Beauty Of Islam Everywhere"

Beauty Of Islam Everywhere" Muhammad Qasim's dreams came from Allah Subhanahu Wa Tala. His dreams are about modern Shirk, the rise of Islam, the success of the Muslim Ummah.
(61)

So dear followers please verify the dreams of Muhammad Qasim and believe in his dreams.

দাজ্জালের মৃত্যুর পর মুসলিমদের অবস্থা কেমন হবে? আবার কি শান্তি প্রতিষ্ঠা হবে?‎‎- দাজ্জালের মৃত্যুর পর এটা সুস্পষ্ট যে, দ...
30/10/2025

দাজ্জালের মৃত্যুর পর মুসলিমদের অবস্থা কেমন হবে? আবার কি শান্তি প্রতিষ্ঠা হবে?

‎- দাজ্জালের মৃত্যুর পর এটা সুস্পষ্ট যে, দুই দল মানুষ বেঁচে থাকবে। যারা ট্রেনে চড়ে ঈসা আঃ এর সাথে দেখা করতে যাবে এবং যারা দাজ্জালের সাথে থাকবে। সুতরাং তারা সংখ্যায় খুবই অল্প হবে, আর অবিশ্বাসীদের সংখ্যাও কম হবে। এখন এত বড় পৃথিবী ফাঁকা পড়ে থাকবে, এজন্য মুসলিমরা সবাই একত্রে একজায়গায় জমা হবে এবং অবিশ্বাসীরা সম্ভবত অন্য দিকের এলাকায় থাকবে। সেই সময় কোন প্রযুক্তি আর অবশিষ্ট থাকবে না, যাতে কেউ খুব দ্রুত ভ্রমণ করতে পারে এবং তখন গাড়ি বা বাসের মত কিছুই আর থাকবে না। তাই সেসব অবিশ্বাসীগন একজায়গায় বাস করবে আর যারা মুসলিম তারা তাদের জায়গায় বাস করবে। আর এটা সুস্পষ্ট যে, মুসলিমরা তখন শান্তিতেই বসবাস করবে আর তাদের মধ্যে কোন সমস্যাই থাকবে না। যতক্ষন না একধরনের রোগ আসে এবং তাতে মুসলিমরা আক্রান্ত হয়ে মারা যায়।

‎🔴 তাহলে আমরা কি বলতে পারি যে, তওবার দরজা দাজ্জাল আসার আগেই বন্ধ হয়ে যাবে?

‎- হ্যাঁ! আপনি বলতে পারেন যে, যে কেউ দাজ্জাল এর অনুসরণ করলো, তাদের জন্য তওবার দরজা বন্ধ হয়ে গেল।

‎🔴 দাজ্জালের অনুসারীদের জন্যে?

‎- হ্যাঁ! যে দাজ্জালকে অনুসরণ করে ফেলেছে তার জন্য কোন অনুতাপের রাস্তা নেই। দাজ্জাল বেঁচে থাকুক বা মরুক, ওই ব্যক্তির ইহকাল পরকাল সব শেষ অর্থাৎ দাজ্জাল মারা যাওয়ার পর তাদের তওবা করার কোন সুযোগ নেই!

‎- মুহাম্মাদ কাসীম

30/10/2025
28/10/2025

পাকিস্তানে দ্বিমুখী হামলা করবে ভা*র*ত ও আফগানিস্তান! ‎‎২০ মার্চ ২০১৭ তারিখের একটি স্বপ্নে মোহাম্মাদ কাসীম দেখেন, পাকিস্ত...
27/10/2025

পাকিস্তানে দ্বিমুখী হামলা করবে ভা*র*ত ও আফগানিস্তান!

‎২০ মার্চ ২০১৭ তারিখের একটি স্বপ্নে মোহাম্মাদ কাসীম দেখেন, পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত এলাকায় পাকিস্তানি সেনাদের হাতে সন্ত্রাসীরা নিহত হয়। বারবার সন্ত্রাসী পাঠিয়ে ব‍্যর্থ হয়ে পাকিস্তানের শত্রুরা নতুন পরিকল্পনা করে। তিনি দেখেন, ভা*র*ত পূর্ব সীমান্ত থেকে পাকিস্তানকে আক্রমণ করে এবং আফগানিস্তান পশ্চিম সীমান্ত থেকে আক্রমণ করে। তারপর ভা*র*ত লাহোরে একটি বিশাল খারাপ আক্রমণ শুরু করে এবং পাকিস্তান সেনাবাহিনী এই হামলাটি মোকাবিলা করতে সক্ষম হয়না। তারপর পাকিস্তানের মানুষ অস্ত্র ও গোলাবারুদ নেয় এবং ভা*র*তের সাথে লড়াই করে।


27/10/2025
মুহাম্মাদ কাসিমের আরেকটি গুরুত্বপূর্ণ স্বপ্ন চলুন আপনাদের সাথে শেয়ার করি! কাসিম বলেন,আমি স্বপ্নে দেখি ,পাকিস্তান এবং পাক...
23/10/2025

মুহাম্মাদ কাসিমের আরেকটি গুরুত্বপূর্ণ স্বপ্ন চলুন আপনাদের সাথে শেয়ার করি! কাসিম বলেন,

আমি স্বপ্নে দেখি ,পাকিস্তান এবং পাকিস্তানের সেনাবাহিনী এক ভয়াবহ সংকটের মধ্যে আছে। সেনাপ্রধান দেশের অবস্থা ও সেনাবাহিনীকে এই দুরবস্থা থেকে মুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা করছেন, এবং দেশকে আবার শান্তি ও সমৃদ্ধির পথে ফিরিয়ে আনতে পরিশ্রম করছেন। কিন্তু তাঁর সব প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে। সেনাবাহিনীর সম্পদ ক্রমেই কমে যাচ্ছে, আর অতিরিক্ত মানসিক চাপ ও পরিশ্রমের কারণে সেনাপ্রধানের স্বাস্থ্যেরও অবনতি ঘটছে।

এই অবস্থা দেখে আমি গভীরভাবে মনঃকষ্ট অনুভব করি। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাঁর আরশ থেকে আমাকে বলেন—

“কাসিম! আমার এই নির্দেশ পাকিস্তানের সেনাপ্রধানকে জানিয়ে দাও — পাকিস্তান, সেনাবাহিনী ও সেনাপ্রধানের অবস্থা এমনই থাকবে যতক্ষণ না তারা মনোযোগ দিয়ে তোমার স্বপ্নগুলো শোনে।
আর কাসিম! আমি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তোমার সফলতার জন্য আমি নিজেই পরিকল্পনা করব।”

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যা আল্লাহ বলেন তা নিঃসন্দেহে সত্য।

এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আমাকে স্বপ্নে আরও দেখান যে, যখন সেনাপ্রধান আমার স্বপ্নগুলো জানবেন এবং মনোযোগসহ শুনবেন, তখন শেষ নবী মুহাম্মাদ ﷺ তাঁকে সাক্ষ্য দেবেন—

আমার সন্তান কাসিম কখনও মিথ্যা বলে না। তাঁর স্বপ্নগুলো সত্য এবং তা আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার পক্ষ থেকে এসেছে। আর যা তিনি দেখেছেন, তা অবশ্যই ঘটবে।”

পরে আমি যখন গুরুত্বপূর্ণ স্বপ্নগুলো সেনাপ্রধানকে জানাই, তিনি সেই অনুযায়ী ইসলাম ও পাকিস্তান রক্ষার পরিকল্পনা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা তাঁর সাহায্যে সেই পরিকল্পনাগুলো সফল করে দেন।
ফলে আমরা আল্লাহর সাহায্যে ইসলাম ও পাকিস্তানকে রক্ষা করতে সক্ষম হই।

আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলা আমার স্বপ্নে ইসলাম ও পাকিস্তান রক্ষার সেই পরিকল্পনাগুলোও আমাকে দেখিয়েছেন।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Beauty Of Islam Everywhere" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share