Colourful Mind

Colourful Mind Make satisfying Things ��

21/03/2025

🌹⭐🌟⭐🌟🌹

*👉🏻লাইলাতুল কদরের শ্রেষ্ঠ ১২ টি সহজ আমল, যেগুলো তুলনামূলক সহজ ও গোছানো। ইনশাআল্লাহ্ সকলেই আমল করতে পারবেন।*

👇🏻👇🏻👇🏻
─────────────────────
❖ (০১) আট/দশ রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় পড়া (বিশেষত শেষ রাতে)
─────────────────────
লাইলাতুল কদরের প্রধান আমল হলো, কিয়াম তথা নামাজে দণ্ডায়মান হওয়া। রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় কদরের রাতে (ইবাদতের জন্য) দণ্ডায়মান হবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।’’ [সহিহ বুখারি: ১৯০১, সহিহ মুসলিম: ৭৬০]

─────────────────────
❖ (০২) বেশি বেশি সূরা ইখলাস পাঠ করা
─────────────────────
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যাঁর হাতে আমার জীবন, তাঁর কসম করে বলছি, নিশ্চয়ই এই সূরা ইখলাস কুরআনের এক তৃতীয়াংশের সমান।’’ [সহিহ বুখারি: ৫০১৩]
অন্য হাদিসে এসেছে, ‘‘যে ব্যক্তি সূরা ইখলাস ১০ বার শেষ করবে, তার জন্য জান্নাতে আল্লাহ্ একটি প্রাসাদ নির্মাণ করবেন।’’ [সিলসিলা সহিহাহ: ৫৮৯, হাদিসটি সহিহ]

─────────────────────
❖ (০৩) সুবহানাল্লাহ্, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ্ ও আল্লাহু আকবার সহ আরো অন্যান্য যিকির বেশি বেশি করা
─────────────────────
❖ (০৪) একটি গুরুত্বপূর্ণ তাসবিহ কমপক্ষে ১০০ বার পড়ার চেষ্টা করা।
─────────────────────
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘‘যে ব্যক্তি দৈনিক ১০০ বার পড়বে—
ﻟَﺎ ﺇِﻟٰﻪَ ﺇِﻻَّ ﺍﻟﻠّٰﻪُ ﻭَﺣْﺪَﻩُ ﻻَ ﺷَﺮِﻳْﻚَ ﻟَﻪُ ﻟَﻪُ ﺍﻟْﻤُﻠْﻚُ ﻭَﻟَﻪُ ﺍﻟْﺤَﻤْﺪُ ﻭَﻫُﻮَ ﻋَﻠَﻰ ﻛُﻞِّ ﺷَﻰْﺀٍ ﻗَﺪِﻳﺮٌ
[মোটামুটি উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহূ লা শারীকা লাহূ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া ‘আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।]
অর্থ: আল্লাহ্ ব্যতীত কোনো সার্বভৌম সত্তা নেই। তিনি এক; তাঁর কোনো অংশীদার নেই। রাজত্ব এবং প্রশংসা কেবল তাঁরই; তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান।
► সে ১০টি গোলাম মুক্ত করার সওয়াব পাবে;
► তার জন্য ১০০ সওয়াব লেখা হবে;
► তার ১০০ গুনাহ মিটিয়ে দেওয়া হবে;

► ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে শয়তান থেকে নিরাপদ থাকবে এবং (সন্ধ্যায় বা রাতে পাঠ করলে সকাল পর্যন্ত নিরাপদ থাকবে)

► ওই দিনের হিসেবে কেউ তার চেয়ে উত্তম সওয়াবের কাজ করতে পারবে না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি সক্ষম হবে, যে এর চেয়ে বেশি পড়বে।’’ [সহিহ বুখারি: ৩২৯৩, আবু দাউ

---📢📌📌📌 রেজিস্ট্রেশন ফ্রি✨ ইভেন্ট ‼️‼️ চারুলতা ইসলামিক আর্ট প্রতিযোগিতা ১.০! 🎨🏆তুমি কি পেইন্টিং, ক্যালিগ্রাফি, ফটোগ্রাফি...
05/03/2025

---
📢📌📌📌 রেজিস্ট্রেশন ফ্রি✨ ইভেন্ট ‼️‼️ চারুলতা ইসলামিক আর্ট প্রতিযোগিতা ১.০! 🎨🏆

তুমি কি পেইন্টিং, ক্যালিগ্রাফি, ফটোগ্রাফি বা কুইজে দক্ষ?‼️
তাহলে "চারুলতা ইসলামিক প্রতিযোগিতা ১.০" তোমার জন্যই!

🔹 তোমার ট্যালেন্ট শেয়ার করো হাজারো মানুষের সামনে!
🔹 নিশ্চিত গিফট ও সার্টিফিকেট পেতে অংশ নাও!
🔹 তুমি চাইলে একাধিক সেগমেন্টে অংশগ্রহণ করতে পারো!

সেগমেন্টসমূহ:
🎨 ইসলামিক পেইন্টিং – তোমার আঁকা যেকোনো ইসলামিক আর্ট
🖋 ক্যালিগ্রাফি – হস্তলিখিত বা ডিজিটাল ক্যালিগ্রাফি
📸 ইসলামিক বই ফটোগ্রাফি – ইসলামিক বইয়ের সুন্দর ও ক্রিয়েটিভ ফটোগ্রাফি
❓ ইসলামিক কুইজ – সহজ কিন্তু চ্যালেঞ্জিং ইসলামিক কুইজ

🔥 বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার‼️‼️
🏅 কাঠের ক্রেস্ট | 🎁 আকর্ষণীয় গিফট ভাউচার | 📜 সার্টিফিকেট

‼️‼️✨ এখনই Free রেজিস্ট্রেশন করতে post এর comment এ Interested লেখ ‼️‼️✨📌
N.B:‼️অবশ্যই Reference দিতে হবে‼️

08/10/2023

Traditional wear💃








23/09/2023

#3🐼🐼🐼



17/09/2023



🌸🌸

16/09/2023

Try yours👀

A Cup of coffee
12/09/2023

A Cup of coffee

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Colourful Mind posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share