Mehedi Hasan

Mehedi Hasan শিক্ষক এবং ইতিহাস ও প্রকৃতিপ্রেমী মানুষ।

27/07/2025
‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আবেদনকারীকে প্রথমে লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হয়।...
26/07/2025

‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আবেদনকারীকে প্রথমে লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমে বিজ্ঞাপিত পদ সংখ্যার তিন গুণ বা তার বেশি আবেদনকারী মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হয়। লিখিত পরীক্ষার নম্বর এবং মৌখিক পরীক্ষার পারফরম্যান্স মূল্যায়ন করে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।
লিখিত পরীক্ষার প্রশ্ন বোর্ডের সদস্যবৃন্দ বোর্ডে উপস্থিত হয়ে হাতে লিখে বোর্ডের সভাপতির নিকট জমা দেন এবং সেগুলোর মধ্য থেকে বোর্ডের সভাপতি মাননীয় উপাচার্য প্রশ্ন মডারেশন করে চার/পাঁচটি প্রশ্ন ৪৫/৫০ মিনিট পরীক্ষার জন্য নির্ধারণ করেন। পরীক্ষা শেষে একজন সদস্য উত্তরপত্র কোডিং করেন এবং কোডিংকৃত উত্তরপত্র সকল প্রশ্নকারী তার নিজ প্রশ্নের উত্তর মূল্যায়ন করেন। মূল্যায়ন শেষে সকলের নম্বর যোগ করে মেধাক্রম ঠিক করে ডিকোডিং করে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত আবেদনকারীদের রোল নম্বর জানিয়ে দেয়া হয়।
এর মধ্য দিয়ে আশা করি যোগ্য ও মেধাবী শিক্ষার্থী শিক্ষকতার সুযোগ লাভ করবেন এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় অনবদ্য ভূমিকা রাখবেন।’

- প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান
উপ-উপাচার্য (অ্যাকাডেমিক), রাজশাহী বিশ্ববিদ্যালয়

🎯🎯শুক্রবার মানেই জমজমাট ক্লাস 🎯🎯মেহেদী বাংলামহিলা কলেজের সামনে, রাজশাহী।01786-768403
25/07/2025

🎯🎯শুক্রবার মানেই জমজমাট ক্লাস 🎯🎯

মেহেদী বাংলা
মহিলা কলেজের সামনে, রাজশাহী।
01786-768403

23/07/2025

Breaking...
১ দিনে দুই পরীক্ষা হচ্ছেনা, সকাল-বিকালেও না; আলাদা আলাদা দিনেই পরীক্ষা হবে- নতুন রুটিনও প্রকাশিত।

HSC-26 & HSC-27 নতুন বাংলা ব্যাচে ভর্তি ও ক্লাস চলছে।বাংলা মানেই মেহেদী বাংলাঅফিস : মহিলা কলেজের সামনে, রাজশাহী।🔎01786-7...
21/07/2025

HSC-26 & HSC-27 নতুন বাংলা ব্যাচে ভর্তি ও ক্লাস চলছে।
বাংলা মানেই মেহেদী বাংলা

অফিস : মহিলা কলেজের সামনে, রাজশাহী।
🔎01786-768403

20/07/2025

একটা সময় ছিল তখন মনে যা আসত সহজেই লিখে দিতে পারতাম। কিন্তু এখন অনেক কিছু ঘটলেও কিছু লিখতে ইচ্ছে হয় না। এটাই জীবনের পরিবর্তন। প্রতিটি বাঁকই নতুন কিছু নিয়ে অপেক্ষা করে।

শুক্রবার মানেই স্পেশাল কিছু। জমজমাট ক্লাস মানেই শুক্রবার। অফিস : মহিলা কলেজের সামনে, রাজশাহী।
18/07/2025

শুক্রবার মানেই স্পেশাল কিছু। জমজমাট ক্লাস মানেই শুক্রবার।
অফিস : মহিলা কলেজের সামনে, রাজশাহী।

SSC-25 (Golden A+)প্রাপ্ত নম্বর ১২৩৭ সর্বমঙ্গলা  উচ্চ বিদ্যালয়, মহাদেবপুর, নওগাঁমেহেদী বাংলাতে আস্থা রাখার জন্য ধন্যবাদ।...
16/07/2025

SSC-25 (Golden A+)
প্রাপ্ত নম্বর ১২৩৭
সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়, মহাদেবপুর, নওগাঁ

মেহেদী বাংলাতে আস্থা রাখার জন্য ধন্যবাদ।
শনি সোম বুধ বিকাল ৫টা - ৬টা

বাংলা মানেই মেহেদী বাংলাHSC 26 & HSC 27 ব্যাচে ক্লাস ও ভর্তি চলছে।মেহেদী বাংলামহিলা কলেজের সামনে, রাজশাহী।
15/07/2025

বাংলা মানেই মেহেদী বাংলা
HSC 26 & HSC 27 ব্যাচে ক্লাস ও ভর্তি চলছে।

মেহেদী বাংলা
মহিলা কলেজের সামনে, রাজশাহী।

13/07/2025

শুভ সকাল। সকলের মঙ্গল কামনা করছি। নিজ স্বপ্নপূরণে নেমে পড়ুন এখনই। 'পিছু লোকে কিছু বলে' সেসব শুনবেন না। কারণ আপনার স্বপ্ন আপনাকেই পূরণ করতে হবে।

12/07/2025

HSC-26
বাংলা ২য় পত্রের নতুন ব্যাচ শুরু হচ্ছে কাল রবিবার সকাল ১০টায়। কেউ পড়তে চাইলে নতুন ব্যাচে চলে আসো।
মেহেদী বাংলা

🎓🎓বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে মেহেদী বাংলা তোমার পাশে।🎓🎓🎯 বাংলা মোট ক্লাস ৮০টি এবং সাধারণ জ্ঞান মোট ক্লাস ৮০টি।🎯 প্র...
11/07/2025

🎓🎓বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে মেহেদী বাংলা তোমার পাশে।🎓🎓
🎯 বাংলা মোট ক্লাস ৮০টি এবং সাধারণ জ্ঞান মোট ক্লাস ৮০টি।
🎯 প্রতিদিন ক্লাস ও প্রতিদিন পরীক্ষা।
🎯সাপ্তাহিক ও মাসিক মডেল টেস্ট
🎯স্পেশাল লেকচার শীট
🎯স্পেশাল প্রশ্নব্যাংক
🎯Smart Board এ ক্লাসের সুযোগ
🎯 একাধিক প্রমলেম সলভ ক্লাস
🎯৭ বছরের অভিজ্ঞতা
🎯মূল বই দাগিয়ে পড়ানো

🔴বাংলা কোর্সে ভর্তি হলে সাধারণ জ্ঞান কোর্স সম্পূর্ণ ফ্রি। এ সুযোগ ২৫ জুলাই পর্যন্ত।🔴

🎯ক্লাস যাচাই করে ভর্তির সুযোগ আছে। দেখে, শুনে ও বুঝে সিদ্ধান্ত নিন।

🎯মেহেদী বাংলা
মহিলা কলেজের সামনে, রাজশাহী।
📲01786-768403

Address

Rajshahi

Telephone

+8801786768403

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehedi Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category