Rukaiya's Diary

Rukaiya's Diary আসসালামু আলাইকুম। এই পেইজে আপনারা হোম মেড কেক অর্ডার করতে পারবেন। 💗
(1)

পিঠা 🍥🍛
18/09/2025

পিঠা 🍥🍛

🍝☕
18/09/2025

🍝☕

Cake 🍰
07/09/2025

Cake 🍰

14/08/2025

অনেক দিন আগের ভিডিও রিপোস্ট করলাম। ゚

আমার বানানো কেক 🍰
07/08/2025

আমার বানানো কেক 🍰

Shadow palate From
02/06/2025

Shadow palate From

🎂🎂এখন ওভেন ছাড়াই চুলায় তৈরি করতে পারবেন কেক অতি সহজেই।এই কেকটি খুবই নরম, ময়েশ্চারাইজড ও স্পঞ্জি হয়।🎂🎂চুলায় তৈরি নরম ...
20/05/2025

🎂🎂এখন ওভেন ছাড়াই চুলায় তৈরি করতে পারবেন কেক অতি সহজেই।এই কেকটি খুবই নরম, ময়েশ্চারাইজড ও স্পঞ্জি হয়।🎂🎂

চুলায় তৈরি নরম কেকের রেসিপি (গ্রামে পরিমাপ অনুযায়ী):

উপকরণ:

**ডিম – ৩টি

**চিনি – ১ কাপ (২০০ গ্রাম)

**তেল – ১/২ কাপ {100 মিলি (প্রায় 92 গ্রাম)}

**তরল দুধ – ১/২ কাপ {100 মিলি (প্রায় 102 গ্রাম)}

**ময়দা – ১ কাপ (120 গ্রাম)

**বেকিং পাউডার – ১ চা চামচ (৫ গ্রাম)

**ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ (৫ মিলি)

**সামান্য লবণ - ১/২ গ্রাম (এক চিমটি)

প্রস্তুত প্রণালি:

1.ডিম ও চিনি বিট করুন – ডিম ও চিনি একসাথে বিট করুন যতক্ষণ না হালকা ও ফেনা উঠে আসে।

2.তেল ও দুধ মেশান – বিট করা মিশ্রণে তেল ও দুধ যোগ করে আবার বিট করুন।

3.শুকনা উপকরণ মেশান – ময়দা, বেকিং পাউডার, লবণ একসাথে চেলে মিশ্রণে আস্তে আস্তে মেশান। ভ্যানিলা এসেন্স দিন।

4.মোল্ডে ঢালুন – একটি কেক টিনে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিন, ব্যাটার ঢালুন।

5.চুলায় বেক করুন – পাতিল বা হাঁড়ি ৫ মিনিট গরম করে তাতে স্ট্যান্ড দিয়ে কেক টিন রাখুন। ঢেকে দিন। মাঝারি আঁচে ৫ মিনিট, তারপর কম আঁচে ৩৫–৪০ মিনিট বেক করুন।

6.পরীক্ষা ও পরিবেশন – টুথপিক ঢুকিয়ে দেখুন পরিষ্কার বের হলে কেক তৈরি। ঠান্ডা হলে পরিবেশন করুন।

এই রেসিপি ৮–৯ ইঞ্চির একটি কেকের জন্য যথেষ্ট।
©️

12/05/2025

Happiness can't be found
It has to be created 🤍❤️

11/05/2025

মেয়েরা মাকে যেমন দেখে, সেটা বয়সের সাথে ধীরে ধীরে বদলায়

বয়স ৩–৬: “মা না থাকলে আমি কাঁদি।”
বয়স ৭–১২: “মা কিছুতেই বুঝতে চায় না!”
বয়স ১৩–১৯: “মা শুধু বকা দেয়, amar feelings bujhe na…”
বয়স ২০–২৫: “মা যা বলত, সেটাই ঠিক ছিল।”
বয়স ২৬–৩৫: “মা, তুমি কিভাবে সব কিছু ম্যানেজ করতে??”
বয়স ৩৬–৫০+: “মা আমি দিনদিন তোমার মতো হয়ে যাচ্ছি

মা আর মেয়ের সম্পর্কটা হয় একটু বেশি deep, একটু বেশি complicated,
কিন্তু দিনের শেষে — এটাই সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে নিঃস্বার্থ একটা সম্পর্ক।

Shadow palate from Miss Curious
05/05/2025

Shadow palate from Miss Curious

24/04/2025

Assalamualaikum everyone 🤍

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rukaiya's Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share