SK Sarkar

SK Sarkar Content Creator

28/06/2025
ঐতিহ্যবাহী রথের মেলা ২৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দ
28/06/2025

ঐতিহ্যবাহী রথের মেলা
২৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দ

পঞ্চরত্ন বড় শিব মন্দিররাজশাহী-নাটোর মহাসড়ক হতে দক্ষিণে গিয়ে পুঠিয়া রাজবাড়ি এলাকায় প্রবেশপথের পূর্ব পাশের শিব সরোবরে...
27/06/2025

পঞ্চরত্ন বড় শিব মন্দির

রাজশাহী-নাটোর মহাসড়ক হতে দক্ষিণে গিয়ে পুঠিয়া রাজবাড়ি এলাকায় প্রবেশপথের পূর্ব পাশের শিব সরোবরের দক্ষিণ তীরে অবস্থিত সুউচ্চ এই মন্দিরটি পুঠিয়ার মন্দির স্থাপত্যের এক অনন্য নিদর্শন। সুউচ্চ (১১ইঞ্চি-৮ইঞ্চি) ও সুবিশাল এক বর্গাকার (65ইঞ্চি-0ইঞ্চি×65ইঞ্চি-0ইঞ্চি) মঞ্চের উপর এক কক্ষ বিশিষ্ট এই মন্দিরটির প্রতিটি রত্নের উপরিভাগ ক্রমান্বয়ে সজ্জিতাকারে স্থাপিত ক্ষুদ্র ক্ষুদ্র কতকগুলো সুঁচালো চূড়ায় আচ্ছাদিত। কেন্দ্রীয় কক্ষের অভ্যন্তরে কৃষ্ণপ্রস্তরে নির্মিত একটি বিশালাকৃতির শিবলিঙ্গ স্থাপিত রয়েছে। কেন্দ্রীয় কক্ষ ও তার চারিদিকের প্রদক্ষিণ বারান্দার চার কোণের অভ্যন্তরস্থ উপরিভাগ

অর্ধবৃত্তাকৃতির গম্বুজে ও চার বলয় চৌচালা ছাদে আচ্ছাদিত। প্রদক্ষিণ বারান্দার চারিধার মোগল রীতির খাঁজখিলান পথে উন্মুক্ত। মন্দিরটির সুউচ্চ মঞ্চে আরোহণের জন্য উত্তর ও দক্ষিণ পাশে দুটি সিঁড়িপথ বিদ্যমান। ১৮২৩-১৮৩০ সনে রাজা জগন্নারায়ণের স্ত্রী রানি ভুবনময়ী এটি নির্মাণ করেন। এটি নির্মাণে সে সময় তিন লক্ষ মুদ্রা ব্যয় হয়েছিল বলে জানা যায়। পূর্বে মন্দিরায়তনের দ্বারের নিকট একটি জলঘড়ি ছিল যা বর্তমানে নেই।

জনৈক আচার্য ব্রাহ্মণ তা পরিচালনা করতেন বলে জানা যায়। মন্দিরটির নির্মাণ কৌশল ও অলঙ্করণ অপূর্ব। এই মন্দিরের সৌন্দর্য উপভোগের লোভ স্বয়ং লর্ড কারমাইকেলও সংবরণ করতে না পেরে একদা তিনি এ মন্দির দর্শনের জন্য সকলের অগচোরে পুঠিয়ায় প্রবেশ করেছিলেন বলে জানা যায় (সূত্র: বিমলাচরণ মৈত্রেয়, পুঠিয়া রাজবংশ, কলকাতা: প্যারিস আর্ট প্রেস, ১৯৫৩)।

এটি শ্যাম সরোবরের পশ্চিম পাড়ে চারআনি রাজের ছোট গোবিন্দ মন্দির। এটি রাধা গোবিন্দ মন্দির নামেও পরিচিত। একটি বর্গাকার মঞ্চ...
19/06/2025

এটি শ্যাম সরোবরের পশ্চিম পাড়ে চারআনি রাজের ছোট গোবিন্দ মন্দির। এটি রাধা গোবিন্দ মন্দির নামেও পরিচিত। একটি বর্গাকার মঞ্চের উপর স্থাপিত মন্দিরটির ভূমি নকশা পঞ্চরত্ন গোবিন্দ মন্দিরের মতই।মন্দিরটির গায়ে পোড়ামাটির টেরাকোটা দ্বারা আচ্ছাদিত।

#গোবিন্দমন্দির #পুঠিয়ারাজবাড়ী #রাজশাহী #ইতিহাস #ঐতিহ্য #সংস্কৃতি

22/05/2025

হাজরা খেলা ২০২৫

15/05/2025

কৃষ্ণনাম সংকীর্তন

01/05/2025

কৃষ্ণ কথা
সকলে বলুন রাধে রাধে

20/04/2025

পুঠিয়ার ঐতিহ্যবাহী শতবছরের পুরোনো উৎসব

মহাপূর্ণ নগ্নপদযাত্রা (ব্যোম ব্যোম)

চিত্রধারণ- Pk Sarkar
আয়োজনে: হিন্দু কল্যাণ ও সংস্কার সমিতি, পুঠিয়া, রাজশাহী
সহযোগিতায়: যুব হিন্দু কল্যাণ পরিষদ, পুঠিয়া, রাজশাহী

তারিখ বা সাল আমার মনে নাই। তবে তথ্য সংগ্রহে আছে।

19/04/2025

গতকাল রাতে পুঠিয়া শিব মন্দিরের ধর্মীয় আলোচনা ও কির্ত্তনের অংশ বিশেষ।

গতকাল রাতে বোন আর ভাগ্নির সাথে শিব মন্দিরে।
19/04/2025

গতকাল রাতে বোন আর ভাগ্নির সাথে শিব মন্দিরে।

08/03/2025

প্রিয় শহর

Address

Puthia
Rajshahi
6260

Alerts

Be the first to know and let us send you an email when SK Sarkar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share