Anamika shahrin

Anamika shahrin ......will successful, not immediately but definitely! ✨

Basic drawing 🥱
06/08/2025

Basic drawing 🥱

19/07/2025

৩০ টাকার চপ খেতে যেয়ে হতাশ হয়ে বাড়ি এলাম 🐸🙏

"SUMMER CARNIVAL-2025" 🔥📍Rajshahi University __warfaze__❤️‍🔥
06/07/2025

"SUMMER CARNIVAL-2025" 🔥
📍Rajshahi University
__warfaze__❤️‍🔥

The hair I want VS what I have🙂🙏
05/07/2025

The hair I want VS what I have🙂🙏

04/07/2025

সারা সপ্তাহের ক্লান্তি দূর করে নিজেকে সময় দেওয়া,ওটাই তো শুক্রবারের আসল মজা 🧡

আজকে আমি যেমন একটা দিন পার করলাম আমি চাইনা আর কেউ এমন পরিস্থিতির সম্মুখীন হোক। আজকে যা হইছে সেটা আমার আর আমার পরিবারের জ...
03/07/2025

আজকে আমি যেমন একটা দিন পার করলাম আমি চাইনা আর কেউ এমন পরিস্থিতির সম্মুখীন হোক। আজকে যা হইছে সেটা আমার আর আমার পরিবারের জন্য একটা আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল।যেকোন সময় যে কারো সাথে এমন ঘটনা ঘটতে পারে।

আমি ভার্সিটি থেকে বাসায় আসার জন্য মাত্রই বের হইছি এমন সময়ে আম্মুর কল, বললেন- " জলদি বাসায় আসো তোমার আব্বু ফোন হারাই ফেলছে।" দৌড়াতে দৌড়াতে বাসায় আসলাম। বাসায় ঢুকতেই দেখলাম আব্বুর মুখ, অসহায়, চুপচাপ, কিছু বলতেও পারছিল না। জানলাম সিএনজি তে আসছিলেন। ড্রাইভারের পাশে বসেছিলেন এবং ফোন সিটে রেখেই নেমে গেছেন।

তারপর থেকে বারবার আব্বুর নাম্বারে কল দেওয়া হচ্ছিল কিন্তু কেউ ফোন রিসিভ করেনা।কোনো উপায় না দেখে চলে গেলাম বোয়ালিয়া থানাতে। জীবনে কখনো থানায় যাইনি আজকেই প্রথম। যেতে যেতে ৩টা বাজলো। যেয়ে দেখি ডিউটি রুমে কোনো অফিসার নাই। তিনি নাকি খেতে গেছেন। ৩টা বাজে কে খেতে যায় ভাই? যাই হোক ৩০ মিনিট চুপচাপ বসে থাকলাম তাও কেউ আসেনা। আরো ১০/১৫ মিনিট বসে থাকার পর অফিসার আসল। এসে বলে কী - "সরাসরি কোনো জিডি হয়না জিডি করতে হলে অনলাইন কপি আনতে হবে।"

দৌড় দিলাম কম্পিউটারের দোকানে। তখনি আম্মু কল দিয়ে বলল-" CNG ওয়ালা নাকি কল রিসিভ করেছে বলেছে ফোন ফেরত দিবে। " আমি সাথে সাথে আব্বুর নাম্বার এ কল দিলাম এবং সেই লোকের সাথে। কথা বললাম, তিনি আমাকে জানালেন তিনি কেশরহাটে আছেন। আমি বললাম- " আমি আসছি ফোন টা নিতে। "

-আমার চোখে পানি চলে আসছিল এ সময়ে যখন বিশ্বাস হারিয়ে যায় চারিদিকে প্রতারকের ছায়া এমন সময় একটা অপরিচিত মানুষ আমাদের বিশ্বাসটা ফিরিয়ে দিল। এরপর আমরা লোকটার কাছে পৌঁছালাম এবং ফোনটা ফেরত পেলাম আলহামদুলিল্লাহ।

ফোন শুধু একটা ডিভাইস না, এটা একটা স্মৃতির বাক্স+জরুরী কাগজপত্রের একটা জায়গা।

অবশেষে মনে হলো এখনো এই শহরে ভালো মানুষ আছে। এখনো আমরা পুরোপুরি একা হয়ে যাইনি।

তোমার জীবনে কী কখনো এমন ঘটনা, ঘটেছে। কমেন্টে জানিও। আর সেই লোকটার জন্য দোয়া করিও আল্লাহ যেন তার ভালো সবসময় যেন সুস্থ আর এমনই সৎ রাখে।

✨Class workTypography 🙏"Times new roman"📍Graphic design Dept. 🫥
01/07/2025

✨Class work
Typography 🙏
"Times new roman"

📍Graphic design Dept. 🫥

01/07/2025

যতই squid game দেখো না কেন,সে তোমার সাথে যেই Game টা খেলেছে সেটাই বেস্ট 🤚

রাতের রথের মেলা🧡
30/06/2025

রাতের রথের মেলা🧡

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Anamika shahrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category