30/10/2025
দাজ্জালের মৃত্যুর পর মুসলিমদের অবস্থা কেমন হবে? আবার কি শান্তি প্রতিষ্ঠা হবে?
- দাজ্জালের মৃত্যুর পর এটা সুস্পষ্ট যে, দুই দল মানুষ বেঁচে থাকবে। যারা ট্রেনে চড়ে ঈসা আঃ এর সাথে দেখা করতে যাবে এবং যারা দাজ্জালের সাথে থাকবে। সুতরাং তারা সংখ্যায় খুবই অল্প হবে, আর অবিশ্বাসীদের সংখ্যাও কম হবে। এখন এত বড় পৃথিবী ফাঁকা পড়ে থাকবে, এজন্য মুসলিমরা সবাই একত্রে একজায়গায় জমা হবে এবং অবিশ্বাসীরা সম্ভবত অন্য দিকের এলাকায় থাকবে। সেই সময় কোন প্রযুক্তি আর অবশিষ্ট থাকবে না, যাতে কেউ খুব দ্রুত ভ্রমণ করতে পারে এবং তখন গাড়ি বা বাসের মত কিছুই আর থাকবে না। তাই সেসব অবিশ্বাসীগন একজায়গায় বাস করবে আর যারা মুসলিম তারা তাদের জায়গায় বাস করবে। আর এটা সুস্পষ্ট যে, মুসলিমরা তখন শান্তিতেই বসবাস করবে আর তাদের মধ্যে কোন সমস্যাই থাকবে না। যতক্ষন না একধরনের রোগ আসে এবং তাতে মুসলিমরা আক্রান্ত হয়ে মারা যায়।
🔴 তাহলে আমরা কি বলতে পারি যে, তওবার দরজা দাজ্জাল আসার আগেই বন্ধ হয়ে যাবে?
- হ্যাঁ! আপনি বলতে পারেন যে, যে কেউ দাজ্জাল এর অনুসরণ করলো, তাদের জন্য তওবার দরজা বন্ধ হয়ে গেল।
🔴 দাজ্জালের অনুসারীদের জন্যে?
- হ্যাঁ! যে দাজ্জালকে অনুসরণ করে ফেলেছে তার জন্য কোন অনুতাপের রাস্তা নেই। দাজ্জাল বেঁচে থাকুক বা মরুক, ওই ব্যক্তির ইহকাল পরকাল সব শেষ অর্থাৎ দাজ্জাল মারা যাওয়ার পর তাদের তওবা করার কোন সুযোগ নেই!
- মুহাম্মাদ কাসীম