26/08/2023
আসসালামু আলাইকুম। আসা করি যারা আমার এই গল্প টা পরছেন তাদের কে অনেক ধন্যবাদ 🥰। আমি আজকে সেয়ার করতে চলছি। আমার জীবনের শেষ এর প্রেম গল্প এর নাম(অনেক ভালোবাসি তাকে)
আমি যাকে নিজের থেকেও বেশি ভালোবাসি সেটা হলো আমার আব্বু আর আম্মু 🥰। কিন্তু এরা দুইজন ছারা আরেক জন আছে তার নাম মমো। অনেক কিউট নাম তাই না 🥰। আমাদের পরিচয় হয় ফেসবুক ।
সময় টা ছিলোঃ-২০২২ সালের ২৬ রোজাতে ঠিক দুপুর ৩ টাই। তার সাথে আমার প্রথম কথা হয়। না আমি ওকে দেকেচি।না ওই আমাকে দেখেছে । আমি জানতাম না ওর বাসা আমাদের শহরে। তারা সাতে কথা বলে অনেক শান্তি পেতাম। আমি ওকে প্রায় ১ মাস এর মাথায় তাকে প্রপোজ করি।
আমাকে বললো, আমার সাতে দেখা করবে। আমিও রাজি হলাম। সেই দিন অনেক বৃষ্টি হচ্ছিল তাও ভিজতে ভিজতে গেলাম দেকা করতে 💓
ওর জন্য অনেক চকলেট কিনে নিয়ে গিয়েছিলাম । আমি ওর কাছে গিয়ে মুখ থেকে কথা বেড় হচ্ছে না ভায়ে। জীবনে প্রথম এমন করে একটা মেয়ের সাথে দেখা করেচি তো তারজন্য
ওই আমাকে সালাম দিলো। তারপর আমি ওকে চকলেট গুলো দিলাম। কিন্তু মজার৷ বিষয় হচ্ছে আমি একনো কিন্তু ওর মুখ দেকেনি ভালো করে। আসলে রাতের বেলাই ছিলো তো। তার বাসার পিছনে দেখা করেচিলাম🥰 আমার কিছুখন কথা বললাম। আমার হাতে একটা আঙটি চিলো ওকে আমি পরিয়ে দিলাম। ওই অনেক লজ্জা পাছিলো☺️।
তারপর আমার প্রায় প্রতিদিন দেকা করতাম। ওই আমাকে বললো, ওর আব্বু ওকে আর পোন দিবে না। তাই আর কথা হবে না 😔
তারপর আমি ওকে একটা ফোন কিনে দিলাম৷ বাটাম ফোন। তাও তো কতা বলা হবে তারজন্য ☺️💓। কিন্তু ফোনটা৷ কিছুদিন পরে ওর আব্বু দেকে নিয়েচে। তাকে বলে অনেক মেরেছে 😭😭। এটা শুনে আমি অনেক কান্না করেছিলাম। আমাকেও হুমকি দিলো ওর সাথে যেন আমি আর না দেকা করি।
কিছু দিন পরে জানতে পারলাম ওর বিয়ে হয়ে গিয়েছে😭
আমি মনে করেচিলাম সুইসাইড করবো কিন্তু করতে পারলাম না। এটে ভেবে যে আমার পরিবার এর কি হবে। তাই করলাম না কিন্তু অনেক দিন কষ্ট পেয়েছিলাম। তারা সাথে আর কোনদিন কথা হয় নি । কিন্তু রাস্তায় দেখলে ওই আমার দিকে তাকায় আমি ওর দিকে তাইক।
মনে হয় আমাকে কিছু বলতে চাই😭😭😭
আরো অনেক কথা আছে চোখে পানি চলে আসচে তাই আর লিকতে পারলাম না( আল্লাহ হাফেজ)
😭
😭
😭
😭( এই দুনিয়াতে সবাই দোড়ায়😔 কেও নারকেও ন