School Vocabulary

School Vocabulary ক্লাস (১-১২) ভিত্তিক আলাদা আলাদা ভোকাবুলারি বই

15/01/2025

❤️

15/01/2025

বইগুলোর উপর বিশেষ ডিসকাউন্ট চলছে

অফার মূল্যে পাওয়া যাচ্ছে......
15/01/2025

অফার মূল্যে পাওয়া যাচ্ছে......

ক্লাস ১-১২ শ্রেণির সকল ভোকাবুলারি একসাথে একটি বইতে।
07/01/2025

ক্লাস ১-১২ শ্রেণির সকল ভোকাবুলারি একসাথে একটি বইতে।

সরকারি চাকরির পরীক্ষা হওয়া উচিত গ্রেড ভিত্তিক। ব্যাংক অথবা বিসিএস সিস্টেম কেন্দ্রিক। এতে করে বয়সের ঝামেলা থাকবেনা। **প্র...
07/09/2024

সরকারি চাকরির পরীক্ষা হওয়া উচিত গ্রেড ভিত্তিক। ব্যাংক অথবা বিসিএস সিস্টেম কেন্দ্রিক। এতে করে বয়সের ঝামেলা থাকবেনা।

**প্রথমত বিসিএস: যেভাবে বর্তমানে হচ্ছে সেভাবেই হবে।

**দ্বিতীয়ত ব্যাংক: যেভাবে বর্তমানে হচ্ছে সেভাবেই হবে।

**তৃতীয় সিস্টেম: গ্রেড ১১-১৬ পর্যন্ত নিয়োগের জন্য আলাদা একটি কমিশন গঠন করা হবে। যেমন কমিশন রয়েছে বিসিএসের জন্য "পিএসসি" এবং ব্যাংকের জন্য "বিএসসি"। প্রতিটি মন্ত্রণালয় তাদের চাহিদা দিবে উক্ত কমিশনের নিকট। সেই অনুসারে একটা সার্কুলার প্রকাশ হবে বছরের নির্দিষ্ট সময়ে, তারপর পরীক্ষা হবে এবং ফলাফলের মেধাক্রম অনুসারে বিভিন্ন পদে নিয়োগ করা হবে এবং চাকরিপ্রার্থী সেই পদে যোগদান করবে। (যেমন বিসিএস)

**চতুর্থ সিস্টেম: গ্রেড ১৭-২০ পর্যন্ত ( এটাও হবে ৩য় সিস্টেমের মতোই আলাদা একটি কমিশনের মাধ্যমে)

এই পদ্ধতির সুবিধা:
১। সারাদেশ থেকে প্রতিমাসে ২/৩ বার ঢাকা যাওয়া আসা করা লাগবেনা। তাতে করে চাকরি প্রার্থীরা আর্থিক ক্ষতি এবং ভোগান্তি থেকে বাচবে।

২। প্রতিটি পোস্ট/সার্কুলারের জন্য আলাদা করে আবেদন করার প্রয়োজন পড়বেনা। এতেও বিশাল অংকের আর্থিক ক্ষতি থেকে বাচবে।

৩। এই সিস্টেমের মাধ্যমে বেকার সংখ্যা কমে আসবে। কারন, তখন একটি পরীক্ষার মাধ্যমে অনেক বেশি পদসংখ্যা থাকবে এবং পরীক্ষার্থী খুব সহজেই কোনো একটা গ্রেডের চাকরিতে প্রাথমিকভাবে যোগদান করেও তখন উচ্চতর সিস্টেমের পরীক্ষা দিতে পারবে।

বিশেষ দ্রষ্টব্য: বয়স থাকবে উন্মুক্ত।
প্রতিটি সিস্টেমের পরীক্ষা একজন শিক্ষার্থী তার জীবনে সর্বোচ্চ ৫ বার দিতে পারবে। তার যখন মন চায় তখন পরীক্ষা দিবে কিন্তু ৬ষ্ঠ বার দিতে গেলে সিস্টেম থেকে অটোমেটিক ব্লক হয়ে যাবে।
এতে কেউ চাকরি যদি না পায় তাহলে প্রাইভেট সেক্টরে চাকরি করবে অথবা ব্যবসা করবে।

Suhel Rana
07-sept-24

ক্লাস ১-১২ শ্রেনীর সকল ভোকাবুলারি সংকলন একটিমাত্র বইতে।
27/08/2024

ক্লাস ১-১২ শ্রেনীর সকল ভোকাবুলারি সংকলন একটিমাত্র বইতে।

শিক্ষাজীবনের সকল একাডেমিক ভোকাবুলারি একটি বইতে। আপনার পরিপূর্ণ বেসিক গঠনের জন্য বইটিতে ক্লাস ১ -১২ শ্রেনীর সকল ভোকাবুলার...
01/06/2024

শিক্ষাজীবনের সকল একাডেমিক ভোকাবুলারি একটি বইতে। আপনার পরিপূর্ণ বেসিক গঠনের জন্য বইটিতে ক্লাস ১ -১২ শ্রেনীর সকল ভোকাবুলারি পাবেন একসাথে। যারা একদম শূন্য বেসিক থেকে ভোকাবুলারি শিখতে চান, তাদের জন্য পরিপূর্ণ ইংলিশ ভোকাবুলারি প্যাকেজ পাবেন, একসাথে একটি বইতে।

Part-A (Basic part)
✔1-12 all Academic vocabulary (প্রাইমারি, হাইস্কুল এবং কলেজের ইংরেজি বইয়ের সকল ভোকাবুলারি একসাথে পাবেন)

Part-B (Advance part)
✔GRE+ Word smart combine word list (একই শব্দ GRE এবং Word smart দুটি বইতেই রয়েছে, এক্ষেত্রে আমরা ২টি বইকে একত্রিত করে বারবার রিপিট হওয়া শব্দকে একবার রেখেছি যাতে খুব সহজেই আপনি দুইটি বইয়ের সকল শব্দ শিখে ফেলতে পারেন।

Part-C (Root word)
✔ Most common 120 root word যেখানে দেখানো হয়েছে কিভাবে একটি মূল শব্দাংশ দিয়ে নতুন নতুন শব্দ তৈরি হয়।

বইটি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়।
Phone: 01644-964485

আলহামদুলিল্লাহ, আমার আরও একটি নতুন বই, এই বইটি নিয়েই কাজ করছিলাম গত ৬ মাসের বেশি সময় ধরে, অবশেষে প্রকাশ পেলো। বেসিক এবং ...
23/05/2024

আলহামদুলিল্লাহ, আমার আরও একটি নতুন বই, এই বইটি নিয়েই কাজ করছিলাম গত ৬ মাসের বেশি সময় ধরে, অবশেষে প্রকাশ পেলো।
বেসিক এবং এডভান্স লেভেল ভোকেব এর দারুণ একটি কম্বিনেশন পাওয়া যাবে বইটিতে।
বইটি শিক্ষক, শিক্ষার্থী উভয়ের জন্য সমানভাবে প্রযোজ্য এবং বাংলাদেশের যেকোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষার ভোকেব পার্ট ১০০% কভার করবে ইনশাল্লাহ

শিক্ষাজীবনের সকল একাডেমিক ভোকাবুলারি একটি বইতে। আপনার পরিপূর্ণ বেসিক গঠনের জন্য বইটিতে ক্লাস ১ -১২ শ্রেনীর সকল ভোকাবুলার...
21/05/2024

শিক্ষাজীবনের সকল একাডেমিক ভোকাবুলারি একটি বইতে। আপনার পরিপূর্ণ বেসিক গঠনের জন্য বইটিতে ক্লাস ১ -১২ শ্রেনীর সকল ভোকাবুলারি পাবেন একসাথে।
চাকরি কিংবা IELTS পরীক্ষার প্রয়োজনীয় Vocabulary। যারা একদম শূন্য বেসিক থেকে ভোকাবুলারি শিখতে চান, তাদের জন্য পরিপূর্ণ ইংলিশ ভোকাবুলারি প্যাকেজ পাবেন, একসাথে একটি বইতে।

Part-A (Basic part)
✔1-12 all Academic vocabulary (প্রাইমারি, হাইস্কুল এবং কলেজের ইংরেজি বইয়ের সকল ভোকাবুলারি একসাথে পাবেন)

Part-B (Advance part)
✔GRE+ Word smart combine word list (একই শব্দ GRE এবং Word smart দুটি বইতেই রয়েছে, এক্ষেত্রে আমরা ২টি বইকে একত্রিত করে বারবার রিপিট হওয়া শব্দকে একবার রেখেছি যাতে খুব সহজেই আপনি দুইটি বইয়ের সকল শব্দ শিখে ফেলতে পারেন।

Part-C (Root word)
✔ Most common 120 root word যেখানে দেখানো হয়েছে কিভাবে একটি মূল শব্দাংশ দিয়ে নতুন নতুন শব্দ তৈরি হয়।

বইটি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়।
Phone: 01644-964485

আমাদের নতুন বই আসছে ইনশাল্লাহ
20/05/2024

আমাদের নতুন বই আসছে ইনশাল্লাহ

এই অফার শুধুমাত্র রকমারী তে অর্ডার করার ক্ষেত্রে
07/05/2024

এই অফার শুধুমাত্র রকমারী তে অর্ডার করার ক্ষেত্রে

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when School Vocabulary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to School Vocabulary:

Share

Category