
21/07/2025
আগামীকাল আমাদের পরীক্ষা কিন্তু মন টিকছে না বইয়ের পাতায়। বই খুললেই সেই ঘটনা গুলো। বার বার মনে পড়ে যাচ্ছে নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি কিন্তু পারছি না। কি থেকে কি হয়ে গেলো আর কিছুক্ষণ পরেই ছুটি হতো সবাই নিজ নিজ বাসায় মায়ের কোলে ফিরে যেতো। তাদের অনেকেই আজ হাসপাতালে অনেকেই মর্গে। কতো মায়ের কতো বাবার বুক খালি হয়ে গেলো। কত-শত বন্ধুত্ব শেষ হয়ে গেলো। কতো স্বপ্ন আজ বিলিন হয়ে গেলো। কতো পরিবারে আজ শোকের ছায়া নেমে এসেছে। আর আমরা অনেকেই এর কিছুই জানি না। আমোদ ফুর্তি নিয়ে পড়ে আছি।
কেউ তো শুনলাম লোক দেখানোর জন্য উদ্ধার অভিজান পরিদর্শন করতে গেছে। উদ্ধার কার্যে সাহায্য করতে নয়। এগুলো সব চিন্তা মাথায় এসে ঘুরপাক খাচ্ছে আর সন্তান হারা বাবা-মায়ের হৃদয় বিদারক কান্না দেখে নিজেরও খুব কষ্ট হচ্ছে। ফেসবুকে তো ঢুকতেই চোখে পড়ছে সব সেই রক্ত মাখা জুলাই এর দৃশ্য আবারও পুনরাবৃত্তি ঘটেছে।
সকলের কাছে অনুরোধ ৫ওয়াক্ত নামাজে সবাইকে দোয়াতে অন্তর্ভুক্ত করবেন।.
.
.