Mohosina Mustari Mita

Mohosina Mustari Mita Mohosina Mustari Mita is ready to give you full computer skill and freelancing service.

This is Mohosina.I am from Dhaka.As a profession i am a digital marketer.

04/12/2023

#আপনার_যোগ্যতা_অনুযায়ী_চাকরি_আছে_তো?🤔
তাহলে উপায় কি আছে?😀 👇

💁‍♂️ পড়ালেখার পাশাপাশি নিজের স্কিল বাড়িয়ে আপনিও হয়ে উঠতে পারেন "ফ্রিলান্সার"

💁‍♂️ যেই সময়টা অবসর বসে না থেকে, আড্ডা পরিহার করে, খেলাধুলায় সময় না দিয়ে Facebook,Youtube, Free_Fire, PUBG খেলায় সময় না দিয়ে।
ফেসবুক এবং ইউটিউব কে কাজে লাগিয়ে আয় করতে পারেন।

💁‍♂️ বিস্তারিত জানতে ইনবক্স করতে পারেন। ১০০% সহযোগিতা করবো ইনশাআল্লাহ্।
চাকরি খোঁজে নয়
👉 উদ্দোক্তা হয়ে নিজের স্কিল গড়ুন💪
তাই উক্ত ফ্রি সেমিনারটি করতে এখুনি ইনবক্স করুন...!💯

21/08/2023

content Writing
কনটেন্ট রাইটিং-
বাংলাতে কনটেন্ট এর মানে হল বিষয়বস্তু।কনটেন্ট রাইটিং হল এমন একটি লেখন যেখানে এক বা একাধিক বিষয়ের উপর তথ্য প্রদান করা হয় ।
লেখনের উদ্দেশে যদি কনটেন্ট এর কথা বলা হয় তাহলে বলতে পারি আমরা যা লিখছি বা নিজের কশলের মাধ্যমে যে বিষয়বস্তু তৈরি করছি সেটাই কনটেন্ট ।
উদাহরনসরূপ; যদি আমরা নিজের অভিজ্ঞতাই এবং জ্ঞান এর ব্যবহার করে একটি article লিখি সেটাকে কনটেন্ট বলে।
যে বাক্তি নিজের জ্ঞান ও প্রাঞ্জল ভাষা ব্যবহার করে কনটেন্ট লিখে তাকে কনটেন্ট রাইটার বলে ।
কনটেন্ট রাইটিং এর প্রকারভেদ-
1.Text 2. Audio 3.Video 4.Image
Text: লিখনের মাধ্যমে তৈরি করা কনটেন্ট । যেমন: Books, Artical।
Audio: ভয়েস বা শব্দের মাধ্যমে তৈরি করা কনটেন্ট । যেমন: FM ।
Video:ভিডিও এর মাধ্যমে তৈরি করা কনটেন্ট ।যেমন : Youtube Video, TiK ToK Video |
Image: ছবি এডিটিং করে তৈরি করা কনটেন্ট । যেমন: Logo, Graphics ।
উপরের যে বিষয়ে আমরা কনটেন্ট লিখতে যাই না কেন সে বিষয় সম্পর্কে আমাদের প্রত্যেকের একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। অনুমানের ভিত্তিতে কোন তথ্য দেওয়া যাবে না।সেই সাথে বানানের দিকটা লক্ষ্য রেখে কনটেন্ট লিখতে হবে।
Content Writing হল পেশাদার মার্কেটিং এর জন্য এক ধরনের কাজ যা পাঠকদের জন্য প্রকাশ করা হয় । দিন যত যাচ্ছে বদলে যাচ্ছে পৃথিবী , বদলে যাচ্ছে মানুষের জীবন ভঙ্ঘি সেই সাথে কাজের পরিসর । কনটেন্ট রাইটিং এর কারণে বর্তমানে বই প্রকাশ না করে ও অনলাইনে ছোট ছোট কনটেন্ট লিখে আয় করা সম্ভব।
অনলাইনে কাজ করার একটি উপায় হল কনটেন্ট রাইটিং। এটির চাহিদা বর্তমানে ব্যাপক।ঘরে বসে আমরা চর্চা করে নিজেরাই এই দক্ষতা অর্জন করতে পারি পাশাপাশি আয় ও করতে পারি।ফ্রীলাঞ্চিং এর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে এই দক্ষতা অর্জন করা এখন সময়ের দাবি। বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে । সেই সাথে অনলাইনে বাড়ছে কাজের সুযোগ। কনটেন্ট রাইটিং এর মাধ্যমে আমরা বেকারত্বকে দূর করে নিজেদের কর্মসংস্তান তৈরি করতে পারি।
Content Writing এর জন্য নির্ধারিত শিক্ষাগত কোন যোগ্যতা বা বয়স নেই শুধু সৃজনশীলভাবে লিখার দক্ষতা থাকলেই কনটেন্ট লিখা সম্ভব।এই কাজটি করার জন্য সশরীরে অফিসে যাবার দরকার নাই আমরা ঘরে বসেই নিজের ইচ্ছা মতো করতে পারি। তাই কনটেন্ট রাইটিং করে জীবন গড়ি ,স্বাবলম্বী হই।

Address

Bagmara
Rajshahi
6250

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohosina Mustari Mita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share