18/01/2025
হটাৎ করে আপনি অনুভব করবেন একটা নরম রাজকীয় চেয়ারে বসে আছেন। পৃথিবীর সমস্তটাই মনে হবে আপনার হাতের মুঠোয়। সকল ক্লান্তির ছাপ মুছে যাবে আপনার চেহারা থেকে। সেই সময় লক্ষ করবেন কিছু মানুষ আপনার আসে পাসে। যাদের মধ্যে কেউ আপনার সাথে সময় টা উপভোগ করছে,আবার কেউ আপনার সমালোচনা করেছেন, এর মধ্যে এমন মানুষ থাকতে যে সব থেকে দুরে বসে দীর্ঘশাস ফেলে আপসোস করছেন।
এই সবকিছু তখন আপনার কিছু মনে হবে না কারণ আপনি সমস্ত জীবন পরিশ্রম করেছিলেন এই সফলতার জন্য!
হ্যা এটাই আপনার সেই সফলতা আপনার শত ক্লান্তি, হাতাশার বিনিময়ে পাওয়া।