
22/07/2025
আজ সকালে কারো কোনো তাড়া নেই।
টিফিন ফেলেছে কি না,
পানির বোতল নিয়েছে কি না,
চুল আঁচড়েছে কি না,
জুতো পরেছে কি না,
প্যান্ট ঠিকঠাক আছে তো?
বইগুলো সব নিয়েছে তো?
না—
আজ মা বকবে না,
বাবা তাড়াহুড়ো করবে না,
অকারণ বায়না হবে না।
কারণ—
আজ থেকে আর
যেতে হবে না স্কুলে! 😓😓😓