05/10/2025
🌾 বাগমারার গর্ব — অধ্যাপক মোঃ কামাল হোসেন 🌾
সদা হাস্যউজ্জ্বল, বিনয়ী ও কর্মীবান্ধব একজন মানুষ —
অধ্যাপক মোঃ কামাল হোসেন, যিনি শুধু একজন রাজনীতিক নন,
তিনি একজন আদর্শবান শিক্ষক, সৎ নাগরিক ও জনগণের প্রিয় মুখ। 💚
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে
তিনি ইতোমধ্যেই বাগমারার প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
বাগমারার মানুষ যে মূল্যবোধ, সততা ও সেবার মানসিকতা চান,
তা অধ্যাপক কামাল হোসেনের মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান। 🌿
👉 তিনি দুর্নীতিমুক্ত, সুশিক্ষিত ও পরিশ্রমী।
👉 ভবানীগঞ্জ সদরে তাঁর সাধারণ জীবনযাপনই প্রমাণ করে,
তিনি কখনো বিলাসিতা বা লোভ-লালসায় নিজেকে হারাননি।
👉 তিনি দলের নেতাকর্মীদের সুখে–দুঃখে পাশে থেকেছেন,
প্রতিটি কর্মীর প্রতি রয়েছে তাঁর অগাধ ভালোবাসা ও মমতা।
অধ্যাপক মোঃ কামাল হোসেন বিশ্বাস করেন —
রাজনীতি মানে জনগণের সেবা, মানুষের পাশে থাকা।
তিনি কখনো সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়াননি,
বরং সবসময় দলের শৃঙ্খলা, নেতৃত্ব ও আদর্শকে
নিজের জীবনের অংশ হিসেবে ধারণ করেছেন। ✊
আজ বাগমারার জনমানুষ তাঁর নেতৃত্বে নতুন আশার আলো দেখছে —
একটি পরিবর্তনের, একটি উন্নত ও ন্যায়ভিত্তিক বাগমারার স্বপ্ন দেখছে। 🌟
বাগমারার জনতার কণ্ঠে এখন একটাই ধ্বনি —
“ধানের শীষে ভোট দিন, অধ্যাপক মোঃ কামাল হোসেনকে জয়ী করুন।” 💪