Literature by Ayat

Literature by Ayat Stay connected with us.Thank you.❤️
(1)

27/07/2025

৯৯% বিবাহিত মেয়েদের মানসিক সমস্যার কারণ স্বামী এবং শাশুড়ি।
ঘরে স্বামীর মেজাজ আর বাইরে শাশুড়ির খবরদারি।এটাই মেয়েদের জীবন। স্বামীকে তবুও কন্ট্রোল করা যায় কিন্তু শাশুড়ি? Unchangeable.

বাংলাদেশের সেরা ইনোসেন্ট, পবিত্র এবং লজ্জাবতী একটা মেয়ে😁
27/07/2025

বাংলাদেশের সেরা ইনোসেন্ট, পবিত্র এবং লজ্জাবতী একটা মেয়ে😁

দুজনের চেহারায় অসম্ভব মিল। আবার পেশাও সেম ছিলো,,মৃ*ত্যুও একইভাবে হলো। এটাকে শুধু দূ*র্ভাগ্য বলে চালিয়ে দিতে রাজি না আমি।...
26/07/2025

দুজনের চেহারায় অসম্ভব মিল। আবার পেশাও সেম ছিলো,,মৃ*ত্যুও একইভাবে হলো। এটাকে শুধু দূ*র্ভাগ্য বলে চালিয়ে দিতে রাজি না আমি। এটা বাংলাদশের মেধাবীদের ধ্বং*স করার জন্য আর বাংলাদেশের ভবিষ্যৎ ধ্বং*স করার জন্য প্রতিবেশী দেশের ষ*ড়যন্ত্রও হতে পারে। মুক্তিযুদ্ধের সময়ও একইভাবে ১৪ই ডিসেম্বরে মেধাবীদের মে*রে ফেলা হয়েছিলো। আবারও সেটা রিপিট হচ্ছেনা কিভাবে বলবো আমরা। হয়তো এই দুজনকে মারার জন্যও বিমানের কিছু ন**ষ্ট করেই তাদেরকে দেওয়া হয়েছে,, কারণ এতে করে বিমানটাও ধ্বং*স হবে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষতি হবে,আবার পাইলট ম**রলে একজন দক্ষ ব্যক্তি হারাবে বাংলাদেশ,, আর বিমান বি*ধ্ব*স্ত হলে অবশ্যই লোকালয়ে পড়বে যেখানে অনেক মানুষ মা**রা যাবে এবং জমি বা বিল্ডিং এর ক্ষ*তি হবে।
এটা পরিকল্পিত আমার বিশ্বাস। আল্লাহ জান্নাতবাসী করুক নিষ্পাপদের,,আর যদি সত্যিই এগুলো ষ*ড়যন্ত্র হয়ে থাকে তাহলে ষড়*য*ন্ত্রকারীর যেনো ক*ঠিন শা*স্তি হয় দুনিয়াতেই। মানুষের আইনে শা**স্তি না হলেও আল্লাহ সব দেখছেন। ইনশাআল্লাহ ন্যায়বিচার তিনিই করবেন।

Urvashi Rautela vs   আমার কাছে দুজনকে অনেকটা সেম লাগে।  রেখাজির মতো উর্বশীও অসম্ভব সুন্দর।  কিন্তু তার অতিরিক্ত মেকআপ আর...
26/07/2025

Urvashi Rautela vs
আমার কাছে দুজনকে অনেকটা সেম লাগে। রেখাজির মতো উর্বশীও অসম্ভব সুন্দর। কিন্তু তার অতিরিক্ত মেকআপ আর বা*জে ড্রেসআপের কারণে ভালো লাগেনা।
সফট লুকে থাকলে
তাকেও অনেক সুন্দর লাগে।

মানুষ নাকি বয়স্ক হলে চেহারা খা*রাপ হয়ে যায়। অথচ রেখাজিকে দেখুন৷ ১৫ বছর বয়সে কেমন ছিলো আর ৭১ বছর বয়সে কেমন হয়েছেন। তাকে য...
26/07/2025

মানুষ নাকি বয়স্ক হলে চেহারা খা*রাপ হয়ে যায়। অথচ রেখাজিকে দেখুন৷ ১৫ বছর বয়সে কেমন ছিলো আর ৭১ বছর বয়সে কেমন হয়েছেন। তাকে যত দেখি ততই মুগ্ধ হই৷ কোনো সার্জারী নয়,ফিলার নয়,, হ্যাঁ মেকআপ করেন ঠিকই তবে এই বয়সে আমার নানী দাদিরা বিছানা ছেড়ে উঠতে পারেন না,,আর ওনার কনফিডেন্স আর ফিটনেস সত্যিই অবাক করার মতো। অমিতাভ বচ্চন তাকে বিয়ে না করে হয়তো সারাজীবন আফসোস করেন🤣।

অক্ষয় কুমার একমাত্র ব্যক্তি যার এ*ক্স গার্লফ্রেন্ড আর বউ একইরকম দেখতে😁😁😁 kumar  tandon Khanna
25/07/2025

অক্ষয় কুমার একমাত্র ব্যক্তি যার এ*ক্স গার্লফ্রেন্ড আর বউ একইরকম দেখতে😁😁😁

kumar
tandon
Khanna

ছোটোবেলায় রাভিনা, টুইংকেল আর সোনালী এই তিনজনকে একজন ভাবতাম আমি🤣
25/07/2025

ছোটোবেলায় রাভিনা, টুইংকেল আর সোনালী এই তিনজনকে একজন ভাবতাম আমি🤣

গত তিনদিন ধরে আমি অসুস্থ ছিলাম। কালকে একটু বেশি নেমে গিয়েছিলো প্রেসার।  মাইলস্টোনের বাচ্চা গুলোর আর্ত*নাদ আর তাদের বাবা ...
25/07/2025

গত তিনদিন ধরে আমি অসুস্থ ছিলাম। কালকে একটু বেশি নেমে গিয়েছিলো প্রেসার। মাইলস্টোনের বাচ্চা গুলোর আর্ত*নাদ আর তাদের বাবা মায়ের আহা*জারিতে আমি ঘুমাতেও পারছিনা।🥹 আমি জানি আমার মতো অনেকেরই সেম অবস্থা। আসুন সবাই আবার একটু একটু করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করি। তাদের আত্মার শান্তির জন্য দোয়া করি। যারা বেঁচে আছে তাদের সুস্থতার জন্য দোয়া করি। যদিও এই ঘোর কাটতে আরও কিছুদিন সময় লাগবে। তবুও আমরা যারা বেঁচে আছি তাদেরতো বাঁচতেই হবে। 🥺

ঝরে যাওয়া কিছু নাম না জানা ফুল। 🥀🥀🥀🥀🥀এই ফুলগুলোকে তাদের বাবা মায়েরা অনেক যত্ন করে বড় করেছিলো। রোদে যেতে দেয়নি,বৃষ্টিতে ভ...
24/07/2025

ঝরে যাওয়া কিছু নাম না জানা ফুল। 🥀🥀🥀🥀🥀

এই ফুলগুলোকে তাদের বাবা মায়েরা অনেক যত্ন করে বড় করেছিলো। রোদে যেতে দেয়নি,বৃষ্টিতে ভিজতে দেয়নি,আঘাত পেতে দেয়নি,,আগু*নের আশে পাশেও যেতে দেয়নি। আর আজকে ভাগ্যের নি*র্মম পরিহাসে এই সুন্দর ফুলগুলো কয়*লা হয়ে গেলো।💔
প্রিয় সন্তানকে জীবিত দেখা তো দূরে থাক,, তার ছোট্ট মৃ*ত শরীরটাও আর মায়েরা খুজে পেলোনা।আল্লাহ এমন মৃ*ত্যু তুমি কাউকে দিওনা। কোনো মায়ের আগে তার সন্তানকে কেড়ে নিওনা খোদা। ফেসবুকে ঢুকলেই চোখের সামনে এই ছবিগুলো আসছে,, আমি কান্না ধরে রাখতে পারছিনা। প্রেসার লো হয়ে যাচ্ছে। এদের মায়েরা কিভাবে সহ্য করছে আল্লাহই জানেন। আল্লাহ তুমি ধৈর্য্য দান করো সেই মায়েদেরকে।

22/07/2025

জুলাই মানেই কি মৃ*ত্যু নাকি সব পরিকল্পিত? এমনও তো হতে পারে পাইলট তৌকিরকে মা*রার জন্য ইচ্ছা করেই নষ্ট বিমানটা দেওয়া হয়েছিলো। বাংলাদেশে সব সম্ভব। 😓😢😢😢😢😢😢

22/07/2025

মাইলস্টোনের একবেলার দুর্ঘটনায় যদি আমাদের এমন অবস্থা হয় তাহলে একবার গাঁ**জাবাসীর কথা ভাবুন।😥

এই ছবিগুলো পোস্ট করার সময় তাদেরকে এভাবে কভার করে পোস্ট করুন প্লিজ। কারণ ছোট হলেও তাদেরও মানসম্মান আছে। তারা যখন সুস্থ হব...
21/07/2025

এই ছবিগুলো পোস্ট করার সময় তাদেরকে এভাবে কভার করে পোস্ট করুন প্লিজ। কারণ ছোট হলেও তাদেরও মানসম্মান আছে।
তারা যখন সুস্থ হবে তখন ল*জ্জা পাবে এসব দেখে। তারা সে এমন একটা ভয়ং*কর অবস্থা থেকে একা পায়ে হেঁটে ঝ*লসানো শরীর নিয়ে বের হয়ে আসতে পেরেছে এটাই অনেক। আল্লাহ তাদেরকে বাঁচিয়ে রাখুক। আমিন।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Literature by Ayat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share