02/02/2025
Metataf 25 WP (50gm) মেটাটাফ ২৫ডব্লিউ পি (৫০গ্রাম)
অর্ডার করতে এখানে ক্লিক করুন।
https://zatiqeasy.com/shop/58534?product=444922
মেটাটাফ ২৫ ডাব্লিউ পি কিভাবে কাজ করে ?
-মেটাটাফ ২৫ ডাব্লিউ পি প্রতিরোধক ও প্রতিকারক দু’ভাবেই কার্যকরী। তাই ফসলে ছত্রাকের আক্রমণ হওয়ার পূর্বে প্রয়োগ করলে এর প্রতিরোধক ক্রিয়ার মাধ্যমে ফসলকে রোগের আক্রমণ থেকে রক্ষা করে।
-মেটাটাফ ২৫ ডাব্লিউ পি ফসলে ছত্রাকের আক্রমণ হওয়ার পর প্রয়োগ করলে এর প্রতিকারক ক্রিয়া অর্থাৎ অন্তর্বাহী ক্রিয়াশীলতার ফলে রোগ সৃষ্টিকারী ছত্রাক বিনষ্ট করে। এভাবে ফসলকে রোগমুক্ত করে।
-পানির সাথে খুব দ্রুত দ্রবীভুত হয়ে যায়। স্প্রে করার সাথে সাথে গাছের কাণ্ড ও পাতার মাধ্যমে শোষিত হয়ে গাছের অভ্যন্তরে প্রবেশ করে সকল শাখাপ্রশাখায় ছড়িয়ে পড়ে।
-ব্যবহৃত গাছকে অনেক দিন পর্যন্ত রোগের আক্রমণ থেকে রক্ষা করে বলে নতুন গজানো পাতায়ও রোগের আক্রমণ হয় না।
-বীজ ও মাটি শোধন করা যায় তাই বীজ ও মাটি বাহিত কোনো রোগ ছড়াতে পারে না।
ব্যবহারবিধি: ফসলে রোগের আক্রমণ দেখা দিলে উপরোল্লিখিত মাত্রায় মেটাটাফ®️ ২৫ ডাব্লিউ পি পানিতে ভালভাবে মিশিয়ে আক্রান্ত ফসলের জমিতে স্প্রেয়ারের সাহায্যে প্রয়োগ করতে হবে। স্প্রে করার সময় সকল গাছের সর্বাংশে মেটাটাফ ২৫ ডাব্লিউ পি ছিটানো নিশ্চিত করতে হবে। মেঘাচ্ছন্ন আকাশ, ঘন কুয়াশাময় অবস্থা, হালকা বৃষ্টি হলে, দিনে বেশি গরম ও রাতে ঠাণ্ডা এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে উল্লিখিত রোগ অতি দ্রুত মহামারী আকারে সমস্ত এলাকায় ছড়িয়ে পড়ে। তাই অনুকূল আবহাওয়া ও রোগের লক্ষণ দেখার সাথে সাথে মেটাটাফ ২৫ ডাব্লিউ পি ফসলের জমিতে স্প্রে করতে হবে।
প্যাক সাইজ: ৫০ গ্রাম।
প্রয়োগমাত্রা :
ফসল রোগের নাম অনুমোদিত মাত্রা একর প্রতি ৫ শতক জমির জন্য (১০ লিটার পানিতে)
আলু লেট ব্লাইট বা নাবি ধ্বসা ২ গ্রাম/ লিটার পানি ৪০০ গ্রাম ২০ গ্রাম
সাবধানতা: ব্যবহারের পূর্বে প্যাকেটের গায়ে লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন এবং মেনে চলুন।