Todebur Jaman Mon

Todebur Jaman Mon Assalamu_Alaikum....!
عقل
❤️হঠাৎ মৃত্যুর অপেক্ষায় আছি ❤

29/07/2025

সম্প্রতি এক রিপোর্ট অনুযায়ী...
উত্তর কোরিয়াতে, কিন্ডারগার্টেন স্কুলে পড়াশোনায় যারা গনিত ও বিজ্ঞানে যারা ভালো, তাদের আলাদাভাবে আইডেন্টিফাই করে সাইবার প্রশিক্ষণ দেওয়া হয়। এবং গড়ে তোলা হয় এলিট হ্যাকার হিসেবে !! ☠️
অর্থাৎ, জন্মের পরেই হ্যাকার হওয়ার ট্রেনিং!
বলে রাখা ভালো, কোরিয়ান দেশগুলোতে "হ্যাকিং" একটা অঘোষিত সরকারি পেশা...বা সরকারি আয়ের অন্যতম প্রধান উৎস!
আর আমাদের দেশে...?

29/07/2025

টেলিগ্রামে চলে আসছে "মনিটাইজেশন" ফিচার!! 🤯

যেসব টেলিগ্রাম চ্যানেলে ১০০০+ সাবস্ক্রাইবার আছে, তারা চাইলেই মনিটাইজেশন টুলস চালু করে নিতে পারবে! এবং, তাদের চ্যানেলে যে-ই Ads-ই দেখাবে, তার খরচের ৫০% টাকা ওই চ্যানেলের মালিক-কে দিয়ে দেওয়া হবে!!
দারুণ না?
আর টেলিগ্রামে এ্যাডস বা বুষ্ট করতে, Toncoin নামের এক ক্রিপ্টোকারেন্সি কিনতে হবে মার্কেটার-দের। সেটা দিয়ে তারা বুষ্ট করবে এবং ওই বুষ্টের ৫০% টাকা পাবে মনিটাইজেশন চালু করা চ্যানেলের মালিকেরা!!
মনিটাইজেশন চালু করতে:
Go to Channel Settings > Statistics > Monetization to see your channel's monetization stats.
সংযোজন: মনিটাইজেশন এর কিছু ফিচার ২০২১ থেকে থাকলেও , সাজেস্টেড পোস্ট ফিচার + ২৪ ঘন্টায় মনিটাইজেশন এর টাকা দেওয়ার ফিচার জুলাই ২০২৫ এ আসছে।

28/07/2025

💼 Job Opportunity
Alpha Carbon Technology Limited (A concern of Meghna Group.

📌 Position: Quality Control Officer.
🎓 Educational Qualification: Diploma in Engineering (Any subject)
💼 Experience: Fresher can apply.
✅ Preference: Candidates with expertise in MS Office applications will be given priority.
💰 Salary: Negotiable.
📍 Job Location: Mawna, Sreepur, Gazipur.
🗓 Application Deadline: 30 July 2025
📧 Apply Now: Send your updated CV to 👉 [email protected]

🔴 **নেইমার জানালেন ভক্তদের প্রতি তার ভালোবাসা ও সম্মান!**নেইমার সম্প্রতি একটি স্পষ্ট ও শক্ত বার্তা দিয়েছেন সান্তোস ভক্তদ...
26/07/2025

🔴 **নেইমার জানালেন ভক্তদের প্রতি তার ভালোবাসা ও সম্মান!**

নেইমার সম্প্রতি একটি স্পষ্ট ও শক্ত বার্তা দিয়েছেন সান্তোস ভক্তদের উদ্দেশে। তিনি বলেন👇

🗣️ *"যদি সান্তোসের সমর্থকরা মনে করেন আমি এখন ক্লাবের ক্ষতি করছি বা আমার থাকা ক্লাবের জন্য ভালো নয়, তাহলে আমি নিজেই সরে যাব।"*

এই বক্তব্যে নেইমার প্রমাণ করলেন—তিনি শুধু একজন তারকা ফুটবলারই নন, বরং একজন দায়িত্বশীল ও সম্মানবোধসম্পন্ন মানুষ। তিনি চাচ্ছেন না তার কারণে ক্লাব বা ভক্তদের মনে কোনো কষ্ট হোক।

⚽ ইনজুরি থেকে ফিরতে সময় নিচ্ছেন, কিন্তু ক্লাবের প্রতি তার ভালোবাসা ঠিক আগের মতোই শক্ত।

❤️ ভক্তদের মতামতকেই সবচেয়ে বড় বিচার হিসেবে নিচ্ছেন নেইমার।
এটাই প্রকৃত স্পোর্টসম্যানশিপ! 🙌

#নেইমার #ফুটবলপ্রেম

24/07/2025

📛ব্রেকিং নিউজ📛
নতুন নিয়মে প্রতি এনআইডি দিয়ে ১০টির বেশি সিম নয়, অক্টোবরের পর বন্ধ হচ্ছে ৬৭ লাখ সিম!

🌟 নেইমার জুনিয়র — ব্রাজিলের ফুটবল জাদুকর ⚽🇧🇷নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র — সারা বিশ্বে যিনি নেইমার নামে পরিচিত, তিনি...
23/07/2025

🌟 নেইমার জুনিয়র — ব্রাজিলের ফুটবল জাদুকর ⚽🇧🇷
নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র — সারা বিশ্বে যিনি নেইমার নামে পরিচিত, তিনি শুধু একজন ফুটবলার নন, বরং কোটি ফুটবলপ্রেমীর হৃদয়ের রাজপুত্র। জন্ম ১৯৯২ সালের ৫ ফেব্রুয়ারি, ব্রাজিলের মোজিদাস ক্রুজেস শহরে।
ছোটবেলা থেকেই ফুটবলের সঙ্গে তার ভালোবাসা, এবং বাবার অনুপ্রেরণায় মাত্র ১৭ বছর বয়সে সান্তোস এফসি থেকে পেশাদার ক্যারিয়ার শুরু করেন।
🚀 ২০১৩ সালে যোগ দেন স্পেনের বিখ্যাত ক্লাব বার্সেলোনায়, যেখানে মেসি ও সুয়ারেজের সঙ্গে গড়ে তুলেছিলেন ইতিহাসের সেরা আক্রমণত্রয়ী – "MSN"। সেই সময় বার্সার হয়ে তিনি জয় করেন অসংখ্য ট্রফি, including UEFA Champions League 🏆
💸 ২০১৭ সালে রেকর্ড পরিমাণ ট্রান্সফার ফিতে (২২২ মিলিয়ন ইউরো) প্যারিস সেন্ট জার্মেইন (PSG)-এ যোগ দেন, যা আজও বিশ্বের সবচেয়ে দামী ট্রান্সফার।
🇧🇷 জাতীয় দলের জার্সি গায়ে তিনি খেলেছেন বহু ম্যাচ, ২০১৬ সালে ব্রাজিলকে এনে দিয়েছেন অলিম্পিক স্বর্ণপদক। নেইমার এখন ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা।
⚡ মাঠে জাদুকরি ড্রিবল, চোখধাঁধানো গোল আর স্টাইলে ভরা নেইমার তরুণ প্রজন্মের কাছে এক জীবন্ত অনুপ্রেরণা।

🔖 হ্যাশট্যাগসঃ #নেইমার #ফুটবলতারকা #ফুটবলপ্রেম
📢 যদি নেইমারের খেলা তোমারও প্রিয় হয়, তাহলে ❤️ রিয়্যাক্ট দিতে ভুলোনা!

21/07/2025

🖤🇧🇩 একজন সত্যিকারের বীর... শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির 🇧🇩🖤

আজকের বিমান দুর্ঘটনায় শুধু অনেক নিরীহ প্রাণই হারায়নি, আমরা হারিয়েছি এক সাহসী বীর—
Flight Lieutenant Md. Toukir Islam Sagar কে।

🔥 ২১ জুলাই ২০২৫, দুপুর ১টা ৬ মিনিট—বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (F-7 BGI) ঢাকা উত্তরা’র মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়।
এই দুর্ঘটনার পেছনে থাকা পাইলট ছিলেন তৌকির, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন বিমানটিকে জনবহুল এলাকা থেকে সরিয়ে নিতে।

🛩️ একজন প্রকৃত সৈনিকের মতো তিনি দায়িত্ব পালন করেছেন। প্রযুক্তিগত ত্রুটিতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেও, মৃত্যুর মুখোমুখি হয়েও তিনি চেষ্টা করেছেন যাতে আর কারো জীবন না যায়। তাঁর এই সিদ্ধান্ত হয়তো আরও শত মানুষের প্রাণ বাঁচিয়েছে।

😢 দুর্ঘটনার পর তৌকির জীবিত অবস্থায় উদ্ধার হন এবং দ্রুত সিএমএইচ-এ নেওয়া হয়, কিন্তু শেষরক্ষা হয়নি... তিনি চিরবিদায় নেন।

🙏 আমরা গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে।
তিনি শুধু একজন পাইলট ছিলেন না—তিনি ছিলেন দায়িত্ব, সাহস ও আত্মত্যাগের প্রতীক।

🕯️ তাঁর আত্মার মাগফিরাত কামনা করি।
আল্লাহ যেন তাঁকে শহীদের মর্যাদা দান করেন।








🖤 বাংলাদেশে আজ এক হৃদয়বিদারক দিন 🖤আজ ২১ জুলাই ২০২৫, সোমবার — দেশের ইতিহাসে এক মর্মান্তিক অধ্যায় রচিত হলো।🇧🇩 দুপুর ১টা ৬ ...
21/07/2025

🖤 বাংলাদেশে আজ এক হৃদয়বিদারক দিন 🖤
আজ ২১ জুলাই ২০২৫, সোমবার — দেশের ইতিহাসে এক মর্মান্তিক অধ্যায় রচিত হলো।

🇧🇩 দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি F‑7 BGI প্রশিক্ষণ বিমান ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয়।

🔥 বিমানটি দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই তীব্র বিস্ফোরণ ঘটে এবং চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী ও শিক্ষক। আহত হয়েছেন শতাধিক মানুষ।

🛑 দেশের সর্বোচ্চ পর্যায় থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
🚑 সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, ও স্থানীয় মানুষ দ্রুত এগিয়ে এসে আহতদের হাসপাতালে পাঠায়।

💔 এই দুর্ঘটনা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, পুরো জাতিকেই শোকস্তব্ধ করে তুলেছে।

🕯️ আসুন আমরা সবাই নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

🔁 শেয়ার করুন, যেন সবাই এই ঘটনার গুরুত্ব উপলব্ধি করে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা যেন আর না ঘটে — সেই বিষয়ে সচেতন থাকে।

#বাংলাদেশ #দুর্ঘটনা #জাতীয়শোক

🌟 একজন কিংবদন্তির গল্প — সত্যজিৎ রায় 🌟তিনি ছিলেন একজন পরিচালক, চিত্রনাট্যকার, লেখক, সুরকার এবং শিল্পী — একজন বহুমুখী প্...
20/07/2025

🌟 একজন কিংবদন্তির গল্প — সত্যজিৎ রায় 🌟
তিনি ছিলেন একজন পরিচালক, চিত্রনাট্যকার, লেখক, সুরকার এবং শিল্পী — একজন বহুমুখী প্রতিভা। তিনি শুধু সিনেমা বানাননি, গড়ে তুলেছেন বাংলা সংস্কৃতির গর্ব।
🎬 সত্যজিৎ রায় — বাংলা চলচ্চিত্রকে যিনি বিশ্ব দরবারে পরিচিত করেছিলেন।
🗓 জন্ম: ২ মে ১৯২১, কলকাতা 🪦 মৃত্যু: ২৩ এপ্রিল ১৯৯২
🔹 ১৯৫৫ সালে “পথের পাঁচালী” সিনেমা দিয়ে তার পরিচালনা জীবনের শুরু। এটি কান ফিল্ম ফেস্টিভালে পুরস্কার জিতে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। 🔹 “অপরাজিত”, “অপুর সংসার”, “চারুলতা”, “নায়ক”, “অরণ্যের দিনরাত্রি” — একটার পর একটা মাস্টারপিস। 🔹 শুধু সিনেমা নয়, লেখালেখিতেও তিনি ছিলেন অসাধারণ। ফেলুদা ও প্রফেসর শঙ্কু চরিত্র দুটো আজও সবার প্রিয়। 🔹 পেয়েছেন ভারতের সর্বোচ্চ সম্মান 'ভারতরত্ন' এবং আন্তর্জাতিক অস্কার (Honorary Award)।
📚 সত্যজিৎ রায় ছিলেন এমন একজন মানুষ, যিনি আমাদের দেখিয়েছেন—শিল্প শুধু বিনোদন নয়, একটি শক্তিশালী ভাষা।

💬 আপনি কি সত্যজিৎ রায়ের কোনো সিনেমা দেখেছেন? আপনার প্রিয় সিনেমার নামটি কমেন্টে লিখুন! ❤️ সত্যজিৎ রায়কে শ্রদ্ধা জানাতে এই পোস্টটি শেয়ার করুন।

🎓 ডিপ্লোমা ইঞ্জিনিয়ার VS জেনারেল শিক্ষার্থী (HSC) — কে এগিয়ে?🔧 ডিপ্লোমা ইঞ্জিনিয়ার:✔️ হাতে-কলমে কাজ শেখে✔️ দ্রুত চাকর...
19/07/2025

🎓 ডিপ্লোমা ইঞ্জিনিয়ার VS জেনারেল শিক্ষার্থী (HSC) — কে এগিয়ে?

🔧 ডিপ্লোমা ইঞ্জিনিয়ার:
✔️ হাতে-কলমে কাজ শেখে
✔️ দ্রুত চাকরির সুযোগ
✔️ বিদেশে ভালো স্কোপ
❌ বুয়েট/মেডিকেল টাইপ উচ্চশিক্ষা সীমিত

📚 জেনারেল শিক্ষার্থী (HSC):
✔️ তাত্ত্বিক জ্ঞান ও একাডেমিক ভিত্তি
✔️ বুয়েট, মেডিকেল, বিসিএস সহ সব সুযোগ
❌ চাকরি পেতে প্রতিযোগিতা বেশি

✅ কারিগরি কাজ শিখে দ্রুত ক্যারিয়ার চাইলে → ডিপ্লোমা ভালো
✅ বিসিএস, বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা চাইলে → জেনারেল শিক্ষা সেরা

তোমার লক্ষ্যটাই ঠিক করে দেবে তুমি কোন পথে এগাবে 💡

🌿🇧🇩 বাংলাদেশের গর্ব – ড. আইনুন নিশাত 🌿 জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যিনি লড়াই করে গেছেন নিরলসভাবেবাংলাদেশের পরিবেশ ও জলবা...
19/07/2025

🌿🇧🇩 বাংলাদেশের গর্ব – ড. আইনুন নিশাত 🌿 জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যিনি লড়াই করে গেছেন নিরলসভাবে
বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু বিষয়ক আন্দোলনের অন্যতম পথিকৃৎ ড. আইনুন নিশাত। তিনি শুধু একজন বিজ্ঞানী নন, তিনি একদম বাস্তবিক পর্যায়ে নীরবে কাজ করে যাওয়া এক অনুপ্রেরণা। 💚
🎓 শিক্ষা ও জ্ঞানচর্চা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে জার্মানির ইউনিভার্সিটি অব স্টুটগার্ট থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি জলসম্পদ, নদী ও পরিবেশ নিয়ে কাজ করে দেশের জন্য অসাধারণ অবদান রেখেছেন।
🌍 আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কনফারেন্স (COP)-এ বাংলাদেশের প্রতিনিধি হিসেবে তিনি আন্তর্জাতিকভাবে পরিচিতি পান। তিনি ছিলেন সেই কণ্ঠস্বর, যিনি বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন পরিবেশের প্রশ্নে।
📚 পেশাগত জীবন ও নেতৃত্ব ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর ও C3ER (Centre for Climate Change and Environmental Research)-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বহু বছর। তিনি তরুণ সমাজকে পরিবেশ সচেতনতা ও গবেষণায় অনুপ্রাণিত করে গেছেন।
✨ অনুপ্রেরণার উৎস ড. আইনুন নিশাত প্রমাণ করেছেন, একজন শিক্ষিত, সচেতন ও নিবেদিত মানুষ জাতির জন্য কত বড় শক্তি হতে পারে। তাঁর মতো মানুষ আমাদের দেশকে আরও সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যায়।

❤️ আপনার যদি এই গর্বের মানুষটির গল্প ভালো লেগে থাকে, তাহলে পোস্টটি শেয়ার করুন আর আমাদের পেজে ফলো দিতে ভুলবেন না! 👇 কমেন্টে জানান – আপনি কাকে বাংলাদেশের অনুপ্রেরণা মনে করেন?
#আইনুন_নিশাত #বাংলাদেশের_প্রতিভা #পরিবেশ_যোদ্ধা

📚💔 দারিদ্র্য থেকে বিলিয়নিয়ার — এক নারীর বাস্তব জীবন কাহিনী! 💔📚একজন কালো চামড়ার মেয়ে... জন্ম আমেরিকার এক দরিদ্র পরিবা...
18/07/2025

📚💔 দারিদ্র্য থেকে বিলিয়নিয়ার — এক নারীর বাস্তব জীবন কাহিনী! 💔📚

একজন কালো চামড়ার মেয়ে... জন্ম আমেরিকার এক দরিদ্র পরিবারে। ছোটবেলায় বারবার নির্যাতনের শিকার হয়েছিলেন। মাত্র ১৪ বছর বয়সে গর্ভবতী হয়ে পড়েন — এবং জন্মের পরপরই তাঁর সন্তান মারা যায়।

🎯 জীবনের শুরুটাই ছিল কষ্ট আর কান্নায় ভরা। কিন্তু তিনি হার মানেননি। নিজেকে গড়ে তুলেছেন ধাপে ধাপে।

এই নারীই আজকের Oprah Winfrey —
🌟 বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টক শো হোস্ট
💼 নিজের মিডিয়া কোম্পানির মালিক
💰 বিশ্বের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিলিয়নিয়ার
❤️ কোটি কোটি ডলার দান করেছেন সমাজের উন্নয়নে

তিনি প্রমাণ করেছেন —
🔥 "সংগ্রাম যত কঠিনই হোক, ইচ্ছা আর আত্মবিশ্বাস থাকলে কিছুই অসম্ভব নয়।"

🔁 যদি আপনি এই গল্পটা থেকে অনুপ্রাণিত হন, একবার শেয়ার করুন।
✍️ কমেন্টে জানাতে পারেন আপনি আর কাদের জীবন কাহিনী পড়তে চান।

Address

Rajshahi, Charghat
Rajshahi
6270

Alerts

Be the first to know and let us send you an email when Todebur Jaman Mon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Todebur Jaman Mon:

Share