি :
রাজশাহী মহানগরীর সোনাদীঘির মোড়ে সংবাদ সংগ্রহকালে “সংবাদ ২৪ঘন্টা” ডট কম অনলাইন পোর্টাল ও দৈনিক উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার ও "রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম" এর সদস্য তন্ময় দেবনাথ হামলার শিকার হয়েছেন।বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হামলার পর স্থানীয় জনগণ দ্রুত হামলাকারীকে আটক করে বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আটক ব্যক্তির নাম বাবলা।
সাংবাদিকদের ওপর ক্রমবর্ধমান হামলা, মামলা, গুম, খুন ও নির্যাতনের প্রেক্ষাপটে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন "রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম"এর সভাপতি মো:ফায়সাল হোসেন ও সাধারণ সম্পাদক মো:আরিফুল হক রনি।
এক যৌথ বিবৃতিতে তারা বলেন, “সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। এ ধরনের ঘটনা মুক্ত সাংবাদিকতার জন্য বড় হুমকি এবং গণতন্ত্রকে দুর্বল করে।” তারা অবিলম্বে হামলাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি জোরালো আহ্বান জানান।
বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে সংবাদকর্মীরা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবেন না, যা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনস্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে।
বার্তা প্রেরক:
মোঃ নাইম হোসেন
দপ্তর সম্পাদক
রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরাম (ROJF) ।