26/07/2023
আপনার শিশুটিকে কেউ যদি বলে "বাচ্চাকে আধা কেজি করে দুধ খাওয়াও" তাহলে কি করেন?
বিশেষ করে এক থেকে ছয় মাস পর্যন্ত প্রশ্নই আসে না
মায়ের বুকের দুধ না পেলে ফর্মুলা দেয়া হবে।
গরুর দুধ, ছাগলের দুধ তো কোনভাবেই না।
এক বছর পর থেকে ৫ বছর পর্যন্ত শুধু মাত্র ২০০/২৫০মি.লি. দুধ।
বাড়ির বড়রা যতই আপনাকে ফোর্স করুক না কেন এই জায়গায় আপনি পর্বতের মত দাঁড়িয়ে থাকবেন।
মনে রাখবেন বাচ্চা না খেলে তেমন কিছু হয় না, সে কুটে কুটে একটু একটু করে হলেও কিছু না কিছু খাবে তার প্রয়োজন মত।
কিন্তু অতিরিক্ত দুধ খাওয়ানোর পরে যে বাচ্চা আর বাচ্চার মা যে কি খারাপ অবস্থা ফেইস করে সেটা বাচ্চার মা-ই একমাত্র টের পায়, কমপক্ষে এক বছরও লেগে যায় এ অবস্থা থেকে উঠে আসতে।
অতিরিক্ত দুধের কারণে শরীরে ক্যালসিয়াম, বাঁধার মতো দাড়িয়ে যায়, আয়রন ওর বডিতে এবসর্ব হয়না। ফলে বাচ্চা ধীরে ধীরে যতই আয়রন কন্টেনিং খাবার খায়না কেন তারপর ও রক্তস্বল্পতার দিকে চলে যায়।
তাই না খেলে না খাক,
ভাববেন না যে সারাদিন কিছু খাচ্ছে না একটু দুধ খাওয়ায়।
🙏🙏🙏🙏🙏🙏
আমাদের দেশে ছয় মাসে খাবার স্টার্ট করা মানে সাগু, সুজি, সেরেলাক, হোমমেড সেরেলাক এই সব।
অনেক খাবার দিয়ে তারপর ওরা দুধ দিতে যায়। শিশুকে অটোনমি শেখায়।
আমাদের দেশের মায়েদের পেটে বাচ্চা থাকা কালীন অনেক গেপ থেকে যায়, আফটার ডেলিভারী অনেক গেপ থেকে যায়। ৬ মাস থেকে ১ বছরে শুধু কার্বোহাইড্রেট জাতীয় খাবার দেওয়া, অনেক গেপ থেকে যায়। যা টানতে থাকে বাচ্চাটা ১ থেকে ৫ বছর পর্যন্ত।
আর বাচ্চার মা কমন ডায়লগ দেয় বাচ্চা অন্য কিছু খাচ্ছে না তো তাই গরুর দুধ খাওয়ায় সারাদিন।
😞😞😞😞🙏🙏🙏
একজন শিশুর গাট সিস্টেমটাকে যদি ছোটবেলা থেকে ভাল না রাখতে পারি তাহলে আর কিসের কি?
বাচ্চার সঠিক যত্ন নিন, সাথে অবশ্যই নিজেরও যত্ন নিন!
(Collected)