Sumaiya akter mim

Sumaiya akter mim নতুন আইডি সবাই বেশি করে লাইক দিন👇👇👇

08/08/2025

ছোটবেলায় মাছের কাটা গলায় আটকে গেলে মা শুকনো ভাত গিলতে বলতো😊
এখন দুঃখ গলায় আটকে আছে কিন্তু মা জানেও না কিছু বলেও না!😅

Imms

30/07/2025

তোমারে পাই নাই–বিদেশ ফেরৎ প্রবাসী ছেলেডা যেমন দ্যাখতে পায় নাই শেষবারের মতোন মরহুম বাপের লা শে র মুখখান।

তোমারে পাই নাই– মা ম রা বাচ্ছাটা যেমন পায় নাই বুকের শাল দুধ, কিংবা সৎমায়ের আদর।

তোমারে পাই নাই– খাঁচায় বন্ধি টিয়া পাখিডা যেমন আর কোনোদিন পায় নাই মুক্ত আকাশ।

জীবনে তো অনেক কিছুই পাই নাই– শুধু তোমারে না পাওনের দুঃখখান মনে হইলেই মাইঝ রাইতে ঘুম ভাইঙা দাউদাউ কইরা পুইড়া যাই।

তোমারে পাইলে সুন্দর একখান সংসার হইতো, আমি মাঠে ধান কাটতে যাইতাম ভোরে, তুমি টমাটু দিয়া রান্না করতা পাবদা মাছ।

আমি কারে বুঝাই, তুমি হারাইয়া গেছো– ইশকুলে যাওনের পথে যেমন হারাইয়া গেছিলো শখের লাল কলমটা, যারে আর কোনোদিন খুঁইজ্যা পাই নাই..

©

29/07/2025

চেষ্টার কমতি রাখিনি যখন বুঝতে পারলাম তোমার ইচ্ছাতে সবকিছু হইতেছে তখন আর হাত বাড়াইনি, তোমার দিকে তুমি সেইখানে ভালো থাকবে বলে,

অনেক কিছু করতে পারতাম বাট তোমার ইচ্ছে ছিল না আমার সঙ্গে থাকার, তবে মিলিয়ে নিও আমার মত করে কেউ তোমাকে ভালবাসবেনা তোমারে.!

মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মাহিরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দু'র্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।কিন...
22/07/2025

মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মাহিরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দু'র্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।

কিন্তু আ'গুনের মধ্যে থেকে টেনে টেনে বাচ্চাদের বের করেন। অন্তত ২০ টা বাচ্চাকে সে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হন।

তাকে যখন উ'দ্ধার করা হয় তখন প্রায় মৃ'ত্যু। হাসপাতালে নেয়ার পর আজ সন্ধ্যায় ই'ন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন।

15/07/2025

“একজন মানুষ ছিল —
যাকে নিয়ে স্বপ্ন দেখতাম,
যাকে নিয়ে ভেবেছিলাম ‘সব ঠিক হবে একদিন…’
কিন্তু সবকিছু থাকলেও — সে ছিল না, সত্যি বলার সাহসটুকু ছিল না।
তাই আজও কিছু গল্প অসম্পূর্ণ, কিছু ভালোবাসা ফিরে আসে না…
শুধু থেকে যায় — একটা আক্ষেপ, আর কিছু না বলা কথা…”

27/06/2025

স্কুল,কলেজে একটু লেট হলে আমাদের ঢুকতে দিতো না,বিভিন্ন শৃঙ্খলা ভঙ্গের জন্য পানিশমেন্ট দিতো এগুলোর পারপাস ছিলো আমাদের কারেকশন করা,বড় কোনো ক্ষতি করা না!

কিন্তু এই যে ইন্টার পরীক্ষায় আজকে একটা মেয়ে একটু লেইট করে যাওয়ায় তাকে আর এক্সামই দিতে দেয়া হলো না এই পানিশমেন্টগুলোর উপকারিতা কি? মেয়েটার ব্যাপারে নিউজ মিডিয়াতে পেয়েছি তার আম্মা হুট করে সকালে অসুস্থ হয়ে পড়েছে এবং বাসায় কোনো পুরুষ মানুষ ছিলো না এজন্য হাসপাতালে রেখে তারপর পরীক্ষার হলে যেতে যেতে লেইট হয়েছে।

আচ্ছা, ধরেন এরকম সিরিয়াস কোনো ইস্যু না, আরেকটু ছোটোখাটো বিষয় যেমন জ্যামে আটকে লেইট হইছে তাতেও কি এক্সাম দেয়ার সুযোগ বাতিল করা উচিত? এগুলো কেমন সিস্টেম ভাই? খুবই বিনাইন একটা ইস্যুতে একটা স্টুডেন্ট এর এক বছর নাই করে দেয়া হচ্ছে।অথচ সে কিন্তু পরে ঢুকেছে বলে এক্সট্রা সময়ও চাচ্ছে না তাইলে এক্সাম দিতে কি সমস্যা? সে পরে গেছে তার তো এমনিতেই টাইম লস হইছে।

বোর্ড পরীক্ষা,ভর্তি পরীক্ষা,চাকুরির পরীক্ষা এ দেশের মধ্যবিত্ত পরিবারের সন্তানদের জন্য জীবন-মরনের প্রশ্ন।কেউ অনেক বড় বিপদে না পড়লে এরকম পরীক্ষায় উপস্থিত হওয়া নিয়ে ঝামেলা করে না।

এমনিতেই পরীক্ষা খারাপ হইলে তো সাফারিংস আছেই কিন্তু এত চাপ, এত কষ্ট কইরা ফালতু নিয়মের কারনে পরীক্ষা দিতে না দেয়ার সাফারিংস এর সাথে তো কিছুর তুলনা হয় না।

যে স্টুডেন্টটা লেইট হওয়ায় ভেঙে পড়ে তারে আর কি পানিশমেন্ট দেয়া উচিত? তাকে পরীক্ষা না দিতে দিয়ে একটা বছর তিলে তিলে কষ্ট দেয়া কি কোনোভাবে ইনসাফ হয়?

আজকের মেয়েটা যদি আসলেই তার আম্মাকে হাসপাতালে ভর্তি করে এক্সামের জন্য ছুটে যায় তাহলে তো তাকে আরও এপ্রিশিয়েট করা উচিত ছিলো, গেটের বাইরে দাড়ানো শিক্ষকের উচিত ছিলো নিজে রুম পর্যন্ত দিয়ে আসা আর শান্তনা দেয়া যে তোমার আম্মুর কিচ্ছু হবে না,,তুমি ভালোভাবে এক্সাম দাও।

অথচ.........সামনে দাঁড়ানো হল সুপার মেয়েটার জীবন থেকে একটা বছর জাস্ট নাই করে দিলো।এন ইরেভারসিবল ড্যামেজ ফর নাথিং!

এভাবেই পদে পদে অসংখ্য ফালতু নিয়মের কারনেই আমাদের চিন্তার জগতে ভেসে বেড়ায়,

"Our biggest dream to leave this country "

এই স্টুডেন্টটাও হয়তো সেরকম ভাববে।আহামরি কোনো দোষ ছাড়া যে দেশ তার এক বছর নষ্ট করলো কোন চেতনার নামেই বা সেখানে থাকবে?

25/06/2025

যারা আমাকে ছেরে গেছে-)
তাদেরকে_!
আসসালামু আলাইকুম...

25/06/2025

রাত পোহালে তোমাদের ভাবির এইচএসসি, টেনশনে আমার খাওয়াদাওয়া বন্ধ

22/06/2025

নারী স্নিগ্ধ-কারন সে মাতৃত্ব নিয়ে জন্মায়!
পুরুষ সৌখিন- কারন সে বাঁচেই অন্যের শখের জন্য.!

22/06/2025

Pov:)
আপনি Better Option পেয়ে যাকে অবহেলা করে ছেড়ে যাবেন, তাকেও কেউ একজন অনেক ভালোবেসে সারাজীবন আগলে রাখবে! 💖🌼

15/06/2025

HSC পরীক্ষা যেহেতু পিছাবে না সেহেতু সবাই এক্সাম হলে কারণে-অকারণে হাঁচি কাশি দিবেন।🙂👍🏻

Address

Rajshahi

Telephone

+8801845603379

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sumaiya akter mim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sumaiya akter mim:

Share